১০ ডিসেম্বর ২০২৫, বুধবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

H-1B ভিসা আবেদনে বার্ষিক ফি ১০০০০০ মার্কিন ডলার! উদ্বেগ

পুবের কলম, ওয়েব ডেস্ক: আমেরিকার H-1B ভিসা পেতে গেলে এ বার থেকে দিতে হবে ১ লক্ষ ডলার। এমনই ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৯০ লক্ষ টাকা। তাও প্রতি বছর। সোজা কথায়, উপার্জনের একটা বড় অংশ চলে যাবে ভিসা ফি দিতেই।

আমেরিকার বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি এই ভিসার মাধ্যমে দক্ষ এবং উপযুক্ত ভারতীয় কর্মীদের নিয়োগ করে ৷ নয়া এই নির্দেশিকার ফলে সংস্থাগুলি এবার কর্মী নিয়োগ কমিয়ে দিতে পারে বলে অনুমান ওয়াকিবহাল মহলের ৷ এমনিতেই আমেরিকার মসনদে বসার পর থেকে নয়া শুল্কনীতি ঘোষণা করে বিশ্ব অর্থনীতিতে প্রবল অস্থিরতার সৃষ্টি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ শুল্কযুদ্ধে জড়িয়ে পড়ে ভারত-আমেরিকা ৷

আরও পড়ুন: এইচ–১বি ভিসার ইন্টারভিউ পিছল, বিপাকে ভারতীয় আবেদনকারীরা

এবার ভারতীয় কর্মীদের চাপ বাড়িয়ে H -1B ভিসার বার্ষিক ফি-এর পরিমাণ বাড়ানোর ঘোষণা করলেন ট্রাম্প ৷ ওভাল অফিসে এই আদেশ স্বাক্ষর করার সময় ট্রাম্প বলেন, কোম্পানিগুলোকে সেরা ও দক্ষ কর্মী দিতেই এই সিদ্ধান্ত। এই পদক্ষেপ আমেরিকাকে সেই কর্মী পেতে সাহায্য করবে। তিনি আরও বলেছেন, প্রযুক্তি শিল্প এই পদক্ষেপের বিরোধিতা করবে না। আমার মনে হয় তারা খুব খুশি হবে। এই প্রসঙ্গে, হোয়াইট হাউস জানায়, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে শুধু সবচেয়ে দক্ষ কর্মীরাই যেন যুক্তরাষ্ট্রে আসতে পারে। যাতে তারা আমেরিকায় নিজেদের জায়গা পরিপক্ক করতে পারে। বিশেষ করে আমেরিকান কর্মচারীরা যেন কোনওভাবেই না সেইসব দক্ষ কর্মীদের জায়গা নিয়ে নিতে পারে।

আরও পড়ুন: মার্কিন মুলুকে কর্মরতদের নিয়ে উদ্বেগ বাংলার মুখ্যমন্ত্রীর

 

প্রসঙ্গত, H -1B ভিসা হল যুক্তরাষ্ট্রে কাজ করার সবচেয়ে জনপ্রিয় উপায়গুলির মধ্যে একটি। প্রতি বছর হাজার হাজার ভারতীয়, বিশেষ করে আইটি খাতের কর্মীরা, এই প্রোগ্রামের মাধ্যমে মার্কিন কোম্পানির স্পন্সরের সাহায্যে যুক্তরাষ্ট্রে যান। বলা বাহুল্য, প্রযুক্তি এবং কর্মী নিয়োগকারী সংস্থাগুলি H-1B ভিসার উপর অনেক বেশি নির্ভর করে। অ্যামাজন ২০২৫ সালের প্রথমার্ধে ১০,০০০ এরও বেশি H-1B ভিসা পেয়েছে। মাইক্রোসফ্ট এবং মেটার মতো সংস্থাগুলি ৫,০০০ এরও বেশি ভিসা অনুমোদন পেয়েছে।

সরকারি তথ্য অনুসারে, গত বছর ভারত ছিল H-1B ভিসার সবচেয়ে বেশি সুবিধাভোগী, যেখানে ভারতীয় পেশাদারদের অবদান ছিল ৭১%, যেখানে চিন দ্বিতীয় স্থানে ছিল, মাত্র ১১.৭%।

 

 

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বাংলাদেশের জেলে থেকে মুক্ত ৪৭ জন ভারতীয় মৎস্যজীবী, খুশি পরিবার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

H-1B ভিসা আবেদনে বার্ষিক ফি ১০০০০০ মার্কিন ডলার! উদ্বেগ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, শনিবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: আমেরিকার H-1B ভিসা পেতে গেলে এ বার থেকে দিতে হবে ১ লক্ষ ডলার। এমনই ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৯০ লক্ষ টাকা। তাও প্রতি বছর। সোজা কথায়, উপার্জনের একটা বড় অংশ চলে যাবে ভিসা ফি দিতেই।

আমেরিকার বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি এই ভিসার মাধ্যমে দক্ষ এবং উপযুক্ত ভারতীয় কর্মীদের নিয়োগ করে ৷ নয়া এই নির্দেশিকার ফলে সংস্থাগুলি এবার কর্মী নিয়োগ কমিয়ে দিতে পারে বলে অনুমান ওয়াকিবহাল মহলের ৷ এমনিতেই আমেরিকার মসনদে বসার পর থেকে নয়া শুল্কনীতি ঘোষণা করে বিশ্ব অর্থনীতিতে প্রবল অস্থিরতার সৃষ্টি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ শুল্কযুদ্ধে জড়িয়ে পড়ে ভারত-আমেরিকা ৷

আরও পড়ুন: এইচ–১বি ভিসার ইন্টারভিউ পিছল, বিপাকে ভারতীয় আবেদনকারীরা

এবার ভারতীয় কর্মীদের চাপ বাড়িয়ে H -1B ভিসার বার্ষিক ফি-এর পরিমাণ বাড়ানোর ঘোষণা করলেন ট্রাম্প ৷ ওভাল অফিসে এই আদেশ স্বাক্ষর করার সময় ট্রাম্প বলেন, কোম্পানিগুলোকে সেরা ও দক্ষ কর্মী দিতেই এই সিদ্ধান্ত। এই পদক্ষেপ আমেরিকাকে সেই কর্মী পেতে সাহায্য করবে। তিনি আরও বলেছেন, প্রযুক্তি শিল্প এই পদক্ষেপের বিরোধিতা করবে না। আমার মনে হয় তারা খুব খুশি হবে। এই প্রসঙ্গে, হোয়াইট হাউস জানায়, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে শুধু সবচেয়ে দক্ষ কর্মীরাই যেন যুক্তরাষ্ট্রে আসতে পারে। যাতে তারা আমেরিকায় নিজেদের জায়গা পরিপক্ক করতে পারে। বিশেষ করে আমেরিকান কর্মচারীরা যেন কোনওভাবেই না সেইসব দক্ষ কর্মীদের জায়গা নিয়ে নিতে পারে।

আরও পড়ুন: মার্কিন মুলুকে কর্মরতদের নিয়ে উদ্বেগ বাংলার মুখ্যমন্ত্রীর

 

প্রসঙ্গত, H -1B ভিসা হল যুক্তরাষ্ট্রে কাজ করার সবচেয়ে জনপ্রিয় উপায়গুলির মধ্যে একটি। প্রতি বছর হাজার হাজার ভারতীয়, বিশেষ করে আইটি খাতের কর্মীরা, এই প্রোগ্রামের মাধ্যমে মার্কিন কোম্পানির স্পন্সরের সাহায্যে যুক্তরাষ্ট্রে যান। বলা বাহুল্য, প্রযুক্তি এবং কর্মী নিয়োগকারী সংস্থাগুলি H-1B ভিসার উপর অনেক বেশি নির্ভর করে। অ্যামাজন ২০২৫ সালের প্রথমার্ধে ১০,০০০ এরও বেশি H-1B ভিসা পেয়েছে। মাইক্রোসফ্ট এবং মেটার মতো সংস্থাগুলি ৫,০০০ এরও বেশি ভিসা অনুমোদন পেয়েছে।

সরকারি তথ্য অনুসারে, গত বছর ভারত ছিল H-1B ভিসার সবচেয়ে বেশি সুবিধাভোগী, যেখানে ভারতীয় পেশাদারদের অবদান ছিল ৭১%, যেখানে চিন দ্বিতীয় স্থানে ছিল, মাত্র ১১.৭%।