২২ অক্টোবর ২০২৫, বুধবার, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন পারমাণবিক বোমারু বিমান বি-২১

ইমামা খাতুন
  • আপডেট : ৪ ডিসেম্বর ২০২২, রবিবার
  • / 86

পুবের কলম ওয়েব ডেস্কঃ মার্কিন বিমানবাহিনীর জন্য তৈরি করা পারমাণবিক বোমারু বিমান বি-২১ এর ছবি প্রকাশ করেছে আমেরিকান বহুজাতিক মহাকাশ ও প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি নর্থরপ গ্রুম্যান কর্পোরেশন। এটি বিশ্বের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারক এবং সামরিক প্রযুক্তি সরবরাহকারী সংস্থা। শুক্রবার মার্কিন বিমানবাহিনীর জন্য দূরপাল্লার স্টিলথ পারমাণবিক বোমারু বিমানের ছবি প্রকাশ করা হয়।

 

আরও পড়ুন: গাজার ২০ লাখ মানুষকে সরানোর নীলনকশা, ‘গ্রেট’ নিয়ে আলোচনা আমেরিকা – ইসরাইলের

ক্যালিফোর্নিয়ার পামডেলে নর্থরপস প্ল্যান্ট ৪২-এ একটি অনুষ্ঠানের সময় বি-২১ উন্মোচন করা হয়। ছবিতে বি-২১ বিমানে এর পূর্বসূরি বি-২ এর মতো দীর্ঘ ডানা রয়েছে। দীর্ঘ পাল্লার এবং মধ্য এয়ার রিফুয়েলিং ক্ষমতা ব্যবহার করে এই বিমান প্রচলিত ও পারমাণবিক অস্ত্র উভয়ই বহন করতে সক্ষম। প্রতিটি বিমানের দাম প্রায় ৫৫০ মিলিয়ন ডলার। তবে বর্তমান মুদ্রাস্ফীতি অনুযায়ী এটি ৫৭০ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছি।

আরও পড়ুন: ভারতে বাড়তি ২৫ শতাংশ শুল্ক নাও চাপতে পারে, ইঙ্গিত ট্রাম্পের

 

আরও পড়ুন: আরও ৯০ দিন বাড়াল আমেরিকা-চিনের শুল্কবিরতি

মার্কিন বিমানবাহিনী অন্তত ১০০টি বি-২১ বিমান কেনার পরিকল্পনা করেছে। নর্থরপ বিমানটিকে একটি ষষ্ঠ প্রজন্মের বিমান বলে অভিহিত করছে। এটি অন্যান্য বিমানের সঙ্গে সংযোগ স্থাপন এবং ভবিষ্যতের কৌশলগত অস্ত্রও বহন করতে সক্ষম। নর্থরপ গ্রুম্যান অ্যারোনটিক্স সিস্টেমের সেক্টর ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল ম্যানেজার ডগ ইয়ং রয়টার্সকে বলেন, বি-২১ এ আরও টেকসই ও শক্তিশালী। এর জন্য কম রক্ষণাবেক্ষণের প্রয়োজন হবে, অপারেশন খরচ এবং ডাউনটাইম ন্যূনতম রাখা হবে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মার্কিন পারমাণবিক বোমারু বিমান বি-২১

আপডেট : ৪ ডিসেম্বর ২০২২, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ মার্কিন বিমানবাহিনীর জন্য তৈরি করা পারমাণবিক বোমারু বিমান বি-২১ এর ছবি প্রকাশ করেছে আমেরিকান বহুজাতিক মহাকাশ ও প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি নর্থরপ গ্রুম্যান কর্পোরেশন। এটি বিশ্বের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারক এবং সামরিক প্রযুক্তি সরবরাহকারী সংস্থা। শুক্রবার মার্কিন বিমানবাহিনীর জন্য দূরপাল্লার স্টিলথ পারমাণবিক বোমারু বিমানের ছবি প্রকাশ করা হয়।

 

আরও পড়ুন: গাজার ২০ লাখ মানুষকে সরানোর নীলনকশা, ‘গ্রেট’ নিয়ে আলোচনা আমেরিকা – ইসরাইলের

ক্যালিফোর্নিয়ার পামডেলে নর্থরপস প্ল্যান্ট ৪২-এ একটি অনুষ্ঠানের সময় বি-২১ উন্মোচন করা হয়। ছবিতে বি-২১ বিমানে এর পূর্বসূরি বি-২ এর মতো দীর্ঘ ডানা রয়েছে। দীর্ঘ পাল্লার এবং মধ্য এয়ার রিফুয়েলিং ক্ষমতা ব্যবহার করে এই বিমান প্রচলিত ও পারমাণবিক অস্ত্র উভয়ই বহন করতে সক্ষম। প্রতিটি বিমানের দাম প্রায় ৫৫০ মিলিয়ন ডলার। তবে বর্তমান মুদ্রাস্ফীতি অনুযায়ী এটি ৫৭০ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছি।

আরও পড়ুন: ভারতে বাড়তি ২৫ শতাংশ শুল্ক নাও চাপতে পারে, ইঙ্গিত ট্রাম্পের

 

আরও পড়ুন: আরও ৯০ দিন বাড়াল আমেরিকা-চিনের শুল্কবিরতি

মার্কিন বিমানবাহিনী অন্তত ১০০টি বি-২১ বিমান কেনার পরিকল্পনা করেছে। নর্থরপ বিমানটিকে একটি ষষ্ঠ প্রজন্মের বিমান বলে অভিহিত করছে। এটি অন্যান্য বিমানের সঙ্গে সংযোগ স্থাপন এবং ভবিষ্যতের কৌশলগত অস্ত্রও বহন করতে সক্ষম। নর্থরপ গ্রুম্যান অ্যারোনটিক্স সিস্টেমের সেক্টর ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল ম্যানেজার ডগ ইয়ং রয়টার্সকে বলেন, বি-২১ এ আরও টেকসই ও শক্তিশালী। এর জন্য কম রক্ষণাবেক্ষণের প্রয়োজন হবে, অপারেশন খরচ এবং ডাউনটাইম ন্যূনতম রাখা হবে।