০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দলিত মহিলাকে ধর্ষণ করার পর তিন টুকরো করে কাটা হল দেহ

সামিমা এহসানা
  • আপডেট : ৩ নভেম্বর ২০২৩, শুক্রবার
  • / 29

পুবের কলম ওয়েব ডেস্কঃ ডবল ইঞ্জিন বা জিরো টলারেন্স কোনও ওষুধেই কাজ হচ্ছে না। দলিত নির্যাতন আর ধর্ষণের ঘটনায়, তালিকার শীর্ষে অটল উত্তরপ্রদেশ। নতুন করে আরও একটি দলিত খুনের ঘটনায় শিউরে উঠছে দেশ। উত্তরপ্রদেশের বান্দায় ৪০ বছরের এক দলিত মহিলাকে ধর্ষণ করার পর টুকরো-টুকরো করে কাটা হয়েছে তার শরীর।

মঙ্গলবার এই নারকীয় হত্যাকে আনজাম দেওয়া হলেও বিষয়টি সামনে আসে শুক্রবার। ওই দলিত মহিলা অভিযুক্ত রাজকুমার শুক্লার আটা কল পরিস্কারের কাজ করতেন। মঙ্গলবার কাজ করতে যাওয়ার কিছুক্ষণ পর মৃতার ২০ বছরের কন্যা মায়ের চিৎকারের শব্দ শুনতে পান। কারণ মায়ের সঙ্গে সেও সেদিন শুক্লাদের বাড়িতে গিয়েছিল। যে-ঘর থেকে মায়ের শব্দ শোনা যাচ্ছিল, সেই ঘরের দরজায় আঘাত করে নির্যাতিতার কন্যা। কিন্তু ভেতর থেকে দরজা বন্ধ থাকায়, সে ওই দরজা খুলতে পারেনি। পরে দরজা খোলার পর সে দেখতে পায়, তার মায়ের দেহের তিনটি টুকরো করা হয়েছে। ভয়ে চিৎকার করতে থাকলে আশপাশের বাসিন্দারা ছুটে আসে। তারাই পুলিশকে খবর দেয়।

আরও পড়ুন: বিহারে ভোটার তালিকা থেকে অনগ্রসর, দলিত এবং সংখ্যালঘুদের বাদ দেওয়ার ষড়যন্ত্র: কংগ্রেস

পুলিশ জানিয়েছে ওই দলিত মহিলাকে হত্যা করার আগে ধর্ষণ করা হয়েছিল। অভিযুক্ত আটা কল মালিক রাজকুমার শুক্লা ও তার দুই ভাই বাউয়া শুক্লা ও রামকৃষ্ণ শুক্লাকে খুঁজছে পুলিশ। তারা তিনজনই পলাতক।

আরও পড়ুন: মহিলার দিকে তাকানোর অভিযোগে গুলি করে মারা হল দলিত যুবক ও বাবা-মা কে, আহত ভাই

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে সপা প্রধান অখিলেশ যাদব লেখেন, উত্তরপ্রদেশে মহিলারা নিরাপদ নন। এখানকার মহিলারা বিজেপির প্রতি আস্থা হারিয়েছে। এই ঘটনার সঙ্গে আরও একটি ঘটনার উল্লেখ করেছেন অখিলেশ। আইআইটি-বেনারস হিন্দু ইউনিভার্সিটি ক্যাম্পাসে এক ছাত্রী হাঁটাচলা করছিলেন। সেই সময় কয়েকটি যুবক জোর করে তাকে চুম্বন ও শ্লীলতাহানি করে। যোগী রাজ্যে কেন এভাবে মহিলাদের হেনস্থা করা হচ্ছে— সেই নিয়ে প্রশ্ন তোলেন সপা প্রধান অখিলেশ।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দলিত মহিলাকে ধর্ষণ করার পর তিন টুকরো করে কাটা হল দেহ

আপডেট : ৩ নভেম্বর ২০২৩, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ ডবল ইঞ্জিন বা জিরো টলারেন্স কোনও ওষুধেই কাজ হচ্ছে না। দলিত নির্যাতন আর ধর্ষণের ঘটনায়, তালিকার শীর্ষে অটল উত্তরপ্রদেশ। নতুন করে আরও একটি দলিত খুনের ঘটনায় শিউরে উঠছে দেশ। উত্তরপ্রদেশের বান্দায় ৪০ বছরের এক দলিত মহিলাকে ধর্ষণ করার পর টুকরো-টুকরো করে কাটা হয়েছে তার শরীর।

মঙ্গলবার এই নারকীয় হত্যাকে আনজাম দেওয়া হলেও বিষয়টি সামনে আসে শুক্রবার। ওই দলিত মহিলা অভিযুক্ত রাজকুমার শুক্লার আটা কল পরিস্কারের কাজ করতেন। মঙ্গলবার কাজ করতে যাওয়ার কিছুক্ষণ পর মৃতার ২০ বছরের কন্যা মায়ের চিৎকারের শব্দ শুনতে পান। কারণ মায়ের সঙ্গে সেও সেদিন শুক্লাদের বাড়িতে গিয়েছিল। যে-ঘর থেকে মায়ের শব্দ শোনা যাচ্ছিল, সেই ঘরের দরজায় আঘাত করে নির্যাতিতার কন্যা। কিন্তু ভেতর থেকে দরজা বন্ধ থাকায়, সে ওই দরজা খুলতে পারেনি। পরে দরজা খোলার পর সে দেখতে পায়, তার মায়ের দেহের তিনটি টুকরো করা হয়েছে। ভয়ে চিৎকার করতে থাকলে আশপাশের বাসিন্দারা ছুটে আসে। তারাই পুলিশকে খবর দেয়।

আরও পড়ুন: বিহারে ভোটার তালিকা থেকে অনগ্রসর, দলিত এবং সংখ্যালঘুদের বাদ দেওয়ার ষড়যন্ত্র: কংগ্রেস

পুলিশ জানিয়েছে ওই দলিত মহিলাকে হত্যা করার আগে ধর্ষণ করা হয়েছিল। অভিযুক্ত আটা কল মালিক রাজকুমার শুক্লা ও তার দুই ভাই বাউয়া শুক্লা ও রামকৃষ্ণ শুক্লাকে খুঁজছে পুলিশ। তারা তিনজনই পলাতক।

আরও পড়ুন: মহিলার দিকে তাকানোর অভিযোগে গুলি করে মারা হল দলিত যুবক ও বাবা-মা কে, আহত ভাই

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে সপা প্রধান অখিলেশ যাদব লেখেন, উত্তরপ্রদেশে মহিলারা নিরাপদ নন। এখানকার মহিলারা বিজেপির প্রতি আস্থা হারিয়েছে। এই ঘটনার সঙ্গে আরও একটি ঘটনার উল্লেখ করেছেন অখিলেশ। আইআইটি-বেনারস হিন্দু ইউনিভার্সিটি ক্যাম্পাসে এক ছাত্রী হাঁটাচলা করছিলেন। সেই সময় কয়েকটি যুবক জোর করে তাকে চুম্বন ও শ্লীলতাহানি করে। যোগী রাজ্যে কেন এভাবে মহিলাদের হেনস্থা করা হচ্ছে— সেই নিয়ে প্রশ্ন তোলেন সপা প্রধান অখিলেশ।