২৯ ডিসেম্বর ২০২৫, সোমবার, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মুহাম্মদ শামির গ্রামে স্টেডিয়াম তৈরি করবে উত্তরপ্রদেশ সরকার !

পুবের কলম ওয়েব ডেস্ক:

 

ভারতের তারকা পেসার মোহাম্মদ শামির গ্রামে নাকি  তৈরি হবে স্টেডিয়াম।একটি সংবাদমাধ্যমে এই খবরটি প্রচারিত হয়েছে।উত্তর প্রদেশ সরকার এই স্টেডিয়াম নির্মাণ করবে বলে জানানো হয়েছে।এক সময়ে তিনি ভারতীয় দলের জার্সিতে শোচনীয় ভাবে ব্যর্থ হওয়ার পর নিজের রাজ্য অর্থাৎ উত্তরপ্রদেশেই  তাকে অনেকে দেশদ্রোহী আখ্যা দিয়েছিলেন। ধর্ম নিয়ে আক্রমণের সম্মুখীন হতে হয়েছিল তাকে। কিন্তু চলতি বিশ্বকাপে  মহম্মদ শামির  অসাধারণ পারফরম্যান্স নিন্দুকদের সম্পূর্ণ চুপ করিয়ে দিয়েছে। সেমিফাইনালে ভারতীয় দলকে জেতানোয় সবচেয়ে বড় ভূমিকা ছিল ভারতীয় ফাস্ট বোলারের। ঠিক সেই কারণেই উত্তরপ্রদেশ সরকার তাকে সম্মান জানিয়ে একটি বিশেষ পদক্ষেপ নিতে চলেছে।

চলতি বিশ্বকাপে মাঠে নামার আগে একাধিক সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছিল ভারতের তারকা পেসারকে। গত চার পাঁচ বছরে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ ওঠার পাশাপাশি ব্যক্তিগত জীবন ভয়ংকর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর স্ত্রী হাসিন জাহান তার বিরুদ্ধে দাম্পত্য হিংসার অভিযোগ তুলেছিলেন এবং আদালতের সেই মামলায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এখনও মাসিক ১ লক্ষ ৩০ হাজার টাকা নিজের স্ত্রী এবং কন্যা সন্তানের জীবন নির্বাহ জন্য আলাদা করে খরচ দিতে হয় শামিকে। তাছাড়াও তিনি নিজে ব্যক্তিগতভাবে অসাধারণ ছন্দে থাকা সত্ত্বেও গত এশিয়া কাপে এবং চলতি বিশ্বকাপের প্রথম দিকের কয়েকটি ম্যাচে তাকে সুযোগ দেওয়া হয়নি। কিন্তু যাবতীয় বাধা বিপত্তি কাটিয়ে একটা সুযোগ পাওয়া মাত্র নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে দিয়েছেন এই ভারতীয় ফাস্ট বোলার।

হার্দিক পান্ডিয়া চোট পাওয়ার পর ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে শামি চলতি বিশ্বকাপে প্রথমবার মাঠে নামেন। সেই ম্যাচে ৫ উইকেট নিয়ে তিনি ভারতের জয়ের রাস্তাটা অত্যন্ত মসৃণ করে দিয়েছিলেন। এরপর ধারাবাহিকভাবে এই পারফরম্যান্স বজায় রাখেন শামি। বিশ্বকাপে তিনবার পাঁচ উইকেটে নেওয়ার রেকর্ড করেন তিনি যা আগে কোনও ফাস্ট বোলার কোনও বিশ্বকাপে করে দেখাতে পারেননি। সবশেষে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে ৭ উইকেট নিয়ে প্রায় একাই কিউয়িদের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে আসেন তিনি।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

হাদি হত্যা নিয়ে বাংলাদেশ পুলিশের দাবি নাকচ করল বিএসএফ ও মেঘালয় পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুহাম্মদ শামির গ্রামে স্টেডিয়াম তৈরি করবে উত্তরপ্রদেশ সরকার !

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্ক:

 

ভারতের তারকা পেসার মোহাম্মদ শামির গ্রামে নাকি  তৈরি হবে স্টেডিয়াম।একটি সংবাদমাধ্যমে এই খবরটি প্রচারিত হয়েছে।উত্তর প্রদেশ সরকার এই স্টেডিয়াম নির্মাণ করবে বলে জানানো হয়েছে।এক সময়ে তিনি ভারতীয় দলের জার্সিতে শোচনীয় ভাবে ব্যর্থ হওয়ার পর নিজের রাজ্য অর্থাৎ উত্তরপ্রদেশেই  তাকে অনেকে দেশদ্রোহী আখ্যা দিয়েছিলেন। ধর্ম নিয়ে আক্রমণের সম্মুখীন হতে হয়েছিল তাকে। কিন্তু চলতি বিশ্বকাপে  মহম্মদ শামির  অসাধারণ পারফরম্যান্স নিন্দুকদের সম্পূর্ণ চুপ করিয়ে দিয়েছে। সেমিফাইনালে ভারতীয় দলকে জেতানোয় সবচেয়ে বড় ভূমিকা ছিল ভারতীয় ফাস্ট বোলারের। ঠিক সেই কারণেই উত্তরপ্রদেশ সরকার তাকে সম্মান জানিয়ে একটি বিশেষ পদক্ষেপ নিতে চলেছে।

চলতি বিশ্বকাপে মাঠে নামার আগে একাধিক সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছিল ভারতের তারকা পেসারকে। গত চার পাঁচ বছরে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ ওঠার পাশাপাশি ব্যক্তিগত জীবন ভয়ংকর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর স্ত্রী হাসিন জাহান তার বিরুদ্ধে দাম্পত্য হিংসার অভিযোগ তুলেছিলেন এবং আদালতের সেই মামলায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এখনও মাসিক ১ লক্ষ ৩০ হাজার টাকা নিজের স্ত্রী এবং কন্যা সন্তানের জীবন নির্বাহ জন্য আলাদা করে খরচ দিতে হয় শামিকে। তাছাড়াও তিনি নিজে ব্যক্তিগতভাবে অসাধারণ ছন্দে থাকা সত্ত্বেও গত এশিয়া কাপে এবং চলতি বিশ্বকাপের প্রথম দিকের কয়েকটি ম্যাচে তাকে সুযোগ দেওয়া হয়নি। কিন্তু যাবতীয় বাধা বিপত্তি কাটিয়ে একটা সুযোগ পাওয়া মাত্র নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে দিয়েছেন এই ভারতীয় ফাস্ট বোলার।

হার্দিক পান্ডিয়া চোট পাওয়ার পর ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে শামি চলতি বিশ্বকাপে প্রথমবার মাঠে নামেন। সেই ম্যাচে ৫ উইকেট নিয়ে তিনি ভারতের জয়ের রাস্তাটা অত্যন্ত মসৃণ করে দিয়েছিলেন। এরপর ধারাবাহিকভাবে এই পারফরম্যান্স বজায় রাখেন শামি। বিশ্বকাপে তিনবার পাঁচ উইকেটে নেওয়ার রেকর্ড করেন তিনি যা আগে কোনও ফাস্ট বোলার কোনও বিশ্বকাপে করে দেখাতে পারেননি। সবশেষে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে ৭ উইকেট নিয়ে প্রায় একাই কিউয়িদের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে আসেন তিনি।