ফের উত্তরাখণ্ডে হড়পা বান, নিখোঁজ ৬০, মৃত্যু ৪ জনের

- আপডেট : ৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার
- / 21
পুবের কলম ওয়েবডেস্ক: ভয়ঙ্কর অবস্থা উত্তর কাশীর। ফের উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টিতে হড়পা বান আসে। সাধারণত জলের তীব্র স্রোত দেখা গেলেও এবার এক্কেবারে জলের সঙ্গে কাদা-পাথরের স্রোত নামল পাহাড়ি নদীতে। এগিয়ে গেল জনবসতির উপর দিয়ে। বহু মানুষের প্রাণহানির আশঙ্কা। ইতিমধ্যেই নিখোঁজ ৬০ জন। মৃত্যু হয়েছে ৪ জনের।
ইতিমধ্যেই একটি ভিডিয়ো সামনে এসেছে। তাতেই দেখা যাচ্ছে বিশাল সেই কাদা-পাথরের স্রোতের মধ্যেই চোখের পলকে মিশে যাচ্ছে পাহাড়ের ঢালে থাকা একাধিক বাড়ি। রীতিমতো টানতে টানতে নিচের নদীতে নিয়ে গিয়ে ফেলছে। বিগত কয়েক বছরের দিকে নজর দিলে দেখা যাবে উত্তরাখণ্ডে হড়পা বান যে একেবারে চেনা ছবি হয়ে দাঁড়িয়েছে। বছর বছর নেমে আসছে ভয়ঙ্কর বিপর্যয়। এবার ফের সেই একই ছবি। তীব্র আতঙ্ক গোটা এলাকায়।
Cloudburst and flash flood in Uttarakhand.
– Praying for everyone’s safety! 🙏❤️pic.twitter.com/OfnSoYL5XA
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 5, 2025