৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মেঘভাঙা বৃষ্টিতে বন্ধ বৈষ্ণদেবী যাত্রা, উত্তরাখণ্ডের পৌরি গারওয়ালে জলের তোড়ে ভেসে গেলেন বৃদ্ধা   

পুবের কলম, ওয়েবডেস্ক: অবিরাম বৃষ্টির জেরে হড়পা বানের কারণে আপাতত প্রশাসনের পক্ষ থেকে বৈষ্ণদেবী যাত্রা স্থগিত রাখা হল। তবে যে সমস্ত তীর্থযাত্রীরা মন্দিরে রয়েছে, বা যাত্রাপথে রয়েছেন তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। উদ্ধারকাজে রয়েছে পুলিশ ও সিআরপিএফ জওয়ান। অন্যদিকে পৌরি গারওয়াল জেলায় ভারী বৃষ্টিতে ভেসে গিয়ে ৭২ বছর বয়সী এক মহিলার মৃত্যুর খবর মিলেছে। ক্ষতির মুখে একাধিক বাড়ি।

অবিরাম বৃষ্টিতে লক্ষ্ণণ ঝুলা, দুগাদ্দা, ধুমাকোটে, নালিখাল পোখরির রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। গাট্টু ঘাট, পোখাল সহ একাধিক জায়গায় ধস নেমেছে। বন্ধ একাধিক রাস্তা। বৃষ্টির জেরে তপকেশ্বর মহাদেব মন্দিরও জলমগ্ন হয়ে পড়েছে। বিপদসীমার ওপর দিয়ে বইছে তমসা নদীর জল। শনিবার ভোর রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। ভারী বৃষ্টিতে উত্তরাখন্ডের দেহরাদুনে হড়পা বান নামে। ইতিমধ্যেই বহু মানুষ আটকে পড়েছেন। উদ্ধারকাজে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। দেহরাদুনের সারখেত গ্রামের উপরে মেঘভাঙা বৃষ্টি নামে।

আরও পড়ুন: উত্তরাখণ্ডে অপারেশন ‘কালনেমি’: ৩০০-র বেশি ভুয়ো সাধু গ্রেফতার

জেলা প্রসাশন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে, গ্রামবাসীদের সুরক্ষিতভাবে উদ্ধার করা হয়েছে। কয়েকজন নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। ভারী বৃষ্টির জেরে তোতাঘাটি ও তিনধারায় যাতায়াতের পথও পুরোপুরি বন্ধ। হরিদ্বারের গঙ্গাতেও জল প্রায় বিপদসীমার উপর দিয়ে বইছে। বৃষ্টির জেরে তপকেশ্বর মহাদেব মন্দিরও জলমগ্ন।

আরও পড়ুন: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত Uttarakhand

মন্দিরের প্রতিষ্ঠাতা আচার্য বিপিন যোশী জানিয়েছেন, গতকাল থেকে লাগাতার বৃষ্টির কারণে তমসা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। বৈষ্ণদেবীর গুহা ও তপকেশ্বর মহাদেব মন্দির জলের তলায় ডুবে গিয়েছে। তবে সম্পত্তির কিছু ক্ষয়-ক্ষতি হয়নি’।

আরও পড়ুন: ফের উত্তরাখণ্ডে হড়পা বান, নিখোঁজ ৬০, মৃত্যু ৪ জনের

সর্বধিক পাঠিত

মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে, অশুভ শক্তির বিনাশ হোক: এসআইআর নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মেঘভাঙা বৃষ্টিতে বন্ধ বৈষ্ণদেবী যাত্রা, উত্তরাখণ্ডের পৌরি গারওয়ালে জলের তোড়ে ভেসে গেলেন বৃদ্ধা   

আপডেট : ২০ অগাস্ট ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: অবিরাম বৃষ্টির জেরে হড়পা বানের কারণে আপাতত প্রশাসনের পক্ষ থেকে বৈষ্ণদেবী যাত্রা স্থগিত রাখা হল। তবে যে সমস্ত তীর্থযাত্রীরা মন্দিরে রয়েছে, বা যাত্রাপথে রয়েছেন তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। উদ্ধারকাজে রয়েছে পুলিশ ও সিআরপিএফ জওয়ান। অন্যদিকে পৌরি গারওয়াল জেলায় ভারী বৃষ্টিতে ভেসে গিয়ে ৭২ বছর বয়সী এক মহিলার মৃত্যুর খবর মিলেছে। ক্ষতির মুখে একাধিক বাড়ি।

অবিরাম বৃষ্টিতে লক্ষ্ণণ ঝুলা, দুগাদ্দা, ধুমাকোটে, নালিখাল পোখরির রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। গাট্টু ঘাট, পোখাল সহ একাধিক জায়গায় ধস নেমেছে। বন্ধ একাধিক রাস্তা। বৃষ্টির জেরে তপকেশ্বর মহাদেব মন্দিরও জলমগ্ন হয়ে পড়েছে। বিপদসীমার ওপর দিয়ে বইছে তমসা নদীর জল। শনিবার ভোর রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। ভারী বৃষ্টিতে উত্তরাখন্ডের দেহরাদুনে হড়পা বান নামে। ইতিমধ্যেই বহু মানুষ আটকে পড়েছেন। উদ্ধারকাজে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। দেহরাদুনের সারখেত গ্রামের উপরে মেঘভাঙা বৃষ্টি নামে।

আরও পড়ুন: উত্তরাখণ্ডে অপারেশন ‘কালনেমি’: ৩০০-র বেশি ভুয়ো সাধু গ্রেফতার

জেলা প্রসাশন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে, গ্রামবাসীদের সুরক্ষিতভাবে উদ্ধার করা হয়েছে। কয়েকজন নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। ভারী বৃষ্টির জেরে তোতাঘাটি ও তিনধারায় যাতায়াতের পথও পুরোপুরি বন্ধ। হরিদ্বারের গঙ্গাতেও জল প্রায় বিপদসীমার উপর দিয়ে বইছে। বৃষ্টির জেরে তপকেশ্বর মহাদেব মন্দিরও জলমগ্ন।

আরও পড়ুন: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত Uttarakhand

মন্দিরের প্রতিষ্ঠাতা আচার্য বিপিন যোশী জানিয়েছেন, গতকাল থেকে লাগাতার বৃষ্টির কারণে তমসা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। বৈষ্ণদেবীর গুহা ও তপকেশ্বর মহাদেব মন্দির জলের তলায় ডুবে গিয়েছে। তবে সম্পত্তির কিছু ক্ষয়-ক্ষতি হয়নি’।

আরও পড়ুন: ফের উত্তরাখণ্ডে হড়পা বান, নিখোঁজ ৬০, মৃত্যু ৪ জনের