পুবের কলম, ওয়েবডেস্ক: ইরানে চলমান বিক্ষোভ ঘিরে কড়া ভাষায় আক্রমণ শানালেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তাঁর অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করতেই একাংশ বিক্ষোভকারী দেশে সহিংসতা ও ভাঙচুর চালাচ্ছে। বিক্ষোভকারীদের ‘দাঙ্গাবাজ’ আখ্যা দিয়ে খামেনি বলেন, এসব কার্যকলাপের উদ্দেশ্য ইসলামিক প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করা।
শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে খামেনি জানান, ইরান কোনো বিদেশি চাপের কাছে মাথা নত করবে না এবং ‘ধ্বংসাত্মক উপাদান’ কঠোরভাবে দমন করা হবে। একই সঙ্গে নিরাপত্তা বাহিনী ও বিপ্লবী গার্ডও বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো চিঠিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তুলেছে তেহরান। ইরানের দাবি, হুমকি ও উসকানির মাধ্যমে ওয়াশিংটন সহিংসতা বাড়িয়ে দিচ্ছে। অন্যদিকে ট্রাম্প বলেছেন, ইরান ‘বড় বিপদে’ রয়েছে।
অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিক্ষোভ টানা ১৩ দিন ধরে চলছে এবং সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় আন্দোলনে রূপ নিয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এ পর্যন্ত অন্তত ৫০ জনের বেশি নিহত ও দুই হাজারেরও বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে এখনও ইন্টারনেট বন্ধ রয়েছে, যা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।




































