বন্দে ভারত-এর রক্ষণাবেক্ষণের ওয়ার্কশপ তৈরি হচ্ছে বেলুড়ে

- আপডেট : ৩১ মে ২০২৫, শনিবার
- / 108
পুবের কলম ওয়েবডেস্ক : ভারতীয় রেলের ইতিহাসে বাংলার অবদান অনস্বীকার্য। বন্দে ভারত স্লিপার ট্রেনের কোচ তৈরির জন্য একটি ইউনিট ইতিমধ্যেই টিটাগরে চালু হয়েছে। এবার বন্দে ভারত ট্রেনের রক্ষনাবেক্ষণের জন্য নতুন ওয়ার্কশপ চালু করার জন্য বাংলাকেই বেছে নিল ভারতীয় রেল। এবার বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষনের জন্য অত্যাধুনিক মানের নয়া ওয়ার্কশপ গড়ে উঠছে বেলুড় মঠের সামনে। জানা গিয়েছে, বেলুড় স্ক্যাপ ইয়ার্ডের ভিতরে অবস্থিত শেডে শুধু বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলির রক্ষণাবেক্ষণ করা জন্য পরিকাঠামো গড়ে তোলা হবে। আপাতত তার জন্য প্রাথমিক সমীক্ষার চলছে। সমীক্ষা শেষ হলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন ওয়ার্কশপ নির্মাণের কাজ শুরু হয়ে যাবে বলে রেল দফতর সুত্রের খবর।
বন্দে ভারত ট্রেনের রক্ষনাবেক্ষনের জন্য ওয়ার্কশপের পরিকাঠামো কেমন হবে, কিংবা লিলুয়া ও বেলুড়ের দিক থেকে বন্দে ভারত এক্সপ্রেসের রেকগুলো কীভাবে বেলুড় স্ক্র্যাপ ভেতরে এসে পৌঁছবে, সে ব্যাপারে গত বৃহস্পতিবার সবকিছু যাচাই করেছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেউসকরের নেতৃত্বে এক টিম। এদিন পর্যবেক্ষণের পর জেনারেল ম্যানেজার সহ টিমের সদস্যরা জানান, বন্দে ভারত ত্রেনের রক্ষণাবেক্ষেণের উপযুক্ত স্থান বেলুড় ইয়ার্ড।
নতুন ওয়ার্কশপে বন্দে ভারতের কোচ রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় পরিকাঠামোর জন্য ওভারহেড বৈদ্যুতিকরণের কাজ সহ অন্যান্যসরঞ্জাম-সহ নতুন শেড তৈরি করা হবে।
এ ব্যাপারে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ম্যানেজার সঞ্জীব কুমার বলেন, আগামী দু’-তিন সপ্তাহের মধ্যে নির্মাণকাজ শুরু হবে। ওয়ার্কশপ নির্মাণ কাজ চলাকালীন সময়ে প্রয়োজনে হাওড়া থেকে বেলুড় মঠ ট্রেন চলাচল বেশ কিছুদিন নিয়ন্ত্রিত রাখার পাশাপাশি কিছু ট্রেন বাতিলও হবে। যদিও হাওড়া ও ব্যান্ডেল উভয় দিক থেকে বন্দে ভারতের রেক যাতায়াতের জন্য উভয়মুখী লাইন খোলা থাকবে। বেলুড় ইয়ার্ডের শেডে বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষন ওয়ার্কশপ তৈরির কাজ সম্পন্ন হলে পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব ও পূর্ব-মধ্য রেলওয়েতে চলাচলকারী বন্দে ভারত এক্সপ্রেসগুলির রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ বেলুড় ওয়ার্কশপেই হবে বলেও মনে করছেন রেলের কর্তারা।