অরিজিতের অনুষ্ঠানে জারি নানা নিষেধাজ্ঞা, জেনে নিন কী কী সেই নিষেধাজ্ঞা

- আপডেট : ২৩ মার্চ ২০২৫, রবিবার
- / 97
পুবের কলম, ওয়েবডেস্ক: রবিবার মুম্বইতে অনুষ্ঠিত হচ্ছে অরিজিৎ সিংয়ের প্রোগ্রাম। স্বাভাবিকভাবেই দর্শকদের ভিড় উপচে পড়বে। বিশৃঙ্খলা আটকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বেশ কিছু জিনিস অরিজিতের প্রোগ্রামে নিয়ে যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আপনিও কি যাচ্ছেন অরিজিতের অনুষ্ঠানে? তাহলে জেনে নিন কোন কোন জিনিস নিয়ে প্রোগ্রামে প্রবেশ করা যাবে না।
আরও পড়ুন: আত্মহত্যাই করেছেন সুশান্ত সিং, প্রমাণ না থাকায় মামলা বন্ধ করল সিবিআই
লাইটারের মতো দাহ্য বস্তু অনুষ্ঠানে নিয়ে যাওয়া যাবে না। যে কোনও রকমের মাদকদ্রব্য সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ। ধারাল বস্তু বা অস্ত্র নিয়ে অনুষ্ঠানে প্রবেশ করা যাবে না। মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা গেলেও ডিএসএলআর ক্যামেরা, ট্রাইপড ইত্যাদি নিয়ে প্রবেশ করা যাবে না অরিজিতের অনুষ্ঠানে।
কোনও সন্দেহ নেই, রবিবাসরীয় সন্ধেতে বাণিজ্যনগরী মাতিয়ে তুলবেন মুর্শিদাবাদের ভূমিপুত্র। আগামী মঙ্গলবারও মুম্বইতে রয়েছে অরিজিতের প্রোগ্রাম। ওই অনুষ্ঠানের টিকিট বুকিংয়ের জন্য কার্যত হিড়িক পড়ে গেছে।