অতিমারীর আতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরছে ভেনেজুয়েলা, খুলল স্কুল
- আপডেট : ২৭ অক্টোবর ২০২১, বুধবার
- / 34

A girl disinfects her hands at the school gate, on the first day back to in-person instruction after it was suspended due to the coronavirus disease (COVID-19), in Caracas, Venezuela October 25, 2021. REUTERS/Leonardo Fernandez Viloria
পুবের কলম ওয়েবডেস্কঃ করোনা অতিমারীর আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে জীবন। ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে একেএকে খুলছে স্কুল। প্রায় ২ বছরের কাছাকাছি সময় ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলি। এবার ভেনেজুয়েলায় খুলল স্কুল।
দেশটির টিচারর্স ফেডারেশনের এক অধিকর্তা বলেন, আমাদের জন্য শ্রেণিকক্ষে ফিরে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ, তবে সন্দেহও থেকে যাচ্ছে।
স্থানীয় সময় মোতাবেক সোমবার সকাল ৭টার দিকে রাজধানী কারাকাসের স্কুলগুলোর সামনে ইউনিফর্ম পরা শিক্ষার্থীদের চোখে পড়ে।
এক টুইট বার্তায় প্রেসিডেন্ট মাদুরো বলেন, উৎসাহ, উদ্দীপনা এবং দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরছে। স্বাভাবিক জীবনে ফিরতে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে সচেতন হওয়ার আহ্বানও জানান তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে ভেনেজুয়েলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এ পর্যন্ত চার লাখের বেশি এবং মারা গেছেন চার হাজার আটশর বেশি মানুষ। দেশটিতে পুরোপুরি করোনার টিকাদান সম্পন্ন হয়েছে ২২ শতাংশের কম। যদিও কারাকাস সরকারের দাবি, ২৮ দশমিক ৭ মিলিয়ন মানুষের মধ্যে টিকার ডোজ সম্পন্ন করেছে ৫৬ শতাংশ।
Venezuela returns to rhythm after overcoming panic of corona virus, open school