১৯ জুলাই ২০২৫, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সংসদ বসার মুখে ইমপিচমেন্টকে শীর্ষ কোর্টে চ্যালেঞ্জ ভার্মার

ইমামা খাতুন
  • আপডেট : ১৮ জুলাই ২০২৫, শুক্রবার
  • / 28

নয়াদিল্লি, ১৮ জুলাই : এতদিন পর গা ঝাড়া দিলেন দিল্লি হাইকোর্টের অপসারিত বিচারপতি যশোবন্ত ভার্মা। সংসদে তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার মুখে বিচারপতি যশোবন্ত ভার্মা সুপ্রিম কোর্টে এক আবেদন করে শীর্ষ আদালতের অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্টকে চ্যালেঞ্জ জানালেন। একইসঙ্গে প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তাঁকে ইমপিচ করতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে যে সুপারিশ করেছিলেন তাকেও চ্যালেঞ্জ করেছেন।

 

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় ক্রমশ জটিল হচ্ছে নিমিশা মামলা, সংযমের আর্জি মায়ের

এ এক অভূতপূর্ব ঘটনা, যেখানে একজন কর্মরত বিচারপতি তাঁর বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত রিপোর্টকেই খারিজ করার আবেদন জানালেন। বৃহস্পতিবার বিকেলে বিচারপতি ভার্মা এই আবেদন করেছেন। আবেদনে তিনি লিখেছেন, তাঁকে কোনও রকম জবাব দেওয়ার সুযোগ না দিয়েই অভ্যন্তরীণ কমিটির রিপোর্ট পেশ করা হয়।

আরও পড়ুন: নার্স নিমিশা প্রিয়াকে বাঁচাতে ‘ভরসার হাত’ মুসলিম ধর্মগুরু আবুবকর মুসলিয়ার

 

আরও পড়ুন: স্বামী-স্ত্রীর গোপনে রেকর্ড করা ফোনকল প্রমাণ হিসেবে বিবেচিত হতে পাবে: সুপ্রিম কোর্ট

যেন কমিটি আগে থেকেই ঠিক করে নিয়েছিল যে, তাঁকে দোষী প্রতিপন্ন করবে এবং কোনও জবরদস্ত সাক্ষ্য প্রমাণও নেই তাঁর বিরুদ্ধে। প্রমাণের ধারেকাছে না গিয়ে নিছক তাঁর বিরুদ্ধে এক ভ্রান্ত ধারণা সঞ্চারিত করা হয়েছে। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে ২১ জুলাই।

 

ওই অধিবেশনে এবার যে বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল তার মধ্যে অন্যতম ছিল বিচারপতি ভার্মাকে ইমপিচ করার প্রস্তাব। এতদিন তাঁকে নিয়ে এত সব হইচই সত্বেও তিনি নীরব ছিলেন। কিন্তু সংসদ চালুর মুখেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন। এর ফলে ইমপিচমেন্টের প্রস্তাব আপাতত আসবে কিনা সন্দেহ রয়েছে। সুপ্রিম কোর্ট কী বলে সেটাই দেখার। কারণ তিনি সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটির রিপোর্টকেই চ্যালেঞ্জ করেছেন।

 

বিভিন্ন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি এবং একজন বিচারপতিকে নিয়ে এই কমিটি গড়েছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।

 

উল্লেখ্য, বিচারপতি ভার্মার দিল্লিতে সরকারি আবাসনে বাড়িতে আগুন লাগলে অগ্নিনিবারক বাহিনীর লোকজন আগুন নেভাতে গিয়ে কাড়ি কাড়ি টাকার বাণ্ডিল এর সন্ধান পান। এরপর সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি ৫৫ জনের সাক্ষ্য নিয়েছিল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সংসদ বসার মুখে ইমপিচমেন্টকে শীর্ষ কোর্টে চ্যালেঞ্জ ভার্মার

আপডেট : ১৮ জুলাই ২০২৫, শুক্রবার

নয়াদিল্লি, ১৮ জুলাই : এতদিন পর গা ঝাড়া দিলেন দিল্লি হাইকোর্টের অপসারিত বিচারপতি যশোবন্ত ভার্মা। সংসদে তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার মুখে বিচারপতি যশোবন্ত ভার্মা সুপ্রিম কোর্টে এক আবেদন করে শীর্ষ আদালতের অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্টকে চ্যালেঞ্জ জানালেন। একইসঙ্গে প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তাঁকে ইমপিচ করতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে যে সুপারিশ করেছিলেন তাকেও চ্যালেঞ্জ করেছেন।

 

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় ক্রমশ জটিল হচ্ছে নিমিশা মামলা, সংযমের আর্জি মায়ের

এ এক অভূতপূর্ব ঘটনা, যেখানে একজন কর্মরত বিচারপতি তাঁর বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত রিপোর্টকেই খারিজ করার আবেদন জানালেন। বৃহস্পতিবার বিকেলে বিচারপতি ভার্মা এই আবেদন করেছেন। আবেদনে তিনি লিখেছেন, তাঁকে কোনও রকম জবাব দেওয়ার সুযোগ না দিয়েই অভ্যন্তরীণ কমিটির রিপোর্ট পেশ করা হয়।

আরও পড়ুন: নার্স নিমিশা প্রিয়াকে বাঁচাতে ‘ভরসার হাত’ মুসলিম ধর্মগুরু আবুবকর মুসলিয়ার

 

আরও পড়ুন: স্বামী-স্ত্রীর গোপনে রেকর্ড করা ফোনকল প্রমাণ হিসেবে বিবেচিত হতে পাবে: সুপ্রিম কোর্ট

যেন কমিটি আগে থেকেই ঠিক করে নিয়েছিল যে, তাঁকে দোষী প্রতিপন্ন করবে এবং কোনও জবরদস্ত সাক্ষ্য প্রমাণও নেই তাঁর বিরুদ্ধে। প্রমাণের ধারেকাছে না গিয়ে নিছক তাঁর বিরুদ্ধে এক ভ্রান্ত ধারণা সঞ্চারিত করা হয়েছে। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে ২১ জুলাই।

 

ওই অধিবেশনে এবার যে বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল তার মধ্যে অন্যতম ছিল বিচারপতি ভার্মাকে ইমপিচ করার প্রস্তাব। এতদিন তাঁকে নিয়ে এত সব হইচই সত্বেও তিনি নীরব ছিলেন। কিন্তু সংসদ চালুর মুখেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন। এর ফলে ইমপিচমেন্টের প্রস্তাব আপাতত আসবে কিনা সন্দেহ রয়েছে। সুপ্রিম কোর্ট কী বলে সেটাই দেখার। কারণ তিনি সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটির রিপোর্টকেই চ্যালেঞ্জ করেছেন।

 

বিভিন্ন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি এবং একজন বিচারপতিকে নিয়ে এই কমিটি গড়েছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।

 

উল্লেখ্য, বিচারপতি ভার্মার দিল্লিতে সরকারি আবাসনে বাড়িতে আগুন লাগলে অগ্নিনিবারক বাহিনীর লোকজন আগুন নেভাতে গিয়ে কাড়ি কাড়ি টাকার বাণ্ডিল এর সন্ধান পান। এরপর সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি ৫৫ জনের সাক্ষ্য নিয়েছিল।