১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চলে গেলেন ভেস পেজ, শোকে মুহ্যমান লিয়েন্ডার

মারুফা খাতুন
  • আপডেট : ১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
  • / 21

পুবের কলম ওয়েবডেস্ক : ভারতীয় ক্রীড়া জগতের নক্ষত্রপতন। চলে গেলেন দেশের প্রখ্যাত হকি প্লেয়ার ভেস পেজ। ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকে ভারতীয় হকি দল ব্রোঞ্জ জিতেছিল। আর সেই দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

ভেস পেজের আরো এক বড় পরিচয়, তিনি কিংবদন্তি ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার পেজের বাবা। বেশ কিছুদিন ধরে পারকিনশন রোগে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার ভোর তিনটে নাগাদ এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি এই ভারতীয় হকি প্লেয়ার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

১৯৪৫ সালে গোয়ায় জন্ম ভেস পেজের। হকি ছাড়ার পর স্পোর্টস মেডিসিন ও প্রশাসনিক দায়িত্বেও দারুন ভাবে সফল হয়েছেন তিনি। ক্রিকেট, ফুটবল, রাগবিতেও তার ছিল অসাধারণ দক্ষতা। ১৯৯৬ থেকে ২০০২। ভারতীয় রাগবির সভাপতি ছিলেন তিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডেরও অন্যতম সদস্য ছিলেন তিনি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চলে গেলেন ভেস পেজ, শোকে মুহ্যমান লিয়েন্ডার

আপডেট : ১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক : ভারতীয় ক্রীড়া জগতের নক্ষত্রপতন। চলে গেলেন দেশের প্রখ্যাত হকি প্লেয়ার ভেস পেজ। ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকে ভারতীয় হকি দল ব্রোঞ্জ জিতেছিল। আর সেই দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

ভেস পেজের আরো এক বড় পরিচয়, তিনি কিংবদন্তি ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার পেজের বাবা। বেশ কিছুদিন ধরে পারকিনশন রোগে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার ভোর তিনটে নাগাদ এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি এই ভারতীয় হকি প্লেয়ার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

১৯৪৫ সালে গোয়ায় জন্ম ভেস পেজের। হকি ছাড়ার পর স্পোর্টস মেডিসিন ও প্রশাসনিক দায়িত্বেও দারুন ভাবে সফল হয়েছেন তিনি। ক্রিকেট, ফুটবল, রাগবিতেও তার ছিল অসাধারণ দক্ষতা। ১৯৯৬ থেকে ২০০২। ভারতীয় রাগবির সভাপতি ছিলেন তিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডেরও অন্যতম সদস্য ছিলেন তিনি।