০৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
Vice President Polls: দক্ষিণ বনাম দক্ষিণের লড়াই

Vice President Polls: উপরাষ্ট্রপতি নির্বাচন থেকে সরে দাঁড়াল বিজেডি ও বিআরএস

ইমামা খাতুন
  • আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার
  • / 147

From left: CP Radhakrishnan, Sudershan Reddy

পুবের কলম,ওয়েবডেস্ক: উপরাষ্ট্রপতি নির্বাচন (Vice President Polls ) থেকে বিরত থাকবে বিআরএস এবং নবীন পট্টনায়েকের দল বিজেডি । বলা বাহুল্য, রাত পোহালেই উপরাষ্ট্রপতি নির্বাচন। অর্থাৎ আজ-বাদ কাল (৯ সেপ্টেম্বর) সেই মাহেন্দ্রক্ষণ। চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।

 

আরও পড়ুন: উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের দৌড়ে নতুন প্রার্থী বি. সুদর্শন রেড্ডি

READ MORE: Nepal Gen Z Protest: জেন-জি রেভলিউশন’ -এ উত্তাল নেপাল

আরও পড়ুন: দিল্লিতে রাহুল-মহুয়াদের হেনস্থা, প্রতিবাদে রাজভবন অভিযান কংগ্রেসের

এই আবহে উপরাষ্ট্রপতি নির্বাচন  (Vice President Polls ) থেকে বিজেডি ও বিআরএস প্রার্থীদের সরে দাঁড়ানোকে কেন্দ্র করে শুরু জল্পনা। এর মধ্যেই এনডিএ জোটের প্রার্থী সি পি রাধাকৃষ্ণন, ইন্ডিয়া জোটের বি সুদর্শন রেড্ডির মধ্যে হতে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। অপেক্ষা শুধু সময়ের।

আরও পড়ুন: অসুস্থ মহুয়া, দিল্লিতে আটক রাহুল-প্রিয়াঙ্কা-খাড়গে

সংবাদ সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর সংসদের বসুধা ভবনের রুম নং ১০১ এ ভোট দেওয়ার ব্যাবস্থা করা হয়েছে। সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দিতে পারবেন সদস্যরা । দিনের দিনই ফল জানা যাবে।

রাজ্যসভা সচিবালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সংসদ ভবনে ভোটগ্রহণের ব্যবস্থা করছেন ২০২৫ সালের উপ-রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার এবং রাজ্যসভার মহাসচিব পি সি মোদি।

প্রসঙ্গত, বাদল অধিবেশনের প্রথম দিনের সবাইকে অবাক করে দিয়ে উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন জগদীপ ধনখড়। তার কারণেই এই অকাল নির্বাচন। এই উপরাষ্ট্রপতি নির্বাচনে  বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন সিপি রাধাকৃষ্ণণ। অন্যদিকে ইন্ডিয়া জোটের প্রার্থী সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি। আর উল্লেখযোগ্যভাবে উভয়েই দক্ষিণ ভারতের প্রতিনিধি। দক্ষিণ বনাম দক্ষিণের লড়াইের সাক্ষী থাকতে চলেছে দেশ। কে পাবে কুর্সি, কার হাত হবে খালি? অপেক্ষা শুধু ১ টি রাত্রের।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Vice President Polls: দক্ষিণ বনাম দক্ষিণের লড়াই

Vice President Polls: উপরাষ্ট্রপতি নির্বাচন থেকে সরে দাঁড়াল বিজেডি ও বিআরএস

আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার

পুবের কলম,ওয়েবডেস্ক: উপরাষ্ট্রপতি নির্বাচন (Vice President Polls ) থেকে বিরত থাকবে বিআরএস এবং নবীন পট্টনায়েকের দল বিজেডি । বলা বাহুল্য, রাত পোহালেই উপরাষ্ট্রপতি নির্বাচন। অর্থাৎ আজ-বাদ কাল (৯ সেপ্টেম্বর) সেই মাহেন্দ্রক্ষণ। চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।

 

আরও পড়ুন: উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের দৌড়ে নতুন প্রার্থী বি. সুদর্শন রেড্ডি

READ MORE: Nepal Gen Z Protest: জেন-জি রেভলিউশন’ -এ উত্তাল নেপাল

আরও পড়ুন: দিল্লিতে রাহুল-মহুয়াদের হেনস্থা, প্রতিবাদে রাজভবন অভিযান কংগ্রেসের

এই আবহে উপরাষ্ট্রপতি নির্বাচন  (Vice President Polls ) থেকে বিজেডি ও বিআরএস প্রার্থীদের সরে দাঁড়ানোকে কেন্দ্র করে শুরু জল্পনা। এর মধ্যেই এনডিএ জোটের প্রার্থী সি পি রাধাকৃষ্ণন, ইন্ডিয়া জোটের বি সুদর্শন রেড্ডির মধ্যে হতে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। অপেক্ষা শুধু সময়ের।

আরও পড়ুন: অসুস্থ মহুয়া, দিল্লিতে আটক রাহুল-প্রিয়াঙ্কা-খাড়গে

সংবাদ সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর সংসদের বসুধা ভবনের রুম নং ১০১ এ ভোট দেওয়ার ব্যাবস্থা করা হয়েছে। সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দিতে পারবেন সদস্যরা । দিনের দিনই ফল জানা যাবে।

রাজ্যসভা সচিবালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সংসদ ভবনে ভোটগ্রহণের ব্যবস্থা করছেন ২০২৫ সালের উপ-রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার এবং রাজ্যসভার মহাসচিব পি সি মোদি।

প্রসঙ্গত, বাদল অধিবেশনের প্রথম দিনের সবাইকে অবাক করে দিয়ে উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন জগদীপ ধনখড়। তার কারণেই এই অকাল নির্বাচন। এই উপরাষ্ট্রপতি নির্বাচনে  বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন সিপি রাধাকৃষ্ণণ। অন্যদিকে ইন্ডিয়া জোটের প্রার্থী সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি। আর উল্লেখযোগ্যভাবে উভয়েই দক্ষিণ ভারতের প্রতিনিধি। দক্ষিণ বনাম দক্ষিণের লড়াইের সাক্ষী থাকতে চলেছে দেশ। কে পাবে কুর্সি, কার হাত হবে খালি? অপেক্ষা শুধু ১ টি রাত্রের।