০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হোলির অনুষ্ঠানে ‘অশালীন’ নাচের ভিডিও ভাইরাল, পাতিয়ালা হাউস কোর্টকে তীব্র ভর্ৎসনা দিল্লি হাই কোর্টের

ইমামা খাতুন
  • আপডেট : ১৩ মার্চ ২০২৩, সোমবার
  • / 53

পুবের কলম, ওয়েবডেস্ক: ‘হোলি মিলন’ উৎসবে অশালীন নাচের অনুষ্ঠান নিয়ে দিল্লি হাই কোর্টের তীব্র ভর্ৎসনার শিকার দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট।

উল্লেখ্য, গত ৬ মার্চ নিউ দিল্লির বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ‘হোলি মিলন’ উৎসবের আয়োজন করা হয়েছিল। সেই উৎসবে আপত্তিকর নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় কোর্ট চত্বরে। তারপরেই কড়া বার্তা আসে হাইকোর্টের তরফ থেকে। শুক্রবার ১০ মার্চ এক নির্দেশিকায় আদালত এই নাচের তীব্র নিন্দা জানিয়েছে।

আরও পড়ুন: ঘৃণার সিনেমা ‘উদয়পুর ফাইলস’ মুক্তিতে স্থগিতাদেশ, দিল্লি হাইকোর্টে বড় ধাক্কা নির্মাতাদের

নির্দেশিকায় আদালত বলেছে, ‘উচ্চ আদর্শবোধ ও আইনের পেশার নির্দিষ্ট মূল্যবোধের সঙ্গে এই ঘটনা মানায় না। আর এই ঘটনা বিচার-ব্যবস্থার মানকে ক্ষুণ্ন করতে পারে বলেও জানানো হয় আদালতের পক্ষ থেকে।

আরও পড়ুন: বিচারপতির বাড়ি থেকে উদ্ধার বিপুল টাকা, উৎস কি! মেলেনি সদুত্তর

পুর্নাঙ্গ ঘটনার কারণ দর্শানোর জন্য প্রিন্সিপাল ডিস্ট্রিক ও সেশন জাজ, পাতিয়ালা হাউস কোর্ট বলা হয়েছে তারা যেন নয়াদিল্লি বার অ্যাসোসিয়েশনকে তিনদিনের মধ্যে একটি শো কজ নোটিস পাঠায় । তার প্রেক্ষিতে বার অ্যাসোসিয়েশন কী জবাব দেয় তার ভিত্তিতেই চলবে শুনানি।

আরও পড়ুন: জামিন পেলেন কুস্তিগীর সুশীল কুমার

আদালতের পক্ষ থেকে এদিন আরও বলা হয়, এই ঘটনার চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কোর্ট চত্বরে কোনও রকম অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। এছাড়াও নয়া দিল্লি বার অ্যাসোসিয়েশনের বর্তমান এক্সিকিউটিভকে অনুষ্ঠানের আয়োজন থেকে বিরত রাখা হয়েছে বলে খবর।

সূত্রের খবর, হাইকোর্ট আরও নির্দেশ দিয়েছে, এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট মুখ্য জেলা  ও দায়রা বিচারককে। এরপর থেকে ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন যদি কোনও অনুষ্ঠানের জন্য অনুমতি চায় তাহলে এই বিষয়ে মুখ্য জেলা  ও দায়রা বিচারক এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে  যাতে তা উচ্চ আদর্শ ও আইনপেশার সঙ্গে জড়িত মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়।  এমন কিছু যাতে না ঘটে যা আইনি ব্যবস্থার ভাবমূর্তিকে ক্ষুণ্ন করে সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

উল্লেখ্য, ওই  অনুষ্ঠানে নাচের দুটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, বলিউডের জনপ্রিয় গানে কয়েকজন পেশাগত নৃত্যশিল্পী নাচছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হোলির অনুষ্ঠানে ‘অশালীন’ নাচের ভিডিও ভাইরাল, পাতিয়ালা হাউস কোর্টকে তীব্র ভর্ৎসনা দিল্লি হাই কোর্টের

আপডেট : ১৩ মার্চ ২০২৩, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ‘হোলি মিলন’ উৎসবে অশালীন নাচের অনুষ্ঠান নিয়ে দিল্লি হাই কোর্টের তীব্র ভর্ৎসনার শিকার দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট।

উল্লেখ্য, গত ৬ মার্চ নিউ দিল্লির বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ‘হোলি মিলন’ উৎসবের আয়োজন করা হয়েছিল। সেই উৎসবে আপত্তিকর নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় কোর্ট চত্বরে। তারপরেই কড়া বার্তা আসে হাইকোর্টের তরফ থেকে। শুক্রবার ১০ মার্চ এক নির্দেশিকায় আদালত এই নাচের তীব্র নিন্দা জানিয়েছে।

আরও পড়ুন: ঘৃণার সিনেমা ‘উদয়পুর ফাইলস’ মুক্তিতে স্থগিতাদেশ, দিল্লি হাইকোর্টে বড় ধাক্কা নির্মাতাদের

নির্দেশিকায় আদালত বলেছে, ‘উচ্চ আদর্শবোধ ও আইনের পেশার নির্দিষ্ট মূল্যবোধের সঙ্গে এই ঘটনা মানায় না। আর এই ঘটনা বিচার-ব্যবস্থার মানকে ক্ষুণ্ন করতে পারে বলেও জানানো হয় আদালতের পক্ষ থেকে।

আরও পড়ুন: বিচারপতির বাড়ি থেকে উদ্ধার বিপুল টাকা, উৎস কি! মেলেনি সদুত্তর

পুর্নাঙ্গ ঘটনার কারণ দর্শানোর জন্য প্রিন্সিপাল ডিস্ট্রিক ও সেশন জাজ, পাতিয়ালা হাউস কোর্ট বলা হয়েছে তারা যেন নয়াদিল্লি বার অ্যাসোসিয়েশনকে তিনদিনের মধ্যে একটি শো কজ নোটিস পাঠায় । তার প্রেক্ষিতে বার অ্যাসোসিয়েশন কী জবাব দেয় তার ভিত্তিতেই চলবে শুনানি।

আরও পড়ুন: জামিন পেলেন কুস্তিগীর সুশীল কুমার

আদালতের পক্ষ থেকে এদিন আরও বলা হয়, এই ঘটনার চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কোর্ট চত্বরে কোনও রকম অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। এছাড়াও নয়া দিল্লি বার অ্যাসোসিয়েশনের বর্তমান এক্সিকিউটিভকে অনুষ্ঠানের আয়োজন থেকে বিরত রাখা হয়েছে বলে খবর।

সূত্রের খবর, হাইকোর্ট আরও নির্দেশ দিয়েছে, এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট মুখ্য জেলা  ও দায়রা বিচারককে। এরপর থেকে ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন যদি কোনও অনুষ্ঠানের জন্য অনুমতি চায় তাহলে এই বিষয়ে মুখ্য জেলা  ও দায়রা বিচারক এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে  যাতে তা উচ্চ আদর্শ ও আইনপেশার সঙ্গে জড়িত মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়।  এমন কিছু যাতে না ঘটে যা আইনি ব্যবস্থার ভাবমূর্তিকে ক্ষুণ্ন করে সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

উল্লেখ্য, ওই  অনুষ্ঠানে নাচের দুটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, বলিউডের জনপ্রিয় গানে কয়েকজন পেশাগত নৃত্যশিল্পী নাচছেন।