সমকামিতা-বিরোধী আইন লঙ্ঘন রাশিয়ায়

- আপডেট : ১২ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
- / 13
পুবের কলম ওয়েব ডেস্কঃ যেকোনও ধরনের অপ্রচলিত যৌন সম্পর্ককে সমাজ ও দেশের জন্য ক্ষতিকর ঘোষণা করে সমকামিতা-বিরোধী আইন জারি করেছে রাশিয়া। আইন অনুযায়ী, দেশের ভেতরে সমকামিতার প্রচার করা নিষিদ্ধ ও সমকামী সম্পর্ক আইনত দণ্ডনীয়। এবার রাশিয়ায় সমকামিতা বিরোধী আইনের আওতায় প্রথম কোনও তদন্ত শুরু করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। বিষয়টি জানিয়েছেন রাশিয়ার সংসদের ডেপুটি আলেক্সান্দার খিনস্তেন।
নভেম্বর মাসেই প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার সমকামিতা বিরোধী আইনে সংশোধন করেন ও এর মাধ্যমে ‘অপ্রথাগত যৌন সম্পর্ক’-এর জন্য ৫ মিলিয়ন রুবেল জরিমানা ধার্য করা হয়। রাশিয়ায় আইন ভঙ্গের দায়ে প্রথম যে তদন্তটি শুরু হয়েছে সেটি একটি বই নিয়ে। মস্কোভিত্তিক স্বাধীন প্রকাশক পপকর্ন বুকসের সর্বাধিক জনপ্রিয় উপন্যাস ‘সামার ইন অ্যা পায়োনিয়ার টাই’-এর দুই চরিত্রের সমকামী সম্পর্ক নিয়েই আপত্তি রুশ সরকারের।
খিনস্তেন বলেন, ‘রাশিয়ার সমকামী সাহিত্য প্রচারে অগ্রগামী ভূমিকা পালন করেছে এই প্রকাশক সংস্থা।’ এরই পাশাপাশি রুশ আধিকারিক জানান, অতীতেও তিনি পপকর্ন বুকসের বিরুদ্ধে তদন্ত চালানোর জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন। মনে করা হচ্ছে, কিছুদিনের মধ্যেই রুশ প্রকাশক সংস্থা পপকর্ন বুকসের বিরুদ্ধে মামলা আদালতে উঠবে।