শূন্য হাতে ফিরে অবসরের ঈঙ্গিত বিরাটের
- আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 116
পুবের কলম, ওয়েবডেস্ক: তাঁর ক্রিকেট কেরিয়ারে কোনওদিন যেটা হয়নি, সেটাই হল অস্ট্রেলিয়ার মাটিতে। পারথের পর অ্যাডিলেড। পরপর দুটো ম্যাচে শূন্য রানে ফিরে গেলেন কিং কোহলি। আর তিনি যখন ফিরে যাচ্ছেন, গোটা অ্যাডিলেড তখন উঠে দাঁড়িয়েছে।
আপাত দৃষ্টিতে মনে হতে পারে হয়ত তাঁরা বিরাট কোহলিকে ভালোবাসেন বলেই বোধহয় উঠে দাঁড়ালেন। কিন্তু বিরাটের অভিব্যক্তি যে দৃশ্যপট এঁকে দিল, তাতে অন্য কিছু সন্দেহ করাই যায়। অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বড় পরীক্ষায় ডাঁহা ফেল বিরাট কোহলি। রোহিত তবু রানে ফিরলেন, কিন্তু বিরাট হতাশ করলেন। ভক্তদের আশা ছিল, বিরাট হয়ত সেঞ্চুরি হাঁকাবেন। কিন্তু এক রানও করতে পারলেন না।
আর তারপর যেভাবে ব্যাট তুলে মাঠ ছাড়লেন তাতে এটাই বোঝাতে চাইলেন, ‘দুঃখিত। আমি পারলাম না। চললাম।’ পারথের থেকেও বেশি স্যুইং করছিল বল। সেই বল খেলতেই পারলেন না। ফিরে গেলেন এলবিডব্লিউ হয়ে। রোহিতের সঙ্গে পরামর্শ করলেন। কিন্তু রিভিউ নিলেন না। বুঝতেই পেরেছিলেন বল উইকেটেই যাচ্ছিল। রিপ্লেতেও অবশ্য পরে তাই দেখা গেল।
করতালি দিয়ে বিরাটকে সম্বর্ধনা দিলেন অ্যাডিলেডের দর্শক। শূন্য করেও এমন সম্বর্ধনা তিনিই পান, যিনি সাফল্যের শিখরে থেকে কেরিয়ারের শেষ পর্যায়ে চলে আসেন। সচরাচর বিরাট এমনভাবে ব্যর্থ হলে মনমরা হয়ে মাঠ ছাড়েন মাথা নীচু করে।
কিন্তু এদিন ব্যাট তুলে যে অভিব্যক্তি তিনি দেখালেন তাতে মনে হল হয়ত কেরিয়ারের শেষ ওয়ানডে খেললেন। অনেকেই ভেবেছিলেন হয়ত বিরাট এবার ওয়ানডে আন্তর্জাতিককেও বিদায় জানাবেন। বিরাট হয়ত এদিন অবসরের ব্যাপারে কিছু জানালেন না। তবে নিজের প্রিয় মাঠ অ্যাডিলেডে শূন্য হাতে ফিরে গিয়ে এটা বুঝিয়ে দিয়ে গেলেন ‘আর ব্যাট হতে অ্যাডিলেডে ফিরব না। শূন্য হাতে ফিরলেও আমায় মনে রেখো অ্যাডিলেড।’































