শাপমোচন, প্রথমবার আইপিএল ট্রফি জয় বিরাট ও আরসিবির

- আপডেট : ৪ জুন ২০২৫, বুধবার
- / 128
পুবের কলম ওয়েবডেস্ক: নতুন চ্যাম্পিয়ন পেল আইপিএল। ১৮ বছরের ট্রফি করা কাটিয়ে অবশেষে অষ্টাদশ আইপিএলের চ্যাম্পিয়ন রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে প্রথমবার আইপিএল ট্রফি ঘরে তুলল আরসিবি। আর নিজের প্রথম আইপিএল ট্রফি জিতলেন বিরাট কোহলি। আর্মড ফোর্স এর প্রতি সম্মান জানিয়ে এদিন আমেদাবাদ স্টেডিয়ামে ফাইনালের আগে ছিল বিশেষ অনুষ্ঠান।
টসে জিতে বেঙ্গালুরুতে ব্যাট করতে পাঠান পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে আরসিবি তোলে ১৯০ রান। সর্বাধিক ৪৩ রান করেন বিরাট কোহলি। শেষ ওভারে অর্শদীপ সিংয়ের তিন উইকেটের দাপটে আরসিবি ২০০ এর মধ্যেই নিজেদের ইনিংস শেষ করে। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে পাঞ্জাব কিংস ১৮৪ রানে থেমে যায়। শশাঙ্ক সিংএর ৬১ রানের ইনিংসও বাঁচাতে পারল না পাঞ্জাবকে।
গতবার শ্রেয়স আইয়ারের অধিনায়কততে কলকাতা নাইট রাইডার্স আইপিএল ট্রফি জিতলেও এবার তার নেতৃত্বে পাঞ্জাবকে রানার্স আপ হয়েই থাকতে হলো। দ্বিতীয়বার পাঞ্জাব ফাইনালে উঠে রানার্স আপ হল। আর প্রথমবারের জন্য আইপিএল ট্রফি জিতে নিজের অধরা স্বপ্ন পূরণ করলেন কিং কোহলি। শুধুমাত্র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপটাই তার জেতা হয়নি। বাকি সব কটি ট্রফি বিরাটের ক্যাবিনেটে ঢুকলো।
২০১১ সালে একদিনের বিশ্বকাপ জয়, ২০১৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, ২০২৪ এ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় এবং সর্বোপরি আইপিএল ট্রফি জয়। সাদা বলের পুরো বৃত্তটাই পূরণ করলেন বিরাট।