০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

৩০০ কোটি টাকার প্রস্তান ফেরালেন Virat Kohli

চামেলি দাস
  • আপডেট : ১২ এপ্রিল ২০২৫, শনিবার
  • / 343

পুবের কলম, প্রতিবেদক:  ভারতের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে জার্মান ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারি সংস্থা ‘পিউমা’র সঙ্গে দীর্ঘ আট বছরের সম্পর্ক শেষ হয়েছে। শোনা গিয়েছে, ওই সংস্থা কোহলির সঙ্গে আবারও নতুন করে চুক্তি করতে আগ্রহী হয়েছে। ৩০০ কোটি টাকার চুক্তি করতে চেয়েছিল তারা। কিন্তু বিরাট তাদের সেই প্রস্তাব প্রত্যাখান করেছেন। তিনি নাকি আপাতত নিজের লাইফস্টাইল ব্র্যান্ড ‘ওয়ান ৮’এর পরিধি বৃদ্ধি করতে ‘পিউমা’র সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহ দেখাননি। কোহলির (Virat Kohli) সঙ্গে আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় পরই ‘পিউমা’ আরও আট বছরের চুক্তি করতে চেয়েছিল। যার মূল্য ছিল ৩০০ কোটি টাকা।

আরও পড়ুন: দলকে মজার বার্তা কিং খানের

আরও পড়ুন: ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ আরসিবির

এর আগে, ২০১৭ সালে কোহলি যখন ’পিউমা’র সঙ্গে চুক্তি করেন তখন মূল্য ছিল ১১০ কোটি টাকা। অর্থাৎ তিন গুণ টাকা বাড়ানোর কথা বললেও কোহলি রাজি হলেন না। একই সঙ্গে জানা যাচ্ছে, কোহলি (Virat Kohli) এবার ‘অ্যাজিলিটাস’-এর সঙ্গে যুক্ত হতে চলেছেন। পুমার ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর অভিষেক গাঙ্গুলি ২০২৩ সালে নতুন এই সংস্থা তৈরি করেন। প্রতিষ্ঠানটি ভারত ও বিদেশে ক্রীড়া সরঞ্জাম সরবরাহ করে। এই সংস্থার সঙ্গেই আগামীতে গাঁটছড়া বাঁধতে পারে কোহলির ‘ওয়ান ৮’ সংস্থাটি।

আরও পড়ুন: cheteshwar pujara: আন্তর্জাতিক ক্রিকেট থেকে নীরব প্রস্থান পূজারার

আরও পড়ুন: টি-২০তে কোহলিকে টপকে শীর্ষ পাঁচে ওয়ার্নার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৩০০ কোটি টাকার প্রস্তান ফেরালেন Virat Kohli

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, শনিবার

পুবের কলম, প্রতিবেদক:  ভারতের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে জার্মান ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারি সংস্থা ‘পিউমা’র সঙ্গে দীর্ঘ আট বছরের সম্পর্ক শেষ হয়েছে। শোনা গিয়েছে, ওই সংস্থা কোহলির সঙ্গে আবারও নতুন করে চুক্তি করতে আগ্রহী হয়েছে। ৩০০ কোটি টাকার চুক্তি করতে চেয়েছিল তারা। কিন্তু বিরাট তাদের সেই প্রস্তাব প্রত্যাখান করেছেন। তিনি নাকি আপাতত নিজের লাইফস্টাইল ব্র্যান্ড ‘ওয়ান ৮’এর পরিধি বৃদ্ধি করতে ‘পিউমা’র সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহ দেখাননি। কোহলির (Virat Kohli) সঙ্গে আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় পরই ‘পিউমা’ আরও আট বছরের চুক্তি করতে চেয়েছিল। যার মূল্য ছিল ৩০০ কোটি টাকা।

আরও পড়ুন: দলকে মজার বার্তা কিং খানের

আরও পড়ুন: ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ আরসিবির

এর আগে, ২০১৭ সালে কোহলি যখন ’পিউমা’র সঙ্গে চুক্তি করেন তখন মূল্য ছিল ১১০ কোটি টাকা। অর্থাৎ তিন গুণ টাকা বাড়ানোর কথা বললেও কোহলি রাজি হলেন না। একই সঙ্গে জানা যাচ্ছে, কোহলি (Virat Kohli) এবার ‘অ্যাজিলিটাস’-এর সঙ্গে যুক্ত হতে চলেছেন। পুমার ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর অভিষেক গাঙ্গুলি ২০২৩ সালে নতুন এই সংস্থা তৈরি করেন। প্রতিষ্ঠানটি ভারত ও বিদেশে ক্রীড়া সরঞ্জাম সরবরাহ করে। এই সংস্থার সঙ্গেই আগামীতে গাঁটছড়া বাঁধতে পারে কোহলির ‘ওয়ান ৮’ সংস্থাটি।

আরও পড়ুন: cheteshwar pujara: আন্তর্জাতিক ক্রিকেট থেকে নীরব প্রস্থান পূজারার

আরও পড়ুন: টি-২০তে কোহলিকে টপকে শীর্ষ পাঁচে ওয়ার্নার