১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বভারতীঃ বীরভূম পুলিশ সুপারকে তলব হাইকোর্টের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৭ মার্চ ২০২২, সোমবার
  • / 61

পুবের কলম প্রতিবেদকঃ বিশ্বভারতীর ছাত্র বিক্ষোভ নিয়ে এবার বীরভূম পুলিশ সুপারকে তলব করল কলকাতা হাইকোর্ট উল্লেখ্য,  গত কয়েকদিনে বার বার উত্তপ্ত হয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। অভিযোগ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব ঘরে তালা মেরে রেখেছে। এই নিয়ে বীরভূমের পুলিশ সুপারের রিপোর্ট তলব করল হাইকোর্ট। ২৪ ঘণ্টার মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। একইসঙ্গে পুলিশ সুপারকে ভার্চুয়াল শুনানিতে হাজির থাকতেও বলা হয়েছে।

মূলত বিশ্বভারতীর অচলাবস্থা কাটানোর বিষয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল কর্তৃপক্ষ। সেখানেই আগের শুনানিতে উঠে আসে পড়ুয়াদের অভিযোগ। পড়ুয়ারা দাবি করেন ঘরে তালা দিয়ে রেখেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: হাইকোর্ট – সুপ্রিম কোর্ট একযোগে এসএসসি পরীক্ষায় দাগিদের আবেদন খারিজ করলো

সোমবার ফের ছিল সেই মামলার শুনানি। সেখানেই বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শ্রেণিকক্ষে তালা দিয়ে রেখে পঠনপাঠনে কোনওরকম অন্তরায় সৃষ্টি করছে কি না যদি তালা দেওয়া হয় তা হলে তা কেন দেওয়া হয়েছে এ সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে বীরভূমের পুলিশসুপারকে।

আরও পড়ুন: ICDS সুপারভাইজার নিয়োগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রায়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

মামলাটি আদালতে দায়ের হওয়ার পর প্রথম শুনানিতে আদালত জানিয়েছিল আন্দোলন করা যেতেই পারে। কারণ আন্দোলন করার অধিকার গণতান্ত্রিক দেশে সকলেরই রয়েছে। তবে তা শান্তিপূর্ণ পথে করতে হবে এবং এর জন্য কোনওভাবেই পঠনপাঠনের যেন ক্ষতি না হয় তাও দেখতে হবে। একইসঙ্গে পড়ুয়াদের দাবিগুলিও ১০ দিনের মধ্যে হলফনামার আকারে জমা দিতে বলেছিল আদালত। পাশাপাশি বিশ্বভারতীর কাজকর্মে যাতে কোনওরকম বিঘ্ন সৃষ্টি না করে, কোনও আধিকারিকের পথ যাতে অবরুদ্ধ না হয় সে কথাও জানিয়েছে আদালত।

আরও পড়ুন: দিল্লি দাঙ্গা ষড়যন্ত্র মামলায় উমর খালিদ, শার্জিল ইমাম, খালিদ সৈফিদের জামিন খারিজ হাইকোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশ্বভারতীঃ বীরভূম পুলিশ সুপারকে তলব হাইকোর্টের

আপডেট : ৭ মার্চ ২০২২, সোমবার

পুবের কলম প্রতিবেদকঃ বিশ্বভারতীর ছাত্র বিক্ষোভ নিয়ে এবার বীরভূম পুলিশ সুপারকে তলব করল কলকাতা হাইকোর্ট উল্লেখ্য,  গত কয়েকদিনে বার বার উত্তপ্ত হয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। অভিযোগ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব ঘরে তালা মেরে রেখেছে। এই নিয়ে বীরভূমের পুলিশ সুপারের রিপোর্ট তলব করল হাইকোর্ট। ২৪ ঘণ্টার মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। একইসঙ্গে পুলিশ সুপারকে ভার্চুয়াল শুনানিতে হাজির থাকতেও বলা হয়েছে।

মূলত বিশ্বভারতীর অচলাবস্থা কাটানোর বিষয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল কর্তৃপক্ষ। সেখানেই আগের শুনানিতে উঠে আসে পড়ুয়াদের অভিযোগ। পড়ুয়ারা দাবি করেন ঘরে তালা দিয়ে রেখেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: হাইকোর্ট – সুপ্রিম কোর্ট একযোগে এসএসসি পরীক্ষায় দাগিদের আবেদন খারিজ করলো

সোমবার ফের ছিল সেই মামলার শুনানি। সেখানেই বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শ্রেণিকক্ষে তালা দিয়ে রেখে পঠনপাঠনে কোনওরকম অন্তরায় সৃষ্টি করছে কি না যদি তালা দেওয়া হয় তা হলে তা কেন দেওয়া হয়েছে এ সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে বীরভূমের পুলিশসুপারকে।

আরও পড়ুন: ICDS সুপারভাইজার নিয়োগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রায়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

মামলাটি আদালতে দায়ের হওয়ার পর প্রথম শুনানিতে আদালত জানিয়েছিল আন্দোলন করা যেতেই পারে। কারণ আন্দোলন করার অধিকার গণতান্ত্রিক দেশে সকলেরই রয়েছে। তবে তা শান্তিপূর্ণ পথে করতে হবে এবং এর জন্য কোনওভাবেই পঠনপাঠনের যেন ক্ষতি না হয় তাও দেখতে হবে। একইসঙ্গে পড়ুয়াদের দাবিগুলিও ১০ দিনের মধ্যে হলফনামার আকারে জমা দিতে বলেছিল আদালত। পাশাপাশি বিশ্বভারতীর কাজকর্মে যাতে কোনওরকম বিঘ্ন সৃষ্টি না করে, কোনও আধিকারিকের পথ যাতে অবরুদ্ধ না হয় সে কথাও জানিয়েছে আদালত।

আরও পড়ুন: দিল্লি দাঙ্গা ষড়যন্ত্র মামলায় উমর খালিদ, শার্জিল ইমাম, খালিদ সৈফিদের জামিন খারিজ হাইকোর্টে