০৯ অগাস্ট ২০২৫, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
জয়নগরে ভলিবল টুর্নামেন্ট

সুস্মিতা
- আপডেট : ২৩ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার
- / 105
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : গ্রাম বাংলার বুক থেকে হারিয়ে যেতে বসেছে বিভিন্ন ধরনের খেলা।এই খেলা শরীরচর্চার একটা বড় অংশ হিসাবে কাজ করে।আর শনিবার রাতে জয়নগর মজিলপুর পৌরসভার ১ নং ওয়ার্ডে মজিলপুর বন্ধু চক্র ক্লাবের উদোগে এক দিনের ভলিবল টুর্নামেন্ট হয়ে গেল।যাতে ৬টি দল অংশ নেয়।যার মধ্যে দুটি মহিলা দল ছিল।এদিন রাতে এই খেলার সূচনা করেন জয়নগর মজিলপুর পুরসভার চেয়ারম্যান সুকুমার হালদার।এছাড়া উপস্থিত ছিলেন পুরসভার বর্তমান কাউন্সিলার ফরিদা বেগম সেখ, প্রাক্তন কাউন্সিলার সিরাজ উদ্দিন সেখ, সমাজসেবী তুহিন বিশ্বাস, আয়োজক ক্লাবের পক্ষে সাহারুল মন্ডল, স্মরণজিত চ্যাটার্জী-সহ আরও অনেকে। এদিন রাতের এই খেলা দেখতে বহু দর্শক সমাগম হয়েছিল।