পুবের কলম, ওয়েবডেস্ক: প্রথম দফার ভোটগ্রহণ সম্পূর্ণ হল বিহারে। দু-একটি ছোটখাটো ঘটনা ছাড়া মোটের ওপর শান্তিপূর্ণভাবেই শেষ হল বিহারের প্রথম দফার ভোটগ্রহণ। বড় ঘটনা বলতে ভোট চলাকালীন রাজ্যের উপমুখ্যমন্ত্রীর গাড়িতে হামলার ঘটনা। এইসব পরিস্থিতির মধ্যদিয়ে কত শতাংশ ভোট পড়ল ভোটমুখী বিহারে? নির্বাচন কমিশন জানিয়েছে, বুধবার বিকেল ৫টা পর্যন্ত প্রথম দফায় বিহারে ভোট পড়েছে ৬০.১৩ শতাংশ। ২০২০ সালের নির্বাচনে ভোট পড়েছিল ৫৭.২৯ শতাংশ। অর্থাৎ গতবারের তুলনায় বেশ কিছুটা বেশি ভোট পড়েছে। তবে ভোটদানের হার আরও কিছুটা বাড়তে পারে। কারণ, বিকেল ৫টার পরেও বিহারের বহু বুথের বাইরে ভোটদাতাদের লাইন রয়েছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে, সবথেকে বেশি ভোট পড়েছে বেগুসরাইয়ে, ৬৭.৩২ শতাংশ। এছাড়া বক্সারে ৫৫.১০ শতাংশ, দ্বারভাঙায় ৫৮.৩৮ শতাংশ, গোপালগঞ্জে ৬৪.৯৬ শতাংশ, পাটনা ৫৫.০২ শতাংশ, শেখপুরায় ৫২.৩৬ শতাংশ, এবং বৈশালীতে ভোট পড়েছে ৫৯.৪৫ শতাংশ।
০৭ জানুয়ারী ২০২৬, বুধবার, ২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
ভোটমুখী বিহারে পড়ল ৬০.১৩ শতাংশ, নির্বিঘ্নে সম্পূর্ণ প্রথম দফার ভোটগ্রহণ
-
কিবরিয়া আনসারি - আপডেট : ৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার
- 242
সর্বধিক পাঠিত





























