হিজাব পরেই শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে চান, ফের শীর্ষ আদালতে আবেদন কর্নাটকের ছাত্রীদের
- আপডেট : ২৪ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার
- / 16
পুবের কলম ওয়েবডেস্ক: দেশের শীর্ষ আদালতে ফের উঠল হিজাব মামলা।শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরতে চেয়ে আবেদন জানিয়েছেন কর্নাটকের ছাত্রীরা। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এই মামলার শুনানির অনুমতি দিয়েছেন। তিন বিচারপতির বেঞ্চ ছাত্রীদের আবেদন শুনবে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরে যেতে চেয়ে আবেদন জানিয়েছেন ওই পড়ুয়ারা।
উল্লেখ্য হিজাব বিতর্কে গতবছর উত্তাল হয় দেশ। কর্নাটক থেকেই যার সূত্রপাত হয়েছিল। এরপর কর্নাটক সরকার নয়া শিক্ষানীতি জারি করে জানিয়ে দেয় সরকারি হোক বা বেসরকারি কোন শিক্ষাপ্রতিষ্ঠানেই ছাত্রীরা হিজাব পরতে পারবেননা।
এই নিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়েছিল কর্নাটকে। একাধিক জায়গায় শুরু হয়েছিল অশান্তি। স্কুলের সামনে বিক্ষোভ দেখান অসংখ্য মানুষ। পড়ুয়ারাও সেই বিক্ষোভ সামিল হয়েছিলেন। হিজাব পরে আসায় তাঁদের পরীক্ষা বসতে না দেওয়ার অভিযোগ ওঠে সেই সময়।
ছাত্রীদের আবেদনের বিষয়টি সহানুভূতির সঙ্গেই বিবেচনা করেছে শীর্ষ আদালত। সিনিয়র বিচারপতি মীনাক্ষি অরোরা ছাত্রীদের হয়ে এই আবেদন করেন বলে জানা যাচ্ছে।
কর্নাটকে তুমুল অশান্তি শুরু হয়েছিল হিজাব নিয়ে। তার মধ্যেই শুরু হয়েছিল আদালতে মামলা। কর্নাটক হাইকোর্টে প্রথম সরকারের সিদ্ধান্তেই সিলমোহর দেয়। শিক্ষাঙ্গনে কোনও ভেদাভেদ না রাখতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানিয়ে দেয় আদালত।
চলতি বছরের শুরুতেই ফের হিজাব পরতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ছাত্রীরা।