০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরপ্রদেশে আবার ‘ঠোক দো’, খতম ওয়ান্টেড অপরাধী

সামিমা এহসানা
  • আপডেট : ৫ জানুয়ারী ২০২৪, শুক্রবার
  • / 23

পুবের কলম ওয়েব ডেস্ক: শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ আবার এনকাউন্টার চলল উত্তরপ্রদেশে (UP)। সুলতানপুর জেলায় স্পেশাল টাস্ক ফোর্স খতম করল বিনোদ কুমার উপাধ্যায় নামে এক ওয়ান্টেড অপারাধীকে। তার মাথার দাম ছিল ১ লক্ষ টাকা। ৩৫টি জঘন্য অপরাধের ঘটনায় জড়িত ছিল বিনোদ।

ক্ষমতায় আসার পর অপারাধীদের জন্য ‘ঠোক দো’ (thok do) নীতির কথা ঘোষণা করেছিলেন  যোগী আদিত্যনাথ (yogi adityanath)। তখন থেকে এনকাউন্টারের কালচার চলছে উত্তরপ্রদেশ। সম্প্রতি আআইটি বারাণসীতে গণঘর্ষণের ঘটনায় জড়িত বিজেপির আইটি সেলের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। যোগীর সঙ্গে তাদের ছবি ভাইরাল হয়। একটি এক্স পোস্টে ওই অপরাধীদের জন্যে কেন ঠোক দো নীতি অবলম্বন করছেনে যোগী সরকার সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন মহুয়া মৈত্র।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তরপ্রদেশে আবার ‘ঠোক দো’, খতম ওয়ান্টেড অপরাধী

আপডেট : ৫ জানুয়ারী ২০২৪, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্ক: শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ আবার এনকাউন্টার চলল উত্তরপ্রদেশে (UP)। সুলতানপুর জেলায় স্পেশাল টাস্ক ফোর্স খতম করল বিনোদ কুমার উপাধ্যায় নামে এক ওয়ান্টেড অপারাধীকে। তার মাথার দাম ছিল ১ লক্ষ টাকা। ৩৫টি জঘন্য অপরাধের ঘটনায় জড়িত ছিল বিনোদ।

ক্ষমতায় আসার পর অপারাধীদের জন্য ‘ঠোক দো’ (thok do) নীতির কথা ঘোষণা করেছিলেন  যোগী আদিত্যনাথ (yogi adityanath)। তখন থেকে এনকাউন্টারের কালচার চলছে উত্তরপ্রদেশ। সম্প্রতি আআইটি বারাণসীতে গণঘর্ষণের ঘটনায় জড়িত বিজেপির আইটি সেলের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। যোগীর সঙ্গে তাদের ছবি ভাইরাল হয়। একটি এক্স পোস্টে ওই অপরাধীদের জন্যে কেন ঠোক দো নীতি অবলম্বন করছেনে যোগী সরকার সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন মহুয়া মৈত্র।