০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

যুদ্ধবাজ নেতানিয়াহুকে সরকার গঠনের দায়িত্ব

ইমামা খাতুন
  • আপডেট : ১৪ নভেম্বর ২০২২, সোমবার
  • / 73

পুবের কলম ওয়েব ডেস্কঃ ইসরাইলের প্রাক্তন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আনুষ্ঠানিকভাবে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। সাম্প্রতিক নির্বাচনে জয়লাভের পর রবিবার যুদ্ধবাজ নেতানিয়াহুকে এই দায়িত্ব দেন ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।

 

আরও পড়ুন: রাষ্ট্রসংঘে নেতানিয়াহুর ভাষণে ব্যাপক বিক্ষোভ, বেরিয়ে যান প্রতিনিধিরা

বিশ্লেষকরা বলছেন, ইসরাইলের নির্বাচনে যে জোট জয়লাভ করেছে তা ইসরাইলের ইতিহাসে সবচেয়ে উগ্র ডানপন্থী জোট। আর সেই উগ্র ডানপন্থী জোটেরই প্রধান হিসেবে মসনদে বসতে চলেছেন নেতানিয়াহু। নেতানিয়াহু অবশ্য বলেছেন, ‘যারা আমাদের ভোট দিয়েছেন এবং যারা দেননি তাদের সবার সেবা আমার দায়িত্ব।’

আরও পড়ুন: নেতানিয়াহু নিউইয়র্কে এলে, তাঁকে গ্রেফতার করা হবে : জোহরান মামদানি

 

আরও পড়ুন: নেতানিয়াহু ও নিজেকে ‘ওয়ার হিরো’ খেতাব দিলেন ট্রাম্প

 

ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ জেরুসালেমে এক অনুষ্ঠানে বলেন, তিনি নেতানিয়াহুকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। বলেন, ‘ভোটের ফলাফল স্পষ্ট। সরকার গঠনের দায়িত্ব অবশ্যই বেঞ্জামিন নেতানিয়াহুকে অর্পণ করতে হবে।’ এদিন অবশ্য দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুর চলমান বিচারের কথাও উল্লেখ করেন হারজগ।

 

আইজ্যাক জানান, অভিযোগের বিরুদ্ধে লড়াই করতে করতেও দেশের প্রধানমন্ত্রী হিসাবে কাজ করতে পারেন নেতানিয়াহু। গত বছর দুর্নীতির দায়ে ক্ষমতা থেকে অপসারণের আগে পর্যন্ত টানা ১২ বছর ইসরাইল শাসন করেছেন নেতানিয়াহু। নতুন সরকারে প্রতিরক্ষা এবং অর্থমন্ত্রকের  দায়িত্ব কার হাতে যাবে সেটা ঘিরে জল্পনা-কল্পনা চলছে।

 

কারণ, জোটের সবচেয়ে কট্টরপন্থী শরিক রিলিজিয়াস জায়নিজম দু’টি অবস্থানে তাদের প্রতিনিধি চাইছে। রাজনৈতিক দোলাচলের কারণে চার বছরের কম সময়ের মধ্যে পাঁচটি নির্বাচন দেখেছে ইসরাইল। ১ নভেম্বরের ভোটাভুটিতে ১২০ আসনের সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে নেতানিয়াহুর জোট।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যুদ্ধবাজ নেতানিয়াহুকে সরকার গঠনের দায়িত্ব

আপডেট : ১৪ নভেম্বর ২০২২, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ ইসরাইলের প্রাক্তন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আনুষ্ঠানিকভাবে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। সাম্প্রতিক নির্বাচনে জয়লাভের পর রবিবার যুদ্ধবাজ নেতানিয়াহুকে এই দায়িত্ব দেন ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।

 

আরও পড়ুন: রাষ্ট্রসংঘে নেতানিয়াহুর ভাষণে ব্যাপক বিক্ষোভ, বেরিয়ে যান প্রতিনিধিরা

বিশ্লেষকরা বলছেন, ইসরাইলের নির্বাচনে যে জোট জয়লাভ করেছে তা ইসরাইলের ইতিহাসে সবচেয়ে উগ্র ডানপন্থী জোট। আর সেই উগ্র ডানপন্থী জোটেরই প্রধান হিসেবে মসনদে বসতে চলেছেন নেতানিয়াহু। নেতানিয়াহু অবশ্য বলেছেন, ‘যারা আমাদের ভোট দিয়েছেন এবং যারা দেননি তাদের সবার সেবা আমার দায়িত্ব।’

আরও পড়ুন: নেতানিয়াহু নিউইয়র্কে এলে, তাঁকে গ্রেফতার করা হবে : জোহরান মামদানি

 

আরও পড়ুন: নেতানিয়াহু ও নিজেকে ‘ওয়ার হিরো’ খেতাব দিলেন ট্রাম্প

 

ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ জেরুসালেমে এক অনুষ্ঠানে বলেন, তিনি নেতানিয়াহুকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। বলেন, ‘ভোটের ফলাফল স্পষ্ট। সরকার গঠনের দায়িত্ব অবশ্যই বেঞ্জামিন নেতানিয়াহুকে অর্পণ করতে হবে।’ এদিন অবশ্য দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুর চলমান বিচারের কথাও উল্লেখ করেন হারজগ।

 

আইজ্যাক জানান, অভিযোগের বিরুদ্ধে লড়াই করতে করতেও দেশের প্রধানমন্ত্রী হিসাবে কাজ করতে পারেন নেতানিয়াহু। গত বছর দুর্নীতির দায়ে ক্ষমতা থেকে অপসারণের আগে পর্যন্ত টানা ১২ বছর ইসরাইল শাসন করেছেন নেতানিয়াহু। নতুন সরকারে প্রতিরক্ষা এবং অর্থমন্ত্রকের  দায়িত্ব কার হাতে যাবে সেটা ঘিরে জল্পনা-কল্পনা চলছে।

 

কারণ, জোটের সবচেয়ে কট্টরপন্থী শরিক রিলিজিয়াস জায়নিজম দু’টি অবস্থানে তাদের প্রতিনিধি চাইছে। রাজনৈতিক দোলাচলের কারণে চার বছরের কম সময়ের মধ্যে পাঁচটি নির্বাচন দেখেছে ইসরাইল। ১ নভেম্বরের ভোটাভুটিতে ১২০ আসনের সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে নেতানিয়াহুর জোট।