টি-২০তে কোহলিকে টপকে শীর্ষ পাঁচে ওয়ার্নার

- আপডেট : ১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার
- / 13
পুবের কলম ওয়েবডেস্ক : বিরাট কোহলিকে পিছনে ফেলে স্বীকৃত টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় পঞ্চম স্থানে উঠে এলেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’ লিগে ম্যাঞ্চেস্টার অরিজিনালসের বিপক্ষে লন্ডন স্পিরিটের হয়ে ৫১ বলে ৭১ রানের ইনিংস খেলেন ওয়ার্নার।
এতেই তিনি টি-২০তে সর্বোচ্চ রানের তালিকায় পঞ্চম স্থানে উঠে এলেন। টি-২০ ক্রিকেটে ৪১৯ ম্যাচে ৩৬.৮০ গড় ও ১৪০.৪৫ স্ট্রাইক রেটে ১৩,৫৪৫ রান করেছেন ওয়ার্নার। সেখানে ৪১৪ ম্যাচে ৪১.৯২ গড় ও ১৩৪.৬৭ স্ট্রাইক রেটে কোহলির রান ১৩,৫৪৩। কোহলির চেয়ে ওয়ার্নার এগিয়ে মাত্র ২ রানে।
এ তালিকায় সবার শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইল। ৪৬৩ ম্যাচে ১৪,৫৬২ রান করেছেন গেইল। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন কায়রন পোলার্ড। ৭০৭ ম্যাচে ১৩,৮৫৪ রান করেছেন তিনি। ৫০৩ ম্যাচে ১৩,৮১৪ রান নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস। ওয়ার্নারের ঠিক ওপরেই রয়েছেন পাকিস্তানের শোয়েব মালিক। ৫৫৭ ম্যাচে ১৩,৫৭১ রান করেছেন মালিক।