০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির সতর্কতা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৬ জুলাই ২০২৩, বুধবার
  • / 12

পুবের কলম, ওয়েবডেস্ক: পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। গভীর নিম্নচাপ ক্ষেত্র খুব তাড়াতাড়ি নিম্নচাপে পরিণত হবে৷ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপটি এরপর অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূল বরাবর এগিয়ে আসবে৷ এর পাশাপাশি বঙ্গোপসাগরের প্রায় একই জায়গা বরাবর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর ফলে একাধিক জায়গায় বাড়বে বৃষ্টির পরিমাণ।

 

উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং রাজস্থানের ওপর বিস্তৃত রয়েছে সাইক্লোনিক সার্কুলেশন৷ এটি নিম্ন ট্রপোস্ফিয়ার স্তর অবধি রয়েছে৷ পাকিস্তান ও তার সংলগ্ন এলাকাতেও তৈরি হয়ে রয়েছে সাইক্লোনিক সার্কুলেশন৷ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ থাকবে ৮৫ শতাংশ৷ আদ্রতা বেশি থাকার কারণে অস্বস্তি বাড়বে।

 

দক্ষিণবঙ্গের জেলাগুলি পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও ইতঃস্তত বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে৷ কখনও বৃষ্টির পরিমাণ বাড়বে কখনও কমবে। তবে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ আগের থেকে কিছুটা হলেও কমবে। হিমালয় পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে৷ এদিকে ভারতের বিভিন্ন প্রান্তে প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম ও উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যেও হবে ভারী বৃষ্টিপাত৷ মধ্য মহারাষ্ট্রে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

 


                            

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির সতর্কতা

আপডেট : ২৬ জুলাই ২০২৩, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। গভীর নিম্নচাপ ক্ষেত্র খুব তাড়াতাড়ি নিম্নচাপে পরিণত হবে৷ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপটি এরপর অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূল বরাবর এগিয়ে আসবে৷ এর পাশাপাশি বঙ্গোপসাগরের প্রায় একই জায়গা বরাবর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর ফলে একাধিক জায়গায় বাড়বে বৃষ্টির পরিমাণ।

 

উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং রাজস্থানের ওপর বিস্তৃত রয়েছে সাইক্লোনিক সার্কুলেশন৷ এটি নিম্ন ট্রপোস্ফিয়ার স্তর অবধি রয়েছে৷ পাকিস্তান ও তার সংলগ্ন এলাকাতেও তৈরি হয়ে রয়েছে সাইক্লোনিক সার্কুলেশন৷ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ থাকবে ৮৫ শতাংশ৷ আদ্রতা বেশি থাকার কারণে অস্বস্তি বাড়বে।

 

দক্ষিণবঙ্গের জেলাগুলি পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও ইতঃস্তত বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে৷ কখনও বৃষ্টির পরিমাণ বাড়বে কখনও কমবে। তবে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ আগের থেকে কিছুটা হলেও কমবে। হিমালয় পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে৷ এদিকে ভারতের বিভিন্ন প্রান্তে প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম ও উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যেও হবে ভারী বৃষ্টিপাত৷ মধ্য মহারাষ্ট্রে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।