০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আফগান অর্থ মুক্ত করতে আলোচনা করবে ওয়াশিংটন

ইমামা খাতুন
  • আপডেট : ২৩ অগাস্ট ২০২২, মঙ্গলবার
  • / 96

পুবের কলম ওয়েব ডেস্কঃ আফগানিস্তানে তালিবান ক্ষমতায়  আসার পর দেশটির কয়েকশ কোটি ডলারের সম্পদ বাজেয়াপ্ত  করেছিল আমেরিকা। বারংবার আন্তর্জাতিক সম্প্রদায় ও  তালিবানের আহ্বান সত্ত্বেও সেই অর্থ ছাড়তে চাইছিল না  ওয়াশিংটন। এর ফলে আফগানিস্তানের আর্থিক পরিস্থিতির ব্যাপক  অবনতি হয়। দেশটির শিক্ষা, স্বাস্থ্যসহ অন্যান্য জরুরি খাত  বিকল হয়ে যায়। দুর্ভিক্ষ আরও ভয়াবহ হয়ে ওঠে।

 

আরও পড়ুন: ওয়াশিংটনে ইসরাইলি কূটনীতিক হত্যাকান্ড, তীব্র নিন্দা ভারতের, দোষীদের শাস্তির দাবি

তবে এবার  পশ্চিমা মিডিয়া সূত্রে খবর, আফগানিস্তানের কোটি কোটি ডলারের রিজার্ভ মুক্ত করতে আলোচনা শুরু করতে চলেছে ওয়াশিংটন।

আরও পড়ুন: ওয়াশিংটনে আত্মঘাতী ভারতীয় উদ্যোগপতি, স্ত্রী-পুত্রকে খুন করে আত্মহত্যা অনুমান গোয়েন্দাদের

 

আরও পড়ুন: টাকার পাহাড় নিয়ে প্রকাশ্যে ভিডিয়ো, ‘ফাঁসানো হচ্ছে’ দাবি বিচারপতির

এই খবরে একটু হলেও স্বস্তি পেয়েছে আফগানিস্তান। এর আগে রাষ্ট্রসংঘ সতর্ক করে জানায়, আসন্ন শীতে ধুঁকতে থাকা  অর্থনীতির দেশটিতে ভয়াবহ খাদ্যাভাব দেখা দিতে পারে।

 

এই সতর্কতার পরই আফগান ফান্ড মুক্ত করার আলোচনার কথা ভাবছে আমেরিকা। সূত্রের খবর, আফগান কেন্দ্রীয় ব্যাঙ্কের কোটি কোটি ডলার সুইস ফান্ডে পাঠানোর লক্ষ্য নিয়েছে ওয়াশিংটন। জানা যাচ্ছে, তালিবানকে সরাসরি অর্থ না দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে আফগানিস্তানে অর্থ পাঠানো  হতে পারে। মার্কিন আধিকারিকরা জানিয়েছে, চলতি মাসেই তালিবানের সঙ্গে এ বিষয়ে আলোচনার তারিখ ঠিক করা হবে।  বিশ্লেষকরা বলছেন, অর্থ মুক্ত করার আগে আমেরিকার শর্ত  মানতে হবে তালিবানকে। এই শর্তগুলির মধ্যে আফগান সেন্ট্রাল ব্যাঙ্কের দুই শীর্ষ পদাধিকারীর অপসারণ ও আফগানিস্তানে অর্থপাচার বিরোধী পর্যবেক্ষকদের নিয়োগ দেওয়ার মতো বিষয়  রয়েছে। এখন দেখার বিষয় তালিবান আমেরিকার এই শর্ত মেনে  নেয় কিনা।

 

উল্লেখ্য, গত বছরের আগস্টে পশ্চিমা সমর্থিত গানি সরকারকে  হটিয়ে ক্ষমতায় আসে তালিবান। এরপরই বিদেশী ব্যাঙ্কগুলিতে আফগান সরকারের ৯ বিলিয়ন ডলারের রিজার্ভ আটকে দেয় আমেরিকা। এর আগে মার্কিন সরকারের তরফে বলা হয়েছিল, সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার হতে পারে এমন আশঙ্কায় ওই অর্থ মুক্ত করার পরিকল্পনা নেই বাইডেন সরকারের।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আফগান অর্থ মুক্ত করতে আলোচনা করবে ওয়াশিংটন

আপডেট : ২৩ অগাস্ট ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ আফগানিস্তানে তালিবান ক্ষমতায়  আসার পর দেশটির কয়েকশ কোটি ডলারের সম্পদ বাজেয়াপ্ত  করেছিল আমেরিকা। বারংবার আন্তর্জাতিক সম্প্রদায় ও  তালিবানের আহ্বান সত্ত্বেও সেই অর্থ ছাড়তে চাইছিল না  ওয়াশিংটন। এর ফলে আফগানিস্তানের আর্থিক পরিস্থিতির ব্যাপক  অবনতি হয়। দেশটির শিক্ষা, স্বাস্থ্যসহ অন্যান্য জরুরি খাত  বিকল হয়ে যায়। দুর্ভিক্ষ আরও ভয়াবহ হয়ে ওঠে।

 

আরও পড়ুন: ওয়াশিংটনে ইসরাইলি কূটনীতিক হত্যাকান্ড, তীব্র নিন্দা ভারতের, দোষীদের শাস্তির দাবি

তবে এবার  পশ্চিমা মিডিয়া সূত্রে খবর, আফগানিস্তানের কোটি কোটি ডলারের রিজার্ভ মুক্ত করতে আলোচনা শুরু করতে চলেছে ওয়াশিংটন।

আরও পড়ুন: ওয়াশিংটনে আত্মঘাতী ভারতীয় উদ্যোগপতি, স্ত্রী-পুত্রকে খুন করে আত্মহত্যা অনুমান গোয়েন্দাদের

 

আরও পড়ুন: টাকার পাহাড় নিয়ে প্রকাশ্যে ভিডিয়ো, ‘ফাঁসানো হচ্ছে’ দাবি বিচারপতির

এই খবরে একটু হলেও স্বস্তি পেয়েছে আফগানিস্তান। এর আগে রাষ্ট্রসংঘ সতর্ক করে জানায়, আসন্ন শীতে ধুঁকতে থাকা  অর্থনীতির দেশটিতে ভয়াবহ খাদ্যাভাব দেখা দিতে পারে।

 

এই সতর্কতার পরই আফগান ফান্ড মুক্ত করার আলোচনার কথা ভাবছে আমেরিকা। সূত্রের খবর, আফগান কেন্দ্রীয় ব্যাঙ্কের কোটি কোটি ডলার সুইস ফান্ডে পাঠানোর লক্ষ্য নিয়েছে ওয়াশিংটন। জানা যাচ্ছে, তালিবানকে সরাসরি অর্থ না দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে আফগানিস্তানে অর্থ পাঠানো  হতে পারে। মার্কিন আধিকারিকরা জানিয়েছে, চলতি মাসেই তালিবানের সঙ্গে এ বিষয়ে আলোচনার তারিখ ঠিক করা হবে।  বিশ্লেষকরা বলছেন, অর্থ মুক্ত করার আগে আমেরিকার শর্ত  মানতে হবে তালিবানকে। এই শর্তগুলির মধ্যে আফগান সেন্ট্রাল ব্যাঙ্কের দুই শীর্ষ পদাধিকারীর অপসারণ ও আফগানিস্তানে অর্থপাচার বিরোধী পর্যবেক্ষকদের নিয়োগ দেওয়ার মতো বিষয়  রয়েছে। এখন দেখার বিষয় তালিবান আমেরিকার এই শর্ত মেনে  নেয় কিনা।

 

উল্লেখ্য, গত বছরের আগস্টে পশ্চিমা সমর্থিত গানি সরকারকে  হটিয়ে ক্ষমতায় আসে তালিবান। এরপরই বিদেশী ব্যাঙ্কগুলিতে আফগান সরকারের ৯ বিলিয়ন ডলারের রিজার্ভ আটকে দেয় আমেরিকা। এর আগে মার্কিন সরকারের তরফে বলা হয়েছিল, সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার হতে পারে এমন আশঙ্কায় ওই অর্থ মুক্ত করার পরিকল্পনা নেই বাইডেন সরকারের।