জলমগ্ন মুম্বই-বিপর্যস্ত জনজীবন, রেড অ্যালার্ট জারি কর্ণাটকে

- আপডেট : ২৬ মে ২০২৫, সোমবার
- / 215
পুবের কলম, ওয়েবডেস্ক: নির্ধারিত সময়ের প্রায় ১৪ দিন আগে মুম্বইয়ে ঢুকল বর্ষা। গত ৭৫ বছরে এই প্রথম এত আগে বর্ষা ঢুকল বাণিজ্যনগরীতে। সাধারণত, ১১ জুন নাগাদ বর্ষা ঢোকে এই শহরে। এর আগে ১৯৫৬ সালের ২৯ মে বর্ষা ঢুকেছিল মুম্বইয়ে। তারও আগে এবার বর্ষা ঢুকল সে শহরে।
সোমবার ভারী বর্ষণে ভাসল মুম্বই। বজ্রপাত, ঝোড়ো হাওয়ায় সকাল শুরু হয় মুম্বইয়ে। এ দিন ঝড়বৃষ্টির জেরে ব্যাহত হয়েছে শহরতলির রেল পরিষেবা। বেশ কিছু এলাকায় আঁধার নেমে দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহন চলাচলেও সমস্যা হয়।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে বহু এলাকায়। দাদর, মাহিম, পারেল, বান্দ্রা-সহ বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত চলছে। মুম্বইয়ের নানা জায়গায় বজ্রপাত ও ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়েছে। এদিকে, টানা তিন দিন ধরে কর্ণাটকের উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টি হয়ে চলেছে। এর ফলে রাজ্যের দক্ষিণে থাকা জেলাগুলিতে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আবহাওয়া দফতরের তরফে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
স্থানীয় প্রশাসন দুর্যোগ মোকাবেলা দল মোতায়েন করেছে। আইএমডি জানিয়েছে, কর্ণাটকের উপকূলীয় এলাকাগুলিতে আগামী পাঁচ দিন রেড অ্যালার্ট জারি থাকবে। টানা বৃষ্টিপাতের ফলে রাজ্যের পাহাড়ি অঞ্চলে ছোটখাটো ভূমিধসেরও খবর পাওয়া গিয়েছে।
মুম্বই একেবারে বিপর্যস্ত। শহরের অধিকাংশ রাস্তাঘাট জলে ডুবে গিয়েছে। বহু মানুষের ঘরবাড়ি জলমগ্ন। জমা জলে গাড়ি চলাচল প্রায় স্তব্ধ হওয়ার জোগাড়। রানওয়েতে জল জমে যাওয়ায় প্রায় ২৫০ উড়ান চলাচলে বিঘ্ন ঘটে। জল কাটিয়ে চলা গাড়িগুলিকে দেখে মনে হচ্ছে সমুদ্রের উপর দিয়ে চলছে। ঘন অন্ধকার মেঘে সব গাড়িকে ভরদুপুরেও হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। সব থেকে দুরবস্থায় পড়েছেন অফিসযাত্রী ও স্কুল-কলেজ পড়ুয়ারা।
মুম্বইয়ের জীবনরেখা লোকাল ট্রেনের তিনটি প্রধান লাইন সেন্ট্রাল, ওয়েস্টার্ন ও হারবার থেকে চলাচলকারী সব ট্রেন দেরিতে চলাচল করছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মুম্বইয়ের বিভিন্ন এলাকার খবর নেন। পুরসভার অফিসারসহ বিপর্যয় মোকাবিলা বাহিনী কর্তাদের কাছ থেকে পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। জনজীবন যাতে স্বাভাবিক থাকে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন শিন্ডে।
অন্যদিকে কর্ণাটকের বেলাগাভিতে সোমবার সকালে ভারী বৃষ্টিতে একটি বাড়ির দেওয়াল ধসে তিন বছরের একটি মেয়ের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মেয়েটির নাম কৃতিকা। তার মা রেশমা ও ছোট বোন খুশি এই ঘটনায় জখম হয়েছে। মহালিঙ্গেশ্বর নগরে এ দিন সকাল সাড়ে ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। এদিকে ভারী বৃষ্টিতে ম্যাঙ্গালুরুও জলমগ্ন হয়ে রয়েছে।