৩০ অগাস্ট ২০২৫, শনিবার, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জল জমে সড়ক ও মেট্রো পরিষেবা বিঘ্নিত, ভাসিলা স্টেশনে রেল অবরোধে নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ৩০ জুন ২০২৫, সোমবার
  • / 127

পুবের কলম ওয়েবডেস্ক: সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে সকাল থেকেই সাধারণ মানুষকে পড়তে হয়েছে রেল এবং সড়কপথে চরম ভোগান্তিতে। টানা বৃষ্টির ফলে মধ্য কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়েছে। একই সঙ্গে রেলপথেও সমস্যা তৈরি হয়েছে রাস্তা সংস্কারের দাবিতে হওয়া অবরোধের কারণে।

সোমবার সকাল ৭টা ৪৫ মিনিট নাগাদ উত্তর ২৪ পরগনার ভাসিলা স্টেশনে স্থানীয়দের রেল অবরোধে বারাসত-হাসনাবাদ শাখায় আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ বন্ধ থাকায় আটকে পড়েন অসংখ্য নিত্যযাত্রী। বিক্ষোভকারীদের অভিযোগ, স্টেশনে পৌঁছানোর রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। রবিবার রাতেও সেই রাস্তায় দুর্ঘটনা ঘটেছে বলে জানান তাঁরা। বহু বার জেলা প্রশাসন এবং রেল কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও স্থায়ী সমাধান মেলেনি বলে ক্ষোভ।

এই দাবিতেই সোমবার সকালে রেললাইনের উপর বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। যার জেরে ওই রুটে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল পুরোপুরি থমকে যায়। নিত্যযাত্রীদের সঙ্গে বিক্ষোভকারীদের এক সময়ে বচসাও বাধে। পরে রেল আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

আরও পড়ুন: টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা: শহরের বিভিন্ন এলাকায় ঘোর জলবন্দি পরিস্থিতি, দুর্ভোগে জনজীবন

স্থানীয় সূত্রের খবর, অবরোধের কারণে বারাসত এবং হাসনাবাদ লাইনে অন্তত ঘণ্টা খানেক ট্রেন পরিষেবা বিঘ্নিত ছিল। যদিও অবশেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে, তবে ততক্ষণে বহু যাত্রী গন্তব্যে পৌঁছতে দেরিতে পড়েন।

এই পরিস্থিতিতে শিয়ালদহগামী এক নিত্যযাত্রী রমেশ পান্ডা বলেন, “এখানে অবরোধে আটকে পড়েছি। শুনলাম, সেন্ট্রাল কলকাতাতেও জল জমেছে। মনে হচ্ছে আজ অফিস পৌঁছনো আর হল না।”

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জল জমে সড়ক ও মেট্রো পরিষেবা বিঘ্নিত, ভাসিলা স্টেশনে রেল অবরোধে নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে

আপডেট : ৩০ জুন ২০২৫, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে সকাল থেকেই সাধারণ মানুষকে পড়তে হয়েছে রেল এবং সড়কপথে চরম ভোগান্তিতে। টানা বৃষ্টির ফলে মধ্য কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়েছে। একই সঙ্গে রেলপথেও সমস্যা তৈরি হয়েছে রাস্তা সংস্কারের দাবিতে হওয়া অবরোধের কারণে।

সোমবার সকাল ৭টা ৪৫ মিনিট নাগাদ উত্তর ২৪ পরগনার ভাসিলা স্টেশনে স্থানীয়দের রেল অবরোধে বারাসত-হাসনাবাদ শাখায় আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ বন্ধ থাকায় আটকে পড়েন অসংখ্য নিত্যযাত্রী। বিক্ষোভকারীদের অভিযোগ, স্টেশনে পৌঁছানোর রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। রবিবার রাতেও সেই রাস্তায় দুর্ঘটনা ঘটেছে বলে জানান তাঁরা। বহু বার জেলা প্রশাসন এবং রেল কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও স্থায়ী সমাধান মেলেনি বলে ক্ষোভ।

এই দাবিতেই সোমবার সকালে রেললাইনের উপর বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। যার জেরে ওই রুটে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল পুরোপুরি থমকে যায়। নিত্যযাত্রীদের সঙ্গে বিক্ষোভকারীদের এক সময়ে বচসাও বাধে। পরে রেল আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

আরও পড়ুন: টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা: শহরের বিভিন্ন এলাকায় ঘোর জলবন্দি পরিস্থিতি, দুর্ভোগে জনজীবন

স্থানীয় সূত্রের খবর, অবরোধের কারণে বারাসত এবং হাসনাবাদ লাইনে অন্তত ঘণ্টা খানেক ট্রেন পরিষেবা বিঘ্নিত ছিল। যদিও অবশেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে, তবে ততক্ষণে বহু যাত্রী গন্তব্যে পৌঁছতে দেরিতে পড়েন।

এই পরিস্থিতিতে শিয়ালদহগামী এক নিত্যযাত্রী রমেশ পান্ডা বলেন, “এখানে অবরোধে আটকে পড়েছি। শুনলাম, সেন্ট্রাল কলকাতাতেও জল জমেছে। মনে হচ্ছে আজ অফিস পৌঁছনো আর হল না।”