০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপের বাইরে পন্থ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, বুধবার
  • / 88

পুবের কলম, ওয়েবডেস্ক এখনও পুরো সুস্থ হননি ঋষভ পন্থ। গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার পরে বর্ডার-গাভাসকর ট্রফিতে খেলতে পারেননি ভারতীয় দলের এই উইকেট কিপার-ব্যাটার। ছিটকে গিয়েছেন আইপিএল থেকেও। কিছুদিন আগেই তাঁকে দেখা গিয়েছিল ক্র্যাচে ভর দিয়ে হাঁটছেন। তবে তিনি ক্রমশই সুস্থ হয়ে উঠলেও, এখন জানা যাচ্ছে, তাঁর  মাঠে ফিরতে  এখনও ৭-৮ মাস সময় লাগবে।

অর্থাৎ এশিয়া কাপ তো বটেই, ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপেও খেলতে পারবেন না পন্থ। কয়েকদিন আগে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ম্যাচে গ্যলারিতে হাজির হয়ে দলকে উৎসাহ দিতে দেখা গিয়েছিল পন্থকে। ক্রাচে ভর দিয়ে হাঁটছিলেন তিনি। তখন চিকিৎসকেরা জানিয়েছিলেন, খুব তাড়াতাড়ি ক্রাচ ছাড়াই হাঁটতে পারবেন এই তারকা কিপার-ব্যাটার। তবে এখনও ক্র্যাচ ছাড়েননি তিনি। গত ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার পরে প্রথমবার সকলের সামনে পন্থকে দেখা যায় আইপিএলের ম্যাচে। পন্থ শেষবার ভারতের হয়ে মাঠে নেমেছেন বাংলাদেশের বিরুদ্ধে।

আরও পড়ুন: world football: ২০২৬  ফুটবল বিশ্বকাপে ইসরাইলকে নিষিদ্ধের উদ্যোগ ঠেকাবে আমেরিকা  

দ্রুত সুস্থ হয়ে উঠলেও, চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতেû আয়োজিত হবে ওয়ানডে বিশ্বকাপ। জানা গিয়েছে, পন্থের পক্ষে সেই প্রতিযোগিতার আগে সুস্থ হয়ে মাঠে ফেরা বেশ কঠিন বলেই জানা যাচ্ছে।

আরও পড়ুন: আমি শারীরিকভাবে প্রস্তুত থাকলেই বিশ্বকাপে খেলব : মেসি

সম্ভবত পন্থকে এই বছরে আর মাঠে দেখা যাবে না। পন্থ বিশ্বকাপের দলে সুযোগ না পেলে, কে এল রাহুলকে টিমে দেখা যেতে পারে। দলে ঢোকার লড়াইয়ে থাকবেন ইশান কিশান, সঞ্জু স্যামসনরাও।

আরও পড়ুন: এই প্রথম বিশ্বকাপে হিজাব পরে খেলছেন বেনজিনা

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশ্বকাপের বাইরে পন্থ

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক এখনও পুরো সুস্থ হননি ঋষভ পন্থ। গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার পরে বর্ডার-গাভাসকর ট্রফিতে খেলতে পারেননি ভারতীয় দলের এই উইকেট কিপার-ব্যাটার। ছিটকে গিয়েছেন আইপিএল থেকেও। কিছুদিন আগেই তাঁকে দেখা গিয়েছিল ক্র্যাচে ভর দিয়ে হাঁটছেন। তবে তিনি ক্রমশই সুস্থ হয়ে উঠলেও, এখন জানা যাচ্ছে, তাঁর  মাঠে ফিরতে  এখনও ৭-৮ মাস সময় লাগবে।

অর্থাৎ এশিয়া কাপ তো বটেই, ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপেও খেলতে পারবেন না পন্থ। কয়েকদিন আগে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ম্যাচে গ্যলারিতে হাজির হয়ে দলকে উৎসাহ দিতে দেখা গিয়েছিল পন্থকে। ক্রাচে ভর দিয়ে হাঁটছিলেন তিনি। তখন চিকিৎসকেরা জানিয়েছিলেন, খুব তাড়াতাড়ি ক্রাচ ছাড়াই হাঁটতে পারবেন এই তারকা কিপার-ব্যাটার। তবে এখনও ক্র্যাচ ছাড়েননি তিনি। গত ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার পরে প্রথমবার সকলের সামনে পন্থকে দেখা যায় আইপিএলের ম্যাচে। পন্থ শেষবার ভারতের হয়ে মাঠে নেমেছেন বাংলাদেশের বিরুদ্ধে।

আরও পড়ুন: world football: ২০২৬  ফুটবল বিশ্বকাপে ইসরাইলকে নিষিদ্ধের উদ্যোগ ঠেকাবে আমেরিকা  

দ্রুত সুস্থ হয়ে উঠলেও, চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতেû আয়োজিত হবে ওয়ানডে বিশ্বকাপ। জানা গিয়েছে, পন্থের পক্ষে সেই প্রতিযোগিতার আগে সুস্থ হয়ে মাঠে ফেরা বেশ কঠিন বলেই জানা যাচ্ছে।

আরও পড়ুন: আমি শারীরিকভাবে প্রস্তুত থাকলেই বিশ্বকাপে খেলব : মেসি

সম্ভবত পন্থকে এই বছরে আর মাঠে দেখা যাবে না। পন্থ বিশ্বকাপের দলে সুযোগ না পেলে, কে এল রাহুলকে টিমে দেখা যেতে পারে। দলে ঢোকার লড়াইয়ে থাকবেন ইশান কিশান, সঞ্জু স্যামসনরাও।

আরও পড়ুন: এই প্রথম বিশ্বকাপে হিজাব পরে খেলছেন বেনজিনা