ভিনরাজ্যে হেনস্থা! বাঙালি পরিযায়ী শ্রমিকদের জন্য হেল্পলাইন চালু রাজ্যের

- আপডেট : ২৫ জুলাই ২০২৫, শুক্রবার
- / 15
পুবের কলম, ওয়েব ডেস্ক: ভিনরাজ্যে বাঙালি ‘হেনস্তা’ রুখতে হেল্পলাইন রাজ্য পুলিশের। এক্স হ্যান্ডেলে এই তথ্য নিশ্চিত করেছে খোদ রাজ্য পুলিশের আধিকারিক ।
বলা বাহুল্য, ভিনরাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে বহু পরিযায়ী শ্রমিককে। বিশেষ করে যারা বাংলা কথা বলে। বিভিন্ন নথি দেখিয়েও মিলছে না রেহাই। জোর করে জেলে পুরে দেওয়া হচ্ছে তো একেবারে বাংলাদেশী তকমা দিয়ে জলিল করা হচ্ছে। এখানেই ক্ষান্ত নয়, এমনকি, বাংলাদেশে পর্যন্ত পাঠিয়ে দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট বিষয়ে প্রথম থেকেই সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের জন্য হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য পুলিশ। নিপীড়িত’ বাঙালিদের পাশে দাঁড়াতে হেল্পলাইন চালু করল রাজ্য পুলিশ। শুক্রবার এক্স হ্যান্ডেলে সেকথা জানানো হয়েছে।
* হেল্পলাইন নম্বরটি হল – ৯১৪৭৭২৭৬৬৬ *
তবে আক্রান্তরা কিংবা আক্রান্তদের পরিবারের লোকজনেরা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। সংশ্লিষ্ট নম্বরটিতে নাম, ঠিকানা-সহ হোয়াটসঅ্যাপ করা যাবে। ওই অভিযোগ খতিয়ে দেখবে রাজ্য পুলিশ। তারপর পরিস্থিতি বুঝে ব্যবস্থা গ্রহণ করা হবে।