০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

দুর্নীতি, অশান্তি, অনুন্নয়নকে লাল কার্ড দেখিয়েছি আমরা: মোদি

ইমামা খাতুন
  • আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, রবিবার
  • / 67

পুবের কলম ওয়েব ডেস্কঃ ফুটবল বিশ্বকাপের ফাইনালের দিন মোদির গলায় লাল কার্ডের কথা। শিলংয়ে এক জনসভায় বিজেপির উন্নয়নের খতিয়ান তুলে ধরতে গিয়ে কাতারের ফুটবল বিশ্বকাপের কথা উঠে এল তার ভাষণে। বললেন, সেখানে চলছে ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতা। আর উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে চলছে বিজেপির উন্নয়নের প্রতিযোগিতা। স্পোর্টসম্যানশিপ স্পিরিটের বিরুদ্ধে কেউ খেললে তাকে লাল কার্ড দেখানো হয়। তেমনিভাবে উত্তর-পূর্বে গত ৮ বছরে অনুন্নয়ন, অশান্তি, দুর্নীতি, রাজনৈতিক স্বজনপোষণকে লাল কার্ড দেখিয়েছে তার সরকার। রবিবার শিলংয়ের ফুটবল গ্রাউন্ডের জনসভায় এভাবেই মেজাজি ফর্মে ছিলেন মোদি। এখানে দেশের প্রথম ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। কাতার বিশ্বকাপের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, এখন ভারতবাসী অন্য দেশের হয়ে গলা ফাটাচ্ছে। তবে ভারতও খেলাতে উন্নতি করবে এবং একদিন বিশ্বকাপের আয়োজন করবে। তার ভাষায়, সেই দিন আর বেশি দূরে নেই যেদিন আমরাও এ ধরনের আন্তর্জাতিক আয়োজন করব। ভারতের তেরঙ্গা উড়বে উঁচুতে। আর নিজেদের দলের সমর্থনে উল্লাস করব আমরা।

শিলংয়ে এদিন উত্তর-পূর্বাঞ্চলীয় পরিষদের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিষদের এক সরকারি বৈঠকে ভাষণও দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তথা পরিষদের চেয়ারম্যান অমিত শাহ। এদিন পরিষদের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর-পূর্বাঞ্চলীয় উন্নয়ন দফতরের কেন্দ্রীয় মন্ত্রী, উত্তর-পূর্ব রাজ্যগুলির রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীরা এবং সংশ্লিষ্ট অঞ্চল থেকে নির্বাচিত কেন্দ্রীয় মন্ত্রীরা।

 প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৭১ সালে সংসদের এক বিশেষ আইনের আওতায় উত্তর-পূর্বাঞ্চলীয় পরিষদ গঠন করা হয়। আনুষ্ঠানিকভাবে এর সূচনা ঘটে ১৯৭২-এর ৭ নভেম্বর। এ বছর নভেম্বর মাসে উত্তর-পূর্বাঞ্চলীয় পরিষদের ৫০ বছর পূর্তি হয়েছে। এদিন উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে  শিলং-এর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, উত্তর-পূর্বাঞ্চলীয় পরিষদ এবং মেঘালয়ের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি। মেঘালয়ের ৪জি টাওয়ারগুলিকে তিনি  জাতির উদ্দেশে উৎসর্গ করেন।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দুর্নীতি, অশান্তি, অনুন্নয়নকে লাল কার্ড দেখিয়েছি আমরা: মোদি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ ফুটবল বিশ্বকাপের ফাইনালের দিন মোদির গলায় লাল কার্ডের কথা। শিলংয়ে এক জনসভায় বিজেপির উন্নয়নের খতিয়ান তুলে ধরতে গিয়ে কাতারের ফুটবল বিশ্বকাপের কথা উঠে এল তার ভাষণে। বললেন, সেখানে চলছে ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতা। আর উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে চলছে বিজেপির উন্নয়নের প্রতিযোগিতা। স্পোর্টসম্যানশিপ স্পিরিটের বিরুদ্ধে কেউ খেললে তাকে লাল কার্ড দেখানো হয়। তেমনিভাবে উত্তর-পূর্বে গত ৮ বছরে অনুন্নয়ন, অশান্তি, দুর্নীতি, রাজনৈতিক স্বজনপোষণকে লাল কার্ড দেখিয়েছে তার সরকার। রবিবার শিলংয়ের ফুটবল গ্রাউন্ডের জনসভায় এভাবেই মেজাজি ফর্মে ছিলেন মোদি। এখানে দেশের প্রথম ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। কাতার বিশ্বকাপের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, এখন ভারতবাসী অন্য দেশের হয়ে গলা ফাটাচ্ছে। তবে ভারতও খেলাতে উন্নতি করবে এবং একদিন বিশ্বকাপের আয়োজন করবে। তার ভাষায়, সেই দিন আর বেশি দূরে নেই যেদিন আমরাও এ ধরনের আন্তর্জাতিক আয়োজন করব। ভারতের তেরঙ্গা উড়বে উঁচুতে। আর নিজেদের দলের সমর্থনে উল্লাস করব আমরা।

শিলংয়ে এদিন উত্তর-পূর্বাঞ্চলীয় পরিষদের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিষদের এক সরকারি বৈঠকে ভাষণও দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তথা পরিষদের চেয়ারম্যান অমিত শাহ। এদিন পরিষদের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর-পূর্বাঞ্চলীয় উন্নয়ন দফতরের কেন্দ্রীয় মন্ত্রী, উত্তর-পূর্ব রাজ্যগুলির রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীরা এবং সংশ্লিষ্ট অঞ্চল থেকে নির্বাচিত কেন্দ্রীয় মন্ত্রীরা।

 প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৭১ সালে সংসদের এক বিশেষ আইনের আওতায় উত্তর-পূর্বাঞ্চলীয় পরিষদ গঠন করা হয়। আনুষ্ঠানিকভাবে এর সূচনা ঘটে ১৯৭২-এর ৭ নভেম্বর। এ বছর নভেম্বর মাসে উত্তর-পূর্বাঞ্চলীয় পরিষদের ৫০ বছর পূর্তি হয়েছে। এদিন উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে  শিলং-এর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, উত্তর-পূর্বাঞ্চলীয় পরিষদ এবং মেঘালয়ের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি। মেঘালয়ের ৪জি টাওয়ারগুলিকে তিনি  জাতির উদ্দেশে উৎসর্গ করেন।