পুবের কলম, ওয়েবডেস্ক: দুবের জীবন কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ‘ইউপি ৭৭’ শিরোনামের ওয়েব সিরিজ। এবার সেই ওয়েব সিরিজের মুক্তি আটকাতে আদালতের দারস্থ হলেন কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবের স্ত্রী রিচা দুবে। ইতিমধ্যে দিল্লি হাইকোর্টে পিটিশন দাখিল করেছেন তিনি। জানা গিয়েছে, ওয়েব সিরিজটি ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। সেই মুক্তি বন্ধ সংক্রান্ত আবেদন মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তুষার রাও গেদেলার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চের সামনে উত্থাপন করা হয়।
আবেদনকারীর আইনজীবী মামলাটি দ্রুত তালিকাভুক্ত করতে আবেদন জানান। এদিন আদালত আবেদনটির জরুরি তালিকাভুক্তির অনুমতি দেয়। দ্রুত মামলাটির শুনানি করা হয়। বিচারপতি শচীন দত্ত এই মামলার শুনানি করেন। কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং প্রসার ভারতী কর্তৃক চালু করা ওভার-দ্য-টপ প্ল্যাটফর্ম ‘ওয়েভস’-কে নোটিশ জারি করে দিল্লি আদালত। বিচারপতি বলেন, আগামীকাল ফের এই মামলার শুনানি করবেন তিনি।
এদিকে আদালতে দাখিল করা পিটিশনে রিচা দুবে যুক্তি দিয়েছেন, ওয়েব সিরিজে “অননুমোদিত জীবনীমূলক চিত্র, চাঞ্চল্যকর ব্যক্তিগত ঘটনা এবং ব্যক্তিজীবন নিয়ে নির্মিত হয়েছে। যা গোপনীয়তা, মর্যাদা এবং সুনামের উপর গুরুতর আক্রমণ। আশঙ্কা করছেন ছবিটি স্থায়ীভাবে তার মর্যাদা ক্ষুণ্ন করবে। তার ছেলেদের জনসমক্ষে হেনস্থা ও উপহাসের শিকার হতে হবে। সামাজিক মর্যাদাকে বিপন্ন করবে।” রিচা দুবে বলেন, সিরিজটি তার পরিবারের ব্যক্তিগত জীবনে অনুপ্রবেশ করবে এবং সংবিধানের অনুচ্ছেদ ২১-এর অধীনে তাদের অধিকার লঙ্ঘন করবে।
উল্লেখ্য, ৬৪টি মামলার আসামীকে ধরতে গিয়ে গুলিতে ঝাঁজরা হয়ে গিয়েছিল যোগী রাজ্যের আট পুলিশ কর্মী। এরপর থেকে হন্যে হয়ে তাকে খুঁজছিল পুলিশ। শেষপর্যন্ত মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দির থেকে গ্রেপ্তার হয় ডন বিকাশ দুবে। কিন্তু কানপুর এসে পৌঁছয়নি সে। তার আগেই পুলিশের গাড়ির দুর্ঘটনার সুয়োগ নিয়ে পালানোর চেষ্টা করে বিকাশ। আটকাতে গেলে পুলিশ কর্মীদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে সে। ২০২০ সালে পুলিশি এনকাউন্টারে খতম করা হয় দুবেকে।





























