তাপপ্রবাহ দিয়েই বর্ষবরণ
ইমামা খাতুন
- আপডেট :
৬ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার
- / 15
REPRESENTATIVE IMAGE
পুবের কলম প্রতিবেদক: তাপপ্রবাহ দিয়েই হতে চলেছে বর্ষবরণ। চৈত্র শেষে প্রবল গরমের আশঙ্কা। ৪০ ডিগ্রি ছাড়াতে পারে কলকাতার তাপমাত্রা। রাজ্য জুড়ে বিরাজ করবে শুষ্ক আবহাওয়া। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতিবার কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৩৬ থেকে ৮৪ শতাংশ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আগামী তিন দিনে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। শুধু কলকাতা নয়, এমন পূর্বাভাস দমদম, হাওড়া-সহ কলকাতা লাগোয়া যে সমস্ত এলাকা, সেখানেও এমনই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। জলীয় বাষ্প থাকায় কোথাও কোথাও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। পশ্চিমের জেলা সহ অনেক জেলাতেই শুষ্ক গরম অনুভূত হবে। আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনও জেলায়। অন্যদিকে, উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা ও দুই দিনাজপুরে মূলত পরিষ্কার আকাশ, শুষ্ক আবহাওয়া থাকবে।