১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সিমেন্টের স্ল্যাব সরাতেই হাইড্রেন থেকে বের হল মৃতদেহ, চাঞ্চল্য হাওড়ায়

আইভি আদক, হাওড়া: সিমেন্টের স্ল্যাব সরাতেই হাইড্রেন থেকে বেরিয়ে এল মৃতদেহ। বেলুড়ের গিরিশ ঘোষ রোডে চাঞ্চল্য। হোলির আগে এটি কোনও খুনের ঘটনা কিনা তদন্তে পুলিশ।

হাওড়ার বেলুড়ের গিরিশ ঘোষ রোডে ঢাকা নর্দমার ভিতর থেকে মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল।

আরও পড়ুন: The Wire: নিষেধাজ্ঞা প্রত্যাহার, অ্যাকাউন্ট ফিরে পেল ‘দ্য ওয়্যার’

সোমবার সকালে পুরসভার লোকেরা নর্দমা পরিষ্কারের সময় প্রথমে নর্দমা থেকে একটি পা বেরিয়ে থাকতে দেখেন। আর এতেই রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। এরপর ছুটে আসে বেলুড় থানার পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা। নর্দমার উপরের ভারী সিমেন্টের স্ল্যাব সরানো হয়। দেখা যায় পূর্ণাঙ্গ মানুষের মৃতদেহ।

আরও পড়ুন: সাঁইথিয়ায় বয়স্ক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

অন্ততপক্ষে দু থেকে তিন দিন দেহটি ওখানে পড়েছিল বলেই প্রাথমিকভাবে অনুমান। পুরো দেহেই পচন ধরেছে। পাথরের তলায় চাপা থাকায় গন্ধ বেরোয়নি। আজ ড্রেন পরিষ্কার করতে গিয়েই দেখা যায় দেহটি। এখনও পর্যন্ত দেহ সনাক্ত করা যায়নি। তবে দেহটি ওইখানে কিভাবে গেল, কেউ বা কারা ওই ব্যক্তিকে মেরে ড্রেনের মধ্যে ফেলে দিয়েছিল কিনা সেটাই খতিয়ে দেখছে পুলিশ। তবে ওই পাথরের স্ল্যাবের নিচে দেহটি পড়ে থাকা নিয়ে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে কোনওরকমভাবে হয়তো তাঁকে মেরে দেহ লোপাট করার জন্যই ওর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ঘটনার তদন্ত করছে বেলুড় থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: কিডনি থেকে সবচেয়ে বড় পাথর অপসারণ করে বিশ্ব রেকর্ড

সর্বধিক পাঠিত

দুর্নীতি দমন আইন নিয়ে সুপ্রিম কোর্টের বিভক্ত মত; মামলা যাবে বৃহত্তর বেঞ্চে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সিমেন্টের স্ল্যাব সরাতেই হাইড্রেন থেকে বের হল মৃতদেহ, চাঞ্চল্য হাওড়ায়

আপডেট : ৬ মার্চ ২০২৩, সোমবার

আইভি আদক, হাওড়া: সিমেন্টের স্ল্যাব সরাতেই হাইড্রেন থেকে বেরিয়ে এল মৃতদেহ। বেলুড়ের গিরিশ ঘোষ রোডে চাঞ্চল্য। হোলির আগে এটি কোনও খুনের ঘটনা কিনা তদন্তে পুলিশ।

হাওড়ার বেলুড়ের গিরিশ ঘোষ রোডে ঢাকা নর্দমার ভিতর থেকে মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল।

আরও পড়ুন: The Wire: নিষেধাজ্ঞা প্রত্যাহার, অ্যাকাউন্ট ফিরে পেল ‘দ্য ওয়্যার’

সোমবার সকালে পুরসভার লোকেরা নর্দমা পরিষ্কারের সময় প্রথমে নর্দমা থেকে একটি পা বেরিয়ে থাকতে দেখেন। আর এতেই রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। এরপর ছুটে আসে বেলুড় থানার পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা। নর্দমার উপরের ভারী সিমেন্টের স্ল্যাব সরানো হয়। দেখা যায় পূর্ণাঙ্গ মানুষের মৃতদেহ।

আরও পড়ুন: সাঁইথিয়ায় বয়স্ক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

অন্ততপক্ষে দু থেকে তিন দিন দেহটি ওখানে পড়েছিল বলেই প্রাথমিকভাবে অনুমান। পুরো দেহেই পচন ধরেছে। পাথরের তলায় চাপা থাকায় গন্ধ বেরোয়নি। আজ ড্রেন পরিষ্কার করতে গিয়েই দেখা যায় দেহটি। এখনও পর্যন্ত দেহ সনাক্ত করা যায়নি। তবে দেহটি ওইখানে কিভাবে গেল, কেউ বা কারা ওই ব্যক্তিকে মেরে ড্রেনের মধ্যে ফেলে দিয়েছিল কিনা সেটাই খতিয়ে দেখছে পুলিশ। তবে ওই পাথরের স্ল্যাবের নিচে দেহটি পড়ে থাকা নিয়ে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে কোনওরকমভাবে হয়তো তাঁকে মেরে দেহ লোপাট করার জন্যই ওর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ঘটনার তদন্ত করছে বেলুড় থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: কিডনি থেকে সবচেয়ে বড় পাথর অপসারণ করে বিশ্ব রেকর্ড