পুবের কলম ওয়েবডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তির আহ্বান উপেক্ষা করে গাজায় ভয়াবহ বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। শনিবারের ধারাবাহিক হামলায় অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, নিহতদের মধ্যে রয়েছে কয়েকটি শিশু।
গাজার তুফফাহ এলাকায় একটি আবাসিক ভবনে হামলায় ১৮ জন নিহত হয়, আর গাজা সিটির বিভিন্ন স্থানে প্রাণ হারান অন্তত ৪৫ জন। দক্ষিণাঞ্চলের আল-মাওয়াসি এলাকায়, যেটিকে ইসরাইল তথাকথিত ‘নিরাপদ অঞ্চল’ বলে দাবি করে, সেখানেও হামলায় দুই শিশু নিহত হয়েছে।
ট্রাম্প গতকাল হামাসকে দ্রুত জিম্মিদের মুক্তি দিতে এবং যুদ্ধবিরতির আলোচনা শেষ করার আহ্বান জানিয়ে সতর্ক করেন, “দেরি বা ব্যর্থতা মেনে নেওয়া হবে না।” তাঁর ২০ দফা শান্তি পরিকল্পনার কিছু অংশ হামাস মেনে নিলেও ইসরায়েল তা অগ্রাহ্য করছে।মিশরে আগামী সোমবার ইসরায়েল ও হামাসের প্রতিনিধিদের মধ্যে নতুন করে আলোচনার কথা রয়েছে, তবে মাঠে যুদ্ধবিরতির কোনো লক্ষণই এখনো দেখা যাচ্ছে না।



























