২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নিছকই আত্মহত্যা নাকি অন্য কোন কারন, ক্রমশ ঘনীভূত হচ্ছে বিদিশা মৃত্যু রহস্য

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৬ মে ২০২২, বৃহস্পতিবার
  • / 70

পুবের কলম ওয়েবডেস্কঃ মাঝে মাত্র ১০ দিন। পল্লবীর পর এবার বিদিশা দে মজুমদারের মৃত্যু নিয়ে দানা বাঁধতে শুরু করেছে রহস্য। জন্ম দিচ্ছে নানা জল্পনার।

জানা যাচ্ছে নিজের অন্তিম আর্তনাদ যাতে বাইরে না আসে তার জন্য মুখের ভিতর ঢোকানো ছিল কাপড়। এর ফলে তাঁর জিভ বেরিয়ে এসেছিল কিনা তাও বোঝার উপায় নেই।

আরও পড়ুন: ২০ হাজার বছর আগের গুহাচিত্রের সাঙ্কেতিক ভাষার রহস্য উন্মোচন লন্ডনের আসবাব সংরক্ষকের গবেষণায়

রহস্য ঘনাচ্ছে বিদিশার সুইসাইড নোট নিয়েও। একদল বন্ধুর কথায় ঠিকমত কাজ পাচ্ছিলেন তাই নিয়ে ছিল গভীর অবসাদ। সাথ দিচ্ছিল না  শরীরও। ছিল লো প্রেসার, ঋতুস্রাবের সমস্যা। কিন্তু মাত্র ২১ এর একজন ঝকঝকে তরুণী কেন নিজেকে এইভাবে শেষ করে দেবেন। সবে তো কেরিয়ায়ের শুরু। নাকি নিছকই সম্পর্কের টানাপোড়েনেই মাত্র ২১শেই নিজেকে শেষ করে দিলেন। কারণ সতীর্থরা বলছেন বিদিশার কাজের অভাব ছিলনা।উল্লেখ্য নাগেরবাজারের রামগড় কলোনির  নিজের  ফ্ল্যাট থেকেই উদ্ধার হয় ২১ বছর বয়সী  এই  মডেল ও অভিনেত্রীর দেহ।

আরও পড়ুন: ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার,মৃত্যু ঘিরে রহস্য  

 

আরও পড়ুন: যে ফুলেরা ঝরে গেল অকালেই! পড়ে থাকল শুধুই রহস্য

 

 

অভিনেত্রী পল্লবী দে’র  মৃত্যুর পর তিনিই লিখেছেন ‘মানে, কী এ সব! মেনে নিতে পারলাম না’। এখনও ফেসবুকে জ্বলজ্বল করছে তাঁর সেই পোস্ট। কিন্তু এবার পল্লবীর মতোই নিজেও চলে গেলেন না ফেরার দেশে। টেলি-অভিনেত্রী পল্লবী দে মৃত্যুরহস্যের ক্ষত শুকোতে না  শুকোতেই এবার আরেক টেলি-অভিনেত্রী বিদিশা দে মজুমদারের দেহ উদ্ধার হল নাগেরবাজারে। ইতিমধ্যেই বিদিশার দেহ ময়নাতদন্তের জন্য সাগর দত্ত মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিছকই আত্মহত্যা নাকি অন্য কোন কারন, ক্রমশ ঘনীভূত হচ্ছে বিদিশা মৃত্যু রহস্য

আপডেট : ২৬ মে ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ মাঝে মাত্র ১০ দিন। পল্লবীর পর এবার বিদিশা দে মজুমদারের মৃত্যু নিয়ে দানা বাঁধতে শুরু করেছে রহস্য। জন্ম দিচ্ছে নানা জল্পনার।

জানা যাচ্ছে নিজের অন্তিম আর্তনাদ যাতে বাইরে না আসে তার জন্য মুখের ভিতর ঢোকানো ছিল কাপড়। এর ফলে তাঁর জিভ বেরিয়ে এসেছিল কিনা তাও বোঝার উপায় নেই।

আরও পড়ুন: ২০ হাজার বছর আগের গুহাচিত্রের সাঙ্কেতিক ভাষার রহস্য উন্মোচন লন্ডনের আসবাব সংরক্ষকের গবেষণায়

রহস্য ঘনাচ্ছে বিদিশার সুইসাইড নোট নিয়েও। একদল বন্ধুর কথায় ঠিকমত কাজ পাচ্ছিলেন তাই নিয়ে ছিল গভীর অবসাদ। সাথ দিচ্ছিল না  শরীরও। ছিল লো প্রেসার, ঋতুস্রাবের সমস্যা। কিন্তু মাত্র ২১ এর একজন ঝকঝকে তরুণী কেন নিজেকে এইভাবে শেষ করে দেবেন। সবে তো কেরিয়ায়ের শুরু। নাকি নিছকই সম্পর্কের টানাপোড়েনেই মাত্র ২১শেই নিজেকে শেষ করে দিলেন। কারণ সতীর্থরা বলছেন বিদিশার কাজের অভাব ছিলনা।উল্লেখ্য নাগেরবাজারের রামগড় কলোনির  নিজের  ফ্ল্যাট থেকেই উদ্ধার হয় ২১ বছর বয়সী  এই  মডেল ও অভিনেত্রীর দেহ।

আরও পড়ুন: ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার,মৃত্যু ঘিরে রহস্য  

 

আরও পড়ুন: যে ফুলেরা ঝরে গেল অকালেই! পড়ে থাকল শুধুই রহস্য

 

 

অভিনেত্রী পল্লবী দে’র  মৃত্যুর পর তিনিই লিখেছেন ‘মানে, কী এ সব! মেনে নিতে পারলাম না’। এখনও ফেসবুকে জ্বলজ্বল করছে তাঁর সেই পোস্ট। কিন্তু এবার পল্লবীর মতোই নিজেও চলে গেলেন না ফেরার দেশে। টেলি-অভিনেত্রী পল্লবী দে মৃত্যুরহস্যের ক্ষত শুকোতে না  শুকোতেই এবার আরেক টেলি-অভিনেত্রী বিদিশা দে মজুমদারের দেহ উদ্ধার হল নাগেরবাজারে। ইতিমধ্যেই বিদিশার দেহ ময়নাতদন্তের জন্য সাগর দত্ত মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।