০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শ্বেতাঙ্গ আধিপত্যবাদ বিষাক্ত­ – জো বাইডেন

ইমামা খাতুন
  • আপডেট : ১৮ মে ২০২২, বুধবার
  • / 62

পুবের কলম ওয়েবডেস্কঃ শ্বেতাঙ্গ আধিপত্যবাদের তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিউ ইয়র্কের বাফেলোয় ১০ কৃষ্ণাঙ্গকে হত্যার ঘটনায় শোক প্রকাশের সময় তিনি বলেন, ‘এখানে যা ঘটেছে তা সহজ এবং সোজা। সন্ত্রাসবাদ, সন্ত্রাসবাদ ও অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ।’ বাফেলোর আফ্রিকান-আমেরিকান অধ্যুষিত এলাকায় সেমি অটোমেটিক অস্ত্র নিয়ে হামলার দায়ে অভিযুক্ত হয়েছে ১৮ বছরের শ্বেতাঙ্গ তরুণ পেটন গেন্ড্রন। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে. সে ‘উগ্রপন্থা ও কৃষ্ণাঙ্গ বিদ্বেষ’ থেকেই এই সহিংস কাজ করেছে। শনিবার বাফেলোর টপস ফ্রেন্ডলি মার্কেটে ১৩ জনের ওপর গুলি চালায় সে। এখন ফার্স্ট-ডিগ্রি হত্যাকাণ্ডে অভিযুক্ত হয়ে বিনা জামিনে কারাগারে রয়েছে সে। হামলাকারী নিজের দোষ এখনও স্বীকার করেনি। বাফেলো সফরে গিয়ে আক্রান্তদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট বাইডেন। বলেন, ‘শ্বেতাঙ্গ আধিপত্যবাদ এক ধরনের বিষ। এটা সত্যি যে আমাদের রাজনীতির মধ্যেও তা বয়ে চলেছে।’ তিনি বলেন, ‘আমাদের যতটা সম্ভব স্পষ্ট এবং জোর দিয়ে বলা প্রয়োজন যে আমেরিকায় শ্বেতাঙ্গ আধিপত্যবাদী মতাদর্শের কোনও স্থান নেই।’ বাইডেনের মতে, আমেরিকা হল এক বৈচিত্র্যময় দেশ এবং এখানে সব জাতি ও ধর্মের মানুষের স্থান রয়েছে। মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এবং বাইডেন প্রশাসনের অন্য কর্মকর্তারাও বলছেন, শ্বেতাঙ্গ আধিপত্যবাদী সহিংসতা মোকাবিলা করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমেরিকার। তদন্তকারীরা জানিয়েছেন তারা অভিযুক্ত গেন্ড্রনের অনলাইন পোস্ট খতিয়ে দেখছেন। এর মধ্যে রয়েছে ১৮০ পাতার এক ইশতেহার। হামলাকারীর এই ইশতেহারে ‘গ্রেট রিপ্লেসমেন্ট’ ষড়যন্ত্র তত্ত্বের কথা বলা হয়েছে।

আরও পড়ুন: ক্যানসার আক্রান্ত জো বাইডেন

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শ্বেতাঙ্গ আধিপত্যবাদ বিষাক্ত­ – জো বাইডেন

আপডেট : ১৮ মে ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ শ্বেতাঙ্গ আধিপত্যবাদের তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিউ ইয়র্কের বাফেলোয় ১০ কৃষ্ণাঙ্গকে হত্যার ঘটনায় শোক প্রকাশের সময় তিনি বলেন, ‘এখানে যা ঘটেছে তা সহজ এবং সোজা। সন্ত্রাসবাদ, সন্ত্রাসবাদ ও অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ।’ বাফেলোর আফ্রিকান-আমেরিকান অধ্যুষিত এলাকায় সেমি অটোমেটিক অস্ত্র নিয়ে হামলার দায়ে অভিযুক্ত হয়েছে ১৮ বছরের শ্বেতাঙ্গ তরুণ পেটন গেন্ড্রন। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে. সে ‘উগ্রপন্থা ও কৃষ্ণাঙ্গ বিদ্বেষ’ থেকেই এই সহিংস কাজ করেছে। শনিবার বাফেলোর টপস ফ্রেন্ডলি মার্কেটে ১৩ জনের ওপর গুলি চালায় সে। এখন ফার্স্ট-ডিগ্রি হত্যাকাণ্ডে অভিযুক্ত হয়ে বিনা জামিনে কারাগারে রয়েছে সে। হামলাকারী নিজের দোষ এখনও স্বীকার করেনি। বাফেলো সফরে গিয়ে আক্রান্তদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট বাইডেন। বলেন, ‘শ্বেতাঙ্গ আধিপত্যবাদ এক ধরনের বিষ। এটা সত্যি যে আমাদের রাজনীতির মধ্যেও তা বয়ে চলেছে।’ তিনি বলেন, ‘আমাদের যতটা সম্ভব স্পষ্ট এবং জোর দিয়ে বলা প্রয়োজন যে আমেরিকায় শ্বেতাঙ্গ আধিপত্যবাদী মতাদর্শের কোনও স্থান নেই।’ বাইডেনের মতে, আমেরিকা হল এক বৈচিত্র্যময় দেশ এবং এখানে সব জাতি ও ধর্মের মানুষের স্থান রয়েছে। মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এবং বাইডেন প্রশাসনের অন্য কর্মকর্তারাও বলছেন, শ্বেতাঙ্গ আধিপত্যবাদী সহিংসতা মোকাবিলা করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমেরিকার। তদন্তকারীরা জানিয়েছেন তারা অভিযুক্ত গেন্ড্রনের অনলাইন পোস্ট খতিয়ে দেখছেন। এর মধ্যে রয়েছে ১৮০ পাতার এক ইশতেহার। হামলাকারীর এই ইশতেহারে ‘গ্রেট রিপ্লেসমেন্ট’ ষড়যন্ত্র তত্ত্বের কথা বলা হয়েছে।

আরও পড়ুন: ক্যানসার আক্রান্ত জো বাইডেন