৩০ অগাস্ট ২০২৫, শনিবার, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্পকে ‘শান্তিতে নোবেল’ দিতে পাকিস্তানের প্রস্তাবকে স্বাগত জানাল হোয়াইট হাউস

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার
  • / 209

পুবের কলম ওয়েবডেস্ক: ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করার পাকিস্তানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে হোয়াইট হাউস। ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক সামরিক উত্তেজনা প্রশমনে ট্রাম্পের কূটনৈতিক হস্তক্ষেপের স্বীকৃতি স্বরূপ এই প্রস্তাব দিয়েছে ইসলামাবাদ।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ মঙ্গলবার জানিয়েছে, হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেন, “এই মনোনয়ন প্রেসিডেন্ট ট্রাম্পের দৃঢ় কূটনৈতিক পদক্ষেপের স্বীকৃতি, যা দক্ষিণ এশিয়ায় সম্ভাব্য পারমাণবিক সংঘাত রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের ৬ মে থেকে শুরু হওয়া সামরিক উত্তেজনার সময় ট্রাম্পের মধ্যস্থতাতেই ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি সম্ভব হয়। ইতোমধ্যেই নরওয়ের নোবেল কমিটির কাছে এই মনোনয়নের আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়েছে।

আরও পড়ুন: খালেদা জিয়াকে দেখতে ফিরোজায় ইসহাক দার

এর আগে, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা হ্রাসে মধ্যস্থতার জন্যও ট্রাম্পকে মনোনীত করেছিলেন মার্কিন কংগ্রেসের রিপাবলিকান সদস্য বাডি কার্টার।

আরও পড়ুন: Pakistan-Bangladesh Meeting: বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ৬ চুক্তি ও সমঝোতা স্মারক সই

নোবেল শান্তি পুরস্কার নিয়ে এর আগেও ট্রাম্প মন্তব্য করেছেন। একবার বলেন, “আমি যুদ্ধ থামিয়েছি, অথচ নোবেল শুধু লিবারেলদের জন্য—তাই ওরা আমাকে দেবে না।”

আরও পড়ুন: কাশ্মীর-সহ অন্যান্য অমীমাংসিত বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় প্রস্তুত পাকিস্তান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ট্রাম্পকে ‘শান্তিতে নোবেল’ দিতে পাকিস্তানের প্রস্তাবকে স্বাগত জানাল হোয়াইট হাউস

আপডেট : ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করার পাকিস্তানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে হোয়াইট হাউস। ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক সামরিক উত্তেজনা প্রশমনে ট্রাম্পের কূটনৈতিক হস্তক্ষেপের স্বীকৃতি স্বরূপ এই প্রস্তাব দিয়েছে ইসলামাবাদ।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ মঙ্গলবার জানিয়েছে, হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেন, “এই মনোনয়ন প্রেসিডেন্ট ট্রাম্পের দৃঢ় কূটনৈতিক পদক্ষেপের স্বীকৃতি, যা দক্ষিণ এশিয়ায় সম্ভাব্য পারমাণবিক সংঘাত রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের ৬ মে থেকে শুরু হওয়া সামরিক উত্তেজনার সময় ট্রাম্পের মধ্যস্থতাতেই ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি সম্ভব হয়। ইতোমধ্যেই নরওয়ের নোবেল কমিটির কাছে এই মনোনয়নের আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়েছে।

আরও পড়ুন: খালেদা জিয়াকে দেখতে ফিরোজায় ইসহাক দার

এর আগে, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা হ্রাসে মধ্যস্থতার জন্যও ট্রাম্পকে মনোনীত করেছিলেন মার্কিন কংগ্রেসের রিপাবলিকান সদস্য বাডি কার্টার।

আরও পড়ুন: Pakistan-Bangladesh Meeting: বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ৬ চুক্তি ও সমঝোতা স্মারক সই

নোবেল শান্তি পুরস্কার নিয়ে এর আগেও ট্রাম্প মন্তব্য করেছেন। একবার বলেন, “আমি যুদ্ধ থামিয়েছি, অথচ নোবেল শুধু লিবারেলদের জন্য—তাই ওরা আমাকে দেবে না।”

আরও পড়ুন: কাশ্মীর-সহ অন্যান্য অমীমাংসিত বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় প্রস্তুত পাকিস্তান