১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কে প্রশান্ত কিশোর? তীব্র কটাক্ষ ছুঁড়ে দিলেন তেজস্বী

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৮ মে ২০২২, রবিবার
  • / 71

 

পুবের কলম ওয়েবডেস্কঃ কে প্রশান্ত কিশোর? তীব্র কটাক্ষ ছুঁড়ে দিলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ পুত্র তেজস্বী যাদব। ভোট কুশলি পিকে কিছুদিন আগেই জানিয়েছিলেন তিনি এবার নতুন রাজনৈতিক দল গড়তে চান। পাশাপাশি প্রশান্ত এটাও দাবি করেন বিগত ৩০ বছরে লালু এবং নীতীশ জামানায় বিহার কোন উন্নয়নের মুখ দেখেনি। এতেই বিস্তর চটেছেন লালুর জেষ্ঠপুত্র। তারপরই তেজস্বীর এহেন মন্তব্য।

আরও পড়ুন: বিহারে প্রতিটি পরিবারে সরকারি চাকরি, নির্বাচনের আগে বড় প্রতিশ্রুতি তেজস্বী যাদবের

 

আরও পড়ুন: RJD leader Tejashwi Yadav: মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট, লালু-পুত্র তেজস্বীর বিরুদ্ধে দায়ের মামলা

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করেন তেজস্বী। বলেন, “প্রশান্ত কিশোরের মন্তব্যের কোনো উত্তর দেওয়ার মানেই হয় না। ওটা ভিত্তিহীন মন্তব্য। তাঁর ঠিকঠিকানাও অজানা। তিনি কে? এখনও পর্যন্ত কোনো কিছুতেই তাঁর ভূমিকা নেই”।

আরও পড়ুন: ‘পল্টুরাম’ নীতীশ, ফের ভাঙবে নীতীশ-এনডিএ জোট, ভবিষৎবাণী প্রশান্ত কিশোরের

উল্লেখ্য, বিহারের মানুষের জন্য একটা নতুন ব্যবস্থা আনতে চান বলে ক’দিন আগেই জানান পিকে। ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন, এই কাজেই নিজেই উৎসর্গ করবেন তিনি। তবে এখনই নতুন দল ঘোষণা থেকে বিরত থাকছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব এবং বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উভয়ের শাসনেরই সমালোচনা করে পিকে বলেন, “ভালো কাটছে না বিহারের। আমি সেই সমস্ত মানুষকে একত্রিত করতে চাই, যাঁরা বিহারের পরিবর্তন চান”।

এনআরসি নিয়েও সরব হন তেজস্বী, সাফ জানান এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখবে রাষ্ট্রীয় জনতা দল। তা নিয়ে দ্বিমতের কোন জায়গা নেই। এটাই তাদের দলের ঘোষিত অবস্থান।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কে প্রশান্ত কিশোর? তীব্র কটাক্ষ ছুঁড়ে দিলেন তেজস্বী

আপডেট : ৮ মে ২০২২, রবিবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ কে প্রশান্ত কিশোর? তীব্র কটাক্ষ ছুঁড়ে দিলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ পুত্র তেজস্বী যাদব। ভোট কুশলি পিকে কিছুদিন আগেই জানিয়েছিলেন তিনি এবার নতুন রাজনৈতিক দল গড়তে চান। পাশাপাশি প্রশান্ত এটাও দাবি করেন বিগত ৩০ বছরে লালু এবং নীতীশ জামানায় বিহার কোন উন্নয়নের মুখ দেখেনি। এতেই বিস্তর চটেছেন লালুর জেষ্ঠপুত্র। তারপরই তেজস্বীর এহেন মন্তব্য।

আরও পড়ুন: বিহারে প্রতিটি পরিবারে সরকারি চাকরি, নির্বাচনের আগে বড় প্রতিশ্রুতি তেজস্বী যাদবের

 

আরও পড়ুন: RJD leader Tejashwi Yadav: মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট, লালু-পুত্র তেজস্বীর বিরুদ্ধে দায়ের মামলা

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করেন তেজস্বী। বলেন, “প্রশান্ত কিশোরের মন্তব্যের কোনো উত্তর দেওয়ার মানেই হয় না। ওটা ভিত্তিহীন মন্তব্য। তাঁর ঠিকঠিকানাও অজানা। তিনি কে? এখনও পর্যন্ত কোনো কিছুতেই তাঁর ভূমিকা নেই”।

আরও পড়ুন: ‘পল্টুরাম’ নীতীশ, ফের ভাঙবে নীতীশ-এনডিএ জোট, ভবিষৎবাণী প্রশান্ত কিশোরের

উল্লেখ্য, বিহারের মানুষের জন্য একটা নতুন ব্যবস্থা আনতে চান বলে ক’দিন আগেই জানান পিকে। ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন, এই কাজেই নিজেই উৎসর্গ করবেন তিনি। তবে এখনই নতুন দল ঘোষণা থেকে বিরত থাকছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব এবং বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উভয়ের শাসনেরই সমালোচনা করে পিকে বলেন, “ভালো কাটছে না বিহারের। আমি সেই সমস্ত মানুষকে একত্রিত করতে চাই, যাঁরা বিহারের পরিবর্তন চান”।

এনআরসি নিয়েও সরব হন তেজস্বী, সাফ জানান এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখবে রাষ্ট্রীয় জনতা দল। তা নিয়ে দ্বিমতের কোন জায়গা নেই। এটাই তাদের দলের ঘোষিত অবস্থান।