০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শিবসেনার দলীয় প্রতীক কার? জানাবে নির্বাচন কমিশন

পুবের কলম, ওয়েব ডেস্ক: কে আসল শিবসেনা ! এই নিয়ে দড়ি টানাটানি আগেই শুরু হয়েছে। দীর্ঘ বাদানুবাদের পর অবশেষে এই প্রশ্নের উত্তর পেতে চলেছে শিবসেনার নেতা-কর্মী সহ গোটা দেশ। আসন্ন আন্ধেরি পূর্ব বিধানসভা উপনির্বাচনে প্রার্থী দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছ থেকে শিবসেনার দলীয় প্রতিক দাবি করেছিল একনাথ শিন্ডে শিবির। তার পরিপ্রেক্ষিতে পূর্ব মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের মতামত জানতে চেয়েছে ইলেকশন কমিশন।

উদ্ভব ঠাকরে এখনও পর্যন্ত দলের প্রধান। তাছাড়া শিবসেনা দলের প্রতিষ্ঠাতা উদ্ভব ঠাকরের বাবা বাল ঠাকরে। সেই অনুযায়ী দলের রাশ থাকার কথা উদ্ভব শিবিরের হাতেই। একনাথ শিন্ডে ও তাঁর অনুগামীদের দল থেকে বের করে দেওয়া হবে কিনা এই নিয়ে আগে থেকেই মামলা চলছে আদালতে।এখন নির্বাচন কমিশন শিবসেনার দলীয় প্রতীকের অধিকার একনাথ শিন্ডে শিবিরকে না দিলে একথা স্পষ্ট হয়ে যাবে যে, আসল শিবসেনার রাশ এখনও উদ্ভবের হাতেই।  তাছাড়া একনাথ শিন্ডে শিবির পায়ের নিচের মাটি হারাবে। তাই নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে শিন্ডে শিবিরের ভবিষ্যত।

আরও পড়ুন: পাঁচ জেলায় সবচেয়ে বেশি নাম বাদ, তামিলনাড়ুতে ১২.৪৩ লক্ষ ভোটারকে শুনানির নোটিস কমিশনের

৮ অক্টোবর দুপুর ২ টোর মধ্যে উদ্ভব ঠাকরেকে উপযুক্ত নথি সহ নিজেদের মতামত জানাতে হবে। এই যাত্রায় বিজয়ী হতে আদা-জল খেয়ে মাঠে নেমেছে উদ্ভব ঠাকরে ও তার সমর্থকরা। সূত্রের খবর তাঁরা নিজেদের হলফনামায় দলের প্রায় ৫ লক্ষ কর্মীর সই সংগ্রহ করে তা জমা করেছেন। জানা গেছে উদ্ভব ঠাকরে নির্বাচন কমিশনকে এও বলেন যে, একনাথ শিন্ডে নিজে থেকে দলত্যাগ করেছেন। তিনি কখনওই শিবসেনাকে নিজের দল বলে দাবি করতে পারেন না। উল্লেখ্য, বিজেপির অপারেশন লোটাসের চাপে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন উদ্ভব ঠাকরে। অন্যদিকে বিজেপির ভরসার হাত কাঁধে নিয়ে মুখ্যমন্ত্রী হন একনাথ শিন্ডে।

আরও পড়ুন: ছাব্বিশে বিধানসভা নির্বাচন: বাংলায় ইভিএম চেকিংয়ে ৫ নোডাল অফিসার নিয়োগ করল কমিশন

আরও পড়ুন: বিএলওদের উপর আক্রমণ হলে দ্রুত এফআইআর করার নির্দেশ দিল কমিশন
সর্বধিক পাঠিত

‘জয় শ্রী রাম’ বলাতে চাপ, বিজেপির রাজ্যে নির্যাতনের শিকার কাশ্মীরি ব্যবসায়ীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শিবসেনার দলীয় প্রতীক কার? জানাবে নির্বাচন কমিশন

আপডেট : ৭ অক্টোবর ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: কে আসল শিবসেনা ! এই নিয়ে দড়ি টানাটানি আগেই শুরু হয়েছে। দীর্ঘ বাদানুবাদের পর অবশেষে এই প্রশ্নের উত্তর পেতে চলেছে শিবসেনার নেতা-কর্মী সহ গোটা দেশ। আসন্ন আন্ধেরি পূর্ব বিধানসভা উপনির্বাচনে প্রার্থী দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছ থেকে শিবসেনার দলীয় প্রতিক দাবি করেছিল একনাথ শিন্ডে শিবির। তার পরিপ্রেক্ষিতে পূর্ব মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের মতামত জানতে চেয়েছে ইলেকশন কমিশন।

উদ্ভব ঠাকরে এখনও পর্যন্ত দলের প্রধান। তাছাড়া শিবসেনা দলের প্রতিষ্ঠাতা উদ্ভব ঠাকরের বাবা বাল ঠাকরে। সেই অনুযায়ী দলের রাশ থাকার কথা উদ্ভব শিবিরের হাতেই। একনাথ শিন্ডে ও তাঁর অনুগামীদের দল থেকে বের করে দেওয়া হবে কিনা এই নিয়ে আগে থেকেই মামলা চলছে আদালতে।এখন নির্বাচন কমিশন শিবসেনার দলীয় প্রতীকের অধিকার একনাথ শিন্ডে শিবিরকে না দিলে একথা স্পষ্ট হয়ে যাবে যে, আসল শিবসেনার রাশ এখনও উদ্ভবের হাতেই।  তাছাড়া একনাথ শিন্ডে শিবির পায়ের নিচের মাটি হারাবে। তাই নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে শিন্ডে শিবিরের ভবিষ্যত।

আরও পড়ুন: পাঁচ জেলায় সবচেয়ে বেশি নাম বাদ, তামিলনাড়ুতে ১২.৪৩ লক্ষ ভোটারকে শুনানির নোটিস কমিশনের

৮ অক্টোবর দুপুর ২ টোর মধ্যে উদ্ভব ঠাকরেকে উপযুক্ত নথি সহ নিজেদের মতামত জানাতে হবে। এই যাত্রায় বিজয়ী হতে আদা-জল খেয়ে মাঠে নেমেছে উদ্ভব ঠাকরে ও তার সমর্থকরা। সূত্রের খবর তাঁরা নিজেদের হলফনামায় দলের প্রায় ৫ লক্ষ কর্মীর সই সংগ্রহ করে তা জমা করেছেন। জানা গেছে উদ্ভব ঠাকরে নির্বাচন কমিশনকে এও বলেন যে, একনাথ শিন্ডে নিজে থেকে দলত্যাগ করেছেন। তিনি কখনওই শিবসেনাকে নিজের দল বলে দাবি করতে পারেন না। উল্লেখ্য, বিজেপির অপারেশন লোটাসের চাপে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন উদ্ভব ঠাকরে। অন্যদিকে বিজেপির ভরসার হাত কাঁধে নিয়ে মুখ্যমন্ত্রী হন একনাথ শিন্ডে।

আরও পড়ুন: ছাব্বিশে বিধানসভা নির্বাচন: বাংলায় ইভিএম চেকিংয়ে ৫ নোডাল অফিসার নিয়োগ করল কমিশন

আরও পড়ুন: বিএলওদের উপর আক্রমণ হলে দ্রুত এফআইআর করার নির্দেশ দিল কমিশন