০৭ মে ২০২৫, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

১২ দিন ধরে চক্রাকারে কেন ঘুরছে ভেড়ার দল?

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ নভেম্বর ২০২২, শুক্রবার
  • / 15

পুবের কলম ওয়েব ডেস্কঃ চিনের উত্তরের মঙ্গোলিয়া প্রদেশে গত ১২ দিন ধরে টানা চক্রাকারে ঘুরে চলেছে শতাধিক ভেড়ার একটি দল। ভিডিয়োয় দেখা যায়, কয়েক ডজন ভেড়া একটি গোলাকার খোঁয়াড়ে ঘুরছে। কয়েকটি ভেড়া বৃত্তের বাইরে থেকে সেগুলো দেখছে। আবার অনেক ভেড়া বৃত্তের মাঝখানে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। খামারের মালিক মিসেস মিয়াও বলেন, গত ৪ নভেম্বর উদ্ভট এই ঘটনাটি শুরু হয়। তখন মাত্র কয়েকটা ভেড়া ঘুরতে শুরু করে। কিন্তু পরের দিনগুলোতে আরও কয়েক ডজন ভেড়া যোগ দেয়। মজার বিষয় হল, খামারটিতে রয়েছে ৩৪টি ভেড়ার খোঁয়াড়। শুধু ১৩ নম্বর খোঁয়াড়ে থাকা ভেড়াগুলো এমন অদ্ভুত আচরণ করছে। বৃত্তাকারে ভেড়ার ঘোরার ভিডিয়োটি ভাইরাল হয়েছে। কিন্তু কেন এমন অদ্ভুত আচরণ করছে এই ভেড়ার দল? অনেকে বলছেন, ভেড়াগুলো ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত। তবে এই যুক্তি অনেকেই গ্রহণ করেননি। তারা বলছেন, লিস্টিরিওসিসে আক্রান্ত ভেড়াসাধারণত প্রথম লক্ষণগুলো প্রকাশ হওয়ার ১৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে মারা যায়। অথচ ভিডিয়োতে থাকা ভেড়াগুলো ১২ দিন ধরে এ অবস্থায় রয়েছে। অবশ্য ব্রিটেনের হার্টপুরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যাট বেল এর যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিয়েছেন? তিনি জানান, ভিডিয়োয় থাকা ভেড়াগুলো ‘আবদ্ধতাভীতি’ থেকে তৈরি চাপের জন্য এমনটা করছে। আরও বলেন, ‘মনে হচ্ছে ভেড়ার দল দীর্ঘসময় ধরে একই স্থানে আছে এবং এর ফলে তারা হতাশা থেকে অদ্ভুত আচরণ শুরু করেছে। এটা ভালো নয়।’

আরও পড়ুন: উত্তরের জেলা থেকে কর্মী-সমর্থকরা আসতে শুরু করেছে সল্টলেক সেন্ট্রাল পার্কে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১২ দিন ধরে চক্রাকারে কেন ঘুরছে ভেড়ার দল?

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ চিনের উত্তরের মঙ্গোলিয়া প্রদেশে গত ১২ দিন ধরে টানা চক্রাকারে ঘুরে চলেছে শতাধিক ভেড়ার একটি দল। ভিডিয়োয় দেখা যায়, কয়েক ডজন ভেড়া একটি গোলাকার খোঁয়াড়ে ঘুরছে। কয়েকটি ভেড়া বৃত্তের বাইরে থেকে সেগুলো দেখছে। আবার অনেক ভেড়া বৃত্তের মাঝখানে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। খামারের মালিক মিসেস মিয়াও বলেন, গত ৪ নভেম্বর উদ্ভট এই ঘটনাটি শুরু হয়। তখন মাত্র কয়েকটা ভেড়া ঘুরতে শুরু করে। কিন্তু পরের দিনগুলোতে আরও কয়েক ডজন ভেড়া যোগ দেয়। মজার বিষয় হল, খামারটিতে রয়েছে ৩৪টি ভেড়ার খোঁয়াড়। শুধু ১৩ নম্বর খোঁয়াড়ে থাকা ভেড়াগুলো এমন অদ্ভুত আচরণ করছে। বৃত্তাকারে ভেড়ার ঘোরার ভিডিয়োটি ভাইরাল হয়েছে। কিন্তু কেন এমন অদ্ভুত আচরণ করছে এই ভেড়ার দল? অনেকে বলছেন, ভেড়াগুলো ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত। তবে এই যুক্তি অনেকেই গ্রহণ করেননি। তারা বলছেন, লিস্টিরিওসিসে আক্রান্ত ভেড়াসাধারণত প্রথম লক্ষণগুলো প্রকাশ হওয়ার ১৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে মারা যায়। অথচ ভিডিয়োতে থাকা ভেড়াগুলো ১২ দিন ধরে এ অবস্থায় রয়েছে। অবশ্য ব্রিটেনের হার্টপুরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যাট বেল এর যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিয়েছেন? তিনি জানান, ভিডিয়োয় থাকা ভেড়াগুলো ‘আবদ্ধতাভীতি’ থেকে তৈরি চাপের জন্য এমনটা করছে। আরও বলেন, ‘মনে হচ্ছে ভেড়ার দল দীর্ঘসময় ধরে একই স্থানে আছে এবং এর ফলে তারা হতাশা থেকে অদ্ভুত আচরণ শুরু করেছে। এটা ভালো নয়।’

আরও পড়ুন: উত্তরের জেলা থেকে কর্মী-সমর্থকরা আসতে শুরু করেছে সল্টলেক সেন্ট্রাল পার্কে