২৫ অক্টোবর ২০২৫, শনিবার, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জুকারবার্গের বিরুদ্ধে ভারতে কেন দায়ের হল এফআইআর?জানুন বিস্তারিত

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১ ডিসেম্বর ২০২১, বুধবার
  • / 69

পুবের কলম ওয়েবডেস্কঃ ফেসবুক কর্তা  মার্ক জুকারবার্গের বিরুদ্ধে দায়ের হল এফআইআর,তাও আবার ভারতে। উত্তরপ্রদেশে কনৌজ জেলার একটি আদালতে দায়ের হয়েছে জুকারবার্গ সহ ৫০ জনের বিরুদ্ধে। দায়ের করা হয়েছে এফআইআরও। অখিলেশ যাদবের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে অবমাননাকর পোস্ট করার বিরুদ্ধে দায়ের করা হয়েছে এই মামলা।

যদিও জুকারবার্গ কিন্তু সমাজবাদী পার্টির এই শীর্ষ নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোন অবমাননাকর পোস্ট করেননি। তবু সংস্থার শীর্ষ কর্তা হিসেবে তাঁর নামে দায়ের করা হয়েছে এফআইআর।

আরও পড়ুন: মুসলিম দোকানদারদের ‘গুলি’ করার হুমকি পদ্ম বিধায়কের

কনৌজ জেলার সরাহাতি গ্রামের অমিত কুমার এই মামলা দায়ের করেছেন। অমিতের দাবি সমাজবাদী পার্টি সুপ্রিমোর নামে দিনের পর দিন মানহানিকর পোস্ট করে চলা হচ্ছে।

আরও পড়ুন: ‘উর্দু পড়িয়ে বাচ্চাদের মৌলবি বানাতে চান’? বিধানসভায় সপা নেতাকে কদর্য আক্রমণ যোগীর

উল্লেখ্য ২০১৯ সালে লোকসভা নির্বাচনে  মায়াবতীর সঙ্গে জোট হয় অখিলেশের দলের। বহুজন সমাজ পার্টির সঙ্গে সমাজবাদী পার্টির এই গাঁটছড়া বাধার জন্য  নাম দেওয়া হয়  “বুয়া-বাবুয়া” জুটি। তা নিয়ে চলে ব্যপক প্রচারও।

আরও পড়ুন: ১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ফুলকপি! ন্যায্যমূল্য না পেয়ে ফসল নষ্ট করছেন যোগীরাজ্যের কৃষকরা

কিন্তু অখিলেশের সমর্থক এবং অনুরাগীদের দাবি শালীনতার মাত্রা ডিঙিয়ে গিয়ে চলছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট।

কনৌজ জেলার পুলিশ অধিকর্তারা জানিয়েছেন দায়ের করা অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে ৪৯ জনের বিরুদ্ধে তদন্ত। তবে মার্ক জুকারবার্গের নাম বাদ দিয়ে বাকি ৪৯ জনের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জুকারবার্গের বিরুদ্ধে ভারতে কেন দায়ের হল এফআইআর?জানুন বিস্তারিত

আপডেট : ১ ডিসেম্বর ২০২১, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ফেসবুক কর্তা  মার্ক জুকারবার্গের বিরুদ্ধে দায়ের হল এফআইআর,তাও আবার ভারতে। উত্তরপ্রদেশে কনৌজ জেলার একটি আদালতে দায়ের হয়েছে জুকারবার্গ সহ ৫০ জনের বিরুদ্ধে। দায়ের করা হয়েছে এফআইআরও। অখিলেশ যাদবের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে অবমাননাকর পোস্ট করার বিরুদ্ধে দায়ের করা হয়েছে এই মামলা।

যদিও জুকারবার্গ কিন্তু সমাজবাদী পার্টির এই শীর্ষ নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোন অবমাননাকর পোস্ট করেননি। তবু সংস্থার শীর্ষ কর্তা হিসেবে তাঁর নামে দায়ের করা হয়েছে এফআইআর।

আরও পড়ুন: মুসলিম দোকানদারদের ‘গুলি’ করার হুমকি পদ্ম বিধায়কের

কনৌজ জেলার সরাহাতি গ্রামের অমিত কুমার এই মামলা দায়ের করেছেন। অমিতের দাবি সমাজবাদী পার্টি সুপ্রিমোর নামে দিনের পর দিন মানহানিকর পোস্ট করে চলা হচ্ছে।

আরও পড়ুন: ‘উর্দু পড়িয়ে বাচ্চাদের মৌলবি বানাতে চান’? বিধানসভায় সপা নেতাকে কদর্য আক্রমণ যোগীর

উল্লেখ্য ২০১৯ সালে লোকসভা নির্বাচনে  মায়াবতীর সঙ্গে জোট হয় অখিলেশের দলের। বহুজন সমাজ পার্টির সঙ্গে সমাজবাদী পার্টির এই গাঁটছড়া বাধার জন্য  নাম দেওয়া হয়  “বুয়া-বাবুয়া” জুটি। তা নিয়ে চলে ব্যপক প্রচারও।

আরও পড়ুন: ১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ফুলকপি! ন্যায্যমূল্য না পেয়ে ফসল নষ্ট করছেন যোগীরাজ্যের কৃষকরা

কিন্তু অখিলেশের সমর্থক এবং অনুরাগীদের দাবি শালীনতার মাত্রা ডিঙিয়ে গিয়ে চলছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট।

কনৌজ জেলার পুলিশ অধিকর্তারা জানিয়েছেন দায়ের করা অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে ৪৯ জনের বিরুদ্ধে তদন্ত। তবে মার্ক জুকারবার্গের নাম বাদ দিয়ে বাকি ৪৯ জনের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত।