১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
ফের সোনম কাণ্ডের ছায়া, যোগী রাজ্যে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীর মুন্ডুচ্ছেদ করলেন স্ত্রী

কিবরিয়া আনসারি
- আপডেট : ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 173
পুবের কলম ওয়েবডেস্ক: প্রেমিককে সঙ্গে নিয়ে নৃশংসভাবে স্বামীকে খুন করে সংবাদ শিরোনামে উঠে আসেন মুসকান-সোনম। ফের সেই ঘটনার পুনারাবৃত্তি যোগী রাজ্যে। প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীর গলা কেটে খুন করলেন স্ত্রী। নৃশংসভাবে খুনের পর তথ্য লোপাট করতে দেহটিকে একটি ড্রেনে ফেলে দেয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কাঞ্চনখেদা গ্রামে। পুলিশ সূত্রে খবর, স্বামীকে গলা কেটে খুন করার পর দেহ থেকে মুন্ডুচ্ছেদ করা হয়। তথ্য লোপাট করতে মুন্ডুহীন দেহটিকে পরিত্যক্ত ড্রেনে ফেলে দেওয়া হয়।
বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, খুনের ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তল্লাশি চালিয়ে শিবা (২৪) এবং ফরমান ওরফে চুন্না (২৬) কে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের সময় উভয় অভিযুক্তই ইমরান (২৮) কে খুন করার কথা স্বীকার করেছে।