স্বামীর খোঁজে প্রশাসনের দ্বারে দ্বারে স্ত্রী

- আপডেট : ১৩ জুলাই ২০২৫, রবিবার
- / 175
কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং: হারিয়ে যাওয়া স্বামীর খোঁজ পেতে প্রসাশনের দ্বারস্থ স্ত্রী। দু’চোখে জল,যাকে সামনে পাচ্ছেন তাঁকেই একটি ছবি দেখিয়ে বলছেন আমার স্বামীকে কোথাও কি দেখেছেন?
ঘটনাস্থলে ক্যানিং হাসপাতাল সংলগ্ন পাড়া। সেখানেই বসবাস করতেন গোপাল মন্ডল। পেশায় ভ্যান চালক। দিন আনা দিন খাওয়া হত দরিদ্র পরিবার।ভালোবাসা করে বিয়ে করেছিলেন ক্যানিং হাইস্কুল পাড়ার লক্ষ্মী মন্ডল কে। দম্পতির দুই মেয়ে।দুই মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন অন্যত্র। দিব্যি চলছিলেন মন্ডল দম্পতি।
গত ২০১৯ সালে ৪ মার্চ খবরের কাগজ পড়ার জন্য বাড়ি থেকে ভোর বেলায় বেরিয়েছিলেন গোপাল। গিয়েছিলেন বাড়ি থেকে ঢিল ছোঁড়া দুরত্বে ক্যানিং ষ্টেশনে। আর ফিরে আসেননি। স্বামী বাড়িতে না ফেরায় চিন্তায় পড়েন লক্ষ্মী দেবী। বেলা বাড়তেই স্বামীর খোঁজে বেরিয়ে পড়েন। সমস্ত দিন খোঁজাখুঁজি করে না পেয়ে ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে আসেন। ক্যানিং থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন। পরবর্তী সময়ে আত্মীয়স্বজনের বাড়ি এবং বিভিন্ন এলাকায় স্বামীর খোঁজ করে বেড়িয়েছেন। খোঁজ মেলেনি। শেষ পর্যন্ত স্বামীর খোঁজ পেতে বিভিন্ন ওঝা-গুণীন,মন্দির,মাজার এ গিয়েছিলেন। হাজার হাজার টাকা ব্যয় করেছেন। কিন্তু কেউ কোথাও স্বামীর খোঁজ দিতে পারেনি লক্ষ্মী দেবীকে।বর্তমানে সুস্থ থাকলে স্বামীর খোঁজ করতে নিয়ম করে থানায় হাজীর হন লক্ষ্মীদেবী।এমনকি বিভিন্ন এলাকায়ও খোঁজ করেন। তবে এযাবত পুলিশ প্রশাসন কিংবা অন্যান্যরা তাঁর স্বামীর খোঁজ দিতে পারেন নি। অগত্যা হারিয়ে যাওয়া স্বামী যাতে ফিরে আসে সেই অপেক্ষায় অধীর আগ্রহে চাতকের মতো অপেক্ষায় রয়েছেন।
লক্ষ্মী দেবীর কথায়, ‘আমার স্বামী খুব ভালো মানুষ। একটু নেশা করতো। সেটা ভালোবাসা দিয়ে ছাড়িয়েছিলাম। আর কোন রকম খারাপ অভ্যাস ছিল না। ও বেঁচে আছে!একদিন ঠিক ফিরে আসবে।ভালোবাসা মিথ্যা হতে পারেনা। ভালোবাসা করে বিয়ে করার মর্যাদা অবশ্যই রাখবে।