নাগরিকত্বের প্রমাণ হিসাবে কি গণ্য হবে আধার! কি বলছে নির্বাচন কমিশন
- আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, রবিবার
- / 232
পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্যজুড়ে চলছে কমিশনের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর। এই আবহে প্রশ্ন উঠছে, আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে কি গণ্য করবে নির্বাচন কমিশন? এই প্রশ্নের উত্তর দিল খোদ নির্বাচন কমিশন। এদিন ইসিআই সাফ জানিয়েছে, শুধুমাত্র পরিচয়পত্র হিসাবে গণ্য করা হবে, নাগরিকত্বের প্রমাণ হিসাবে নয়।
নির্বাচন কমিশনের তরফে শীর্ষ আদালতে হলফনামা জমা দিয়ে বলা হয়েছে, “জনপ্রতিনিধিত্ব আইনের ২৩(৪) ধারায় এটি শুধুমাত্র পরিচয় প্রমাণ করতে ব্যবহার হবে। রেজিস্ট্রেশন অব ইলেকশন রুলের অধীনে ফর্ম-৬ এ জন্ম তারিখের প্রমাণ হিসাবে আধারের ব্যবহার ২০২৩ সালে ২২ অগস্ট ইউআইডিএআই (UIDAI)-র নির্দেশিকার সম্পূর্ণ বিপরীত। নির্বাচনী তালিকায় সংযোজন বা বাদ যাওয়ার প্রমাণ নয় আধার কার্ড। এটা শুধুমাত্র পরিচয়পত্র হিসাবে গণ্য করা হবে, নাগরিকত্বের প্রমাণ হিসাবে নয়।”
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল- পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, রাজস্থান, মধ্য প্রদেশ, গুজরাট, ছত্তীসগঢ়, উত্তর প্রদেশ, গোয়া, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পুদুচেরি, লাক্ষাদ্বীপে এসআইআর প্রক্রিয়া শুরু করার ঘোষণা করে নির্বাচন কমিশন। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে জোরকদমে চলছে এসআইআর-এর কাজ।
















































