১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
কলকাতায় শীতের আমেজ, লেন্সবন্দী পুবের কলম ডিজিটালের ক্যামেরায়
অর্পিতা লাহিড়ী
- আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, সোমবার
- / 78
পুবের কলম ওয়েবডেস্কঃ যতই হোক না সে ক্ষণিকের অতিথি,তবুও কলকাতার শীতকে নিয়ে রোমান্টিসিজমের কোন শেষ নেই।ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, ময়দানের নরম রোদে পিঠ দিয়ে বসে পিকনিকের আমেজে কমলালেবু, নলেনগুড়ের সন্দেশ। আলমারি থেকে ন্যাপথলিনের গন্ধ মাখা শীতের পোষাক বের করা।

শীতের কুয়াশামাখা ময়দানে ফুটবল
পা রদ পতন শুরু হয়ে গিয়েছে। সোমবার কলকাতার আলিপুরে রেকর্ড হয়েছে ১৫.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই পারদ পতন আরও একটু বেশি বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
শীতের ভোরে শুনশান রাজপথে আবছায়া গাড়ি
কলকাতায় এই শীতের আমেজকেই লেন্সবন্দী করলেন পুবের কলম ডিজিটালের চিত্র সাংবাদিক সন্দীপ সাহা