১ ডিসেম্বর শুরু সংসদের শীতকালীন অধিবেশন
- আপডেট : ৮ নভেম্বর ২০২৫, শনিবার
- / 55
পুবের কলম, ওয়েবডেস্ক: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতিতে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে ১ ডিসেম্বর, চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। শনিবার এক্স-এ পোস্ট করে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানান, তিনি আশা করছেন এই অধিবেশন হবে “গঠনমূলক ও গণতন্ত্র-সমৃদ্ধ”।
তবে মাত্র ১৯ দিনের অধিবেশন নিয়ে ক্ষুব্ধ বিরোধীরা। তাঁদের অভিযোগ, নরেন্দ্র মোদী সরকারের আমলে এটাই সবচেয়ে সংক্ষিপ্ত শীতকালীন অধিবেশন।
বিহার নির্বাচন-পরবর্তী সময়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই অধিবেশনে SIR বিতর্ক, ভুয়ো ভোটার ইস্যু, হরিয়ানা ও মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হতে পারে বিরোধীরা।
ধারণা করা হচ্ছে, এবার ১২৯তম ও ১৩০তম সংবিধান সংশোধনী বিল পেশ হতে পারে। বিশেষত ১৩০তম বিল অনুযায়ী, কোনও মন্ত্রী গুরুতর অভিযোগে ৩০ দিনের বেশি জেলে থাকলে পদত্যাগ করতে হবে,যা নিয়ে ইতিমধ্যেই বিরোধীদের আপত্তি রয়েছে।


















































