০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ডাক্তার হয়ে সমাজসেবা করার ইচ্ছে, স্বপ্নপূরণে সাহায্যের আর্জি মাসিদুলের আব্বার

ইমামা খাতুন
  • আপডেট : ৯ জুন ২০২২, বৃহস্পতিবার
  • / 143

পুবের কলম প্রতিবেদক: নিম্নবিত্ত পরিবারে জন্ম। ছোট থেকে পড়াশোনার প্রতি জেদ। মাধ্যমিকে ভালো রেজাল্টও করেছে মাসিদুল হোসেন গাজী। ৬৬২ নাম্বার পেয়েছে সে। ডাক্তার হয়ে সমাজসেবা করার ইচ্ছে তার। মাসিদুলের স্বপ্নপূরণে চিন্তিত তার আব্বা মোজাফফর গাজী। তিনি পেশায় ফেরিওয়ালা। কলকাতার অলিগলি ঘুরে পুরনো সামগ্রী ক্রয় করে তা বিক্রি করে কোনওমতে চলে তাঁদের সংসার।

 

আরও পড়ুন: সমাজসেবার জন্য সম্মানিত সংগীতশিল্পী অভিনেত্রী সুপর্ণা কুমার 

গরিব পরিবারে মানুষ হয়ে নিজের চেষ্টায় মাধ্যমিকে ভালো ফলাফল করার জন্য খুশি মাসিদুল হোসেনের পরিবার সহ এলাকার মানুষজন। উস্থি থানার দেউলা নাজরা গ্রামের বাসিন্দা মোজাফফর গাজী। একচিলতে টালির চালের মাটির বাড়িতে বসবাস৷ দিন আনে দিন খায়। কলকাতার অলিগলি ঘুরে দিনের শেষে যা রোজগার হয় তা সংসার খরচে চলে যায়। আগামীদিনে ছেলেকে লেখাপড়া শেখাবেন কীভাবে? মাধ্যমিকে ছেলের ভালো ফলাফলে খুশি হলেও তার স্বপ্নপূরণে রাতের ঘুম চলে গিয়েছে মোজাফফর গাজীর।

আরও পড়ুন: গান্ধি পরিবারের নির্দিষ্ট কোনও ধর্ম নেই: বিজেপি মন্ত্রী

 

আরও পড়ুন: অমুসলিম প্রতিবেশী অসুস্থ হলে কী করব?

জানা গিয়েছে, এলাকার এক সহৃদয় ব্যক্তি সানোয়ার মোকামী ও শহরের কয়েকজন পরিচিত মানুষের আর্থিক সহযোগিতায় ছেলেমেয়েদের পড়াশোনা শিখিয়ে যাচ্ছেন মোজাফফর। তিনি জানান, ফেরি করে যা আয় হয় তা দিয়ে কোনওমতে চলছে সংসার। কয়েকজনের সহযোগিতায় বাচ্চাদের পড়াশোনা করিয়ে যাচ্ছি। ছেলে ডাক্তার হতে চায়। ভালো রেজাল্ট করলেও কিন্তু কীভাবে ছেলেকে পড়াশোনা শেখাব? তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য পাশে কেউ না দাঁড়ালে মুশকিল হয়ে যাবে৷ মাসিদুলের স্বপ্নপূরণ করতে শিক্ষাদরদীদের কাছে সহযোগিতার আর্জি জানিয়েছেন মোজাফফর গাজী৷

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ডাক্তার হয়ে সমাজসেবা করার ইচ্ছে, স্বপ্নপূরণে সাহায্যের আর্জি মাসিদুলের আব্বার

আপডেট : ৯ জুন ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক: নিম্নবিত্ত পরিবারে জন্ম। ছোট থেকে পড়াশোনার প্রতি জেদ। মাধ্যমিকে ভালো রেজাল্টও করেছে মাসিদুল হোসেন গাজী। ৬৬২ নাম্বার পেয়েছে সে। ডাক্তার হয়ে সমাজসেবা করার ইচ্ছে তার। মাসিদুলের স্বপ্নপূরণে চিন্তিত তার আব্বা মোজাফফর গাজী। তিনি পেশায় ফেরিওয়ালা। কলকাতার অলিগলি ঘুরে পুরনো সামগ্রী ক্রয় করে তা বিক্রি করে কোনওমতে চলে তাঁদের সংসার।

 

আরও পড়ুন: সমাজসেবার জন্য সম্মানিত সংগীতশিল্পী অভিনেত্রী সুপর্ণা কুমার 

গরিব পরিবারে মানুষ হয়ে নিজের চেষ্টায় মাধ্যমিকে ভালো ফলাফল করার জন্য খুশি মাসিদুল হোসেনের পরিবার সহ এলাকার মানুষজন। উস্থি থানার দেউলা নাজরা গ্রামের বাসিন্দা মোজাফফর গাজী। একচিলতে টালির চালের মাটির বাড়িতে বসবাস৷ দিন আনে দিন খায়। কলকাতার অলিগলি ঘুরে দিনের শেষে যা রোজগার হয় তা সংসার খরচে চলে যায়। আগামীদিনে ছেলেকে লেখাপড়া শেখাবেন কীভাবে? মাধ্যমিকে ছেলের ভালো ফলাফলে খুশি হলেও তার স্বপ্নপূরণে রাতের ঘুম চলে গিয়েছে মোজাফফর গাজীর।

আরও পড়ুন: গান্ধি পরিবারের নির্দিষ্ট কোনও ধর্ম নেই: বিজেপি মন্ত্রী

 

আরও পড়ুন: অমুসলিম প্রতিবেশী অসুস্থ হলে কী করব?

জানা গিয়েছে, এলাকার এক সহৃদয় ব্যক্তি সানোয়ার মোকামী ও শহরের কয়েকজন পরিচিত মানুষের আর্থিক সহযোগিতায় ছেলেমেয়েদের পড়াশোনা শিখিয়ে যাচ্ছেন মোজাফফর। তিনি জানান, ফেরি করে যা আয় হয় তা দিয়ে কোনওমতে চলছে সংসার। কয়েকজনের সহযোগিতায় বাচ্চাদের পড়াশোনা করিয়ে যাচ্ছি। ছেলে ডাক্তার হতে চায়। ভালো রেজাল্ট করলেও কিন্তু কীভাবে ছেলেকে পড়াশোনা শেখাব? তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য পাশে কেউ না দাঁড়ালে মুশকিল হয়ে যাবে৷ মাসিদুলের স্বপ্নপূরণ করতে শিক্ষাদরদীদের কাছে সহযোগিতার আর্জি জানিয়েছেন মোজাফফর গাজী৷