৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রুদ্ধশ্বাস জয়, মুম্বই ম্যাচে মাহি বোঝালেন কেন তিনি মহেন্দ্র সিং ধোনি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২২ এপ্রিল ২০২২, শুক্রবার
  • / 39

 

পুবের কলম ওয়েবডেস্কঃ বুড়ো হাড়েও ভেল্কি দেখালেন মাহি। বুঝিয়ে দিলেন কেন তিনি মহেন্দ্র সিং ধোনি। টানা ছয় ম্যাচ হেরে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে অবশেষে জয়ের আশা জাগিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু বাধ সাধলেন মহেন্দ্র সিং ধোনি। শেষ ওভারে ঝলসে ওঠা ব্যাটিংয়ে চেন্নাইকে এনে দিলেন ৩ উইকেটের রোমাঞ্চকর এক জয়। টানা সপ্তম ম্যাচে হারলো পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই।

আরও পড়ুন: ICC Champions Trophy: সৌরভ ধোনির সঙ্গে একাসনে রোহিত

 

আরও পড়ুন: সিএসকে অনুশীলনে ধোনি ধামাকা

মুম্বইয়ের করা ১৫৫ রানের জবাবে ম্যাচ জিততে শেষ তিন ওভারে চেন্নাইয়ের প্রয়োজন ছিল ৪২ রান। যা নেমে আসে ৬ বলে ১৭ রানে। শেষ ওভারে প্রথম দুই বলে স্ট্রাইকই পাননি ধোনি। তিনি যখন ব্যাটিংয়ে আসেন তখন দরকার ছিল ৪ বলে ১৬ রান।

আরও পড়ুন: ভাঙলেন ধোনির সহ একাধিক রেকর্ড, ঋষভের সেঞ্চুরি তে স্বস্তিতে ভারত

সেখান থেকে মুম্বইয়ের বাঁহাতি পেসার জয়দেব উনাদকাতকে দুঃস্বপ্নের এক রাত উপহার দিলেন বিশ্বের অন্যতম সেরা ফিনিশার ধোনি। ওভারের তৃতীয় ও চতুর্থ বলে যথাক্রমে ছয় ও চার মেরে ২ বলে ৬ রানে লক্ষ মাত্রা নামান ধোনি।

পরে পঞ্চম বলে দ্রুততার সঙ্গে দৌড়ে নিয়ে নেন ২ রান। ফলে শেষ বলে বাকি ছিল ৪ রান। উনাদকাতের করা ইয়র্কার লেন্থের ডেলিভারি ফাইন লেগ বাউন্ডারি দিয়ে চার মেরেই দলের জয় নিশ্চিত করে দেন চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রুদ্ধশ্বাস জয়, মুম্বই ম্যাচে মাহি বোঝালেন কেন তিনি মহেন্দ্র সিং ধোনি

আপডেট : ২২ এপ্রিল ২০২২, শুক্রবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ বুড়ো হাড়েও ভেল্কি দেখালেন মাহি। বুঝিয়ে দিলেন কেন তিনি মহেন্দ্র সিং ধোনি। টানা ছয় ম্যাচ হেরে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে অবশেষে জয়ের আশা জাগিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু বাধ সাধলেন মহেন্দ্র সিং ধোনি। শেষ ওভারে ঝলসে ওঠা ব্যাটিংয়ে চেন্নাইকে এনে দিলেন ৩ উইকেটের রোমাঞ্চকর এক জয়। টানা সপ্তম ম্যাচে হারলো পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই।

আরও পড়ুন: ICC Champions Trophy: সৌরভ ধোনির সঙ্গে একাসনে রোহিত

 

আরও পড়ুন: সিএসকে অনুশীলনে ধোনি ধামাকা

মুম্বইয়ের করা ১৫৫ রানের জবাবে ম্যাচ জিততে শেষ তিন ওভারে চেন্নাইয়ের প্রয়োজন ছিল ৪২ রান। যা নেমে আসে ৬ বলে ১৭ রানে। শেষ ওভারে প্রথম দুই বলে স্ট্রাইকই পাননি ধোনি। তিনি যখন ব্যাটিংয়ে আসেন তখন দরকার ছিল ৪ বলে ১৬ রান।

আরও পড়ুন: ভাঙলেন ধোনির সহ একাধিক রেকর্ড, ঋষভের সেঞ্চুরি তে স্বস্তিতে ভারত

সেখান থেকে মুম্বইয়ের বাঁহাতি পেসার জয়দেব উনাদকাতকে দুঃস্বপ্নের এক রাত উপহার দিলেন বিশ্বের অন্যতম সেরা ফিনিশার ধোনি। ওভারের তৃতীয় ও চতুর্থ বলে যথাক্রমে ছয় ও চার মেরে ২ বলে ৬ রানে লক্ষ মাত্রা নামান ধোনি।

পরে পঞ্চম বলে দ্রুততার সঙ্গে দৌড়ে নিয়ে নেন ২ রান। ফলে শেষ বলে বাকি ছিল ৪ রান। উনাদকাতের করা ইয়র্কার লেন্থের ডেলিভারি ফাইন লেগ বাউন্ডারি দিয়ে চার মেরেই দলের জয় নিশ্চিত করে দেন চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক।